সুভাষ কাপুরের কোর্টরুম ড্রামেডি জলি এলএলবি ৩-এর কাস্টে যোগ দিয়েছেন হুমা কুরেশি। এই ছবির সুবাদে একজোট হচ্ছেন দুই জলি অর্থাৎ ‘জলি এলএলবি ৩’-এ একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসিকে। ছবির দ্বিতীয় ভাগের মতো হুমাকে ফের পুষ্পা পাণ্ডের ভূমিকায় দেখা যাবে।
সোমবার ইনস্টাগ্রামে সিনেমার লুকের ছবি শেয়ার করেছেন হুমা। তিনটি ছবি শেয়ার করেছেন নিজের। ফুলের মোটিফ সহ একটি সাদা কুর্তি পরেছিলেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘ফিরে এসেছে পুষ্পা পাণ্ডে’। সঙ্গে জানিয়েছেন, এই ছবিগুলি তুলেছে অক্ষয় কুমার। ফ্র্যাঞ্চাইজিতে অক্ষয় কুমারের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন হুমা।
জলি এলএলবি ফ্র্যাঞ্চায়েজির প্রথম পার্টে অভিনয় করেন আরশাদ ওয়ারসি। যা ছিল সুপার ডুপার হিট। এরপর দ্বিতীয় কিস্তিতে মুখ্য চরিত্রে দেখা যায় অক্ষয় কুমারকে। সেই ছবিও খারাপ ফল করেনি। তবে তিন নম্বর পার্টে মুখোমুখি দুই জলি।
আরও পড়ুন: রিয়ালিটি শোয়ের মঞ্চে প্রথমবার হাজির ডাঃ নেনে, বরের সঙ্গে রোম্যান্টিক মেজাজে মাধুরী
আরও পড়ুন: 'শেখার সুযোগ পেয়ে..', পরামর্শদাতা-রোল মডেল মহেশ ভাটের সঙ্গে পুরনো স্মৃতি হাতড়ালেন মল্লিকা
কদিন আগে শ্যুট শুরুর খবর দিয়েছিলেন অক্ষয় কুমার। একটি ভিডিয়ো শেয়ার করে নিয়েছিলেন কালো পোশাকে তাঁর আর আরশাদের। যেখানে তাঁরা একে-অপরের প্রতিপক্ষ। ২রা মে থেকে শ্যুটিংয়ে যোগ দিয়েছেন অক্ষয় কুমার। আজমেরে জোর কদমে শুটিং চালিয়ে যাচ্ছেন অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসি।
আরও পড়ুন: আলিয়ার ডিপফেক ভিডিয়ো ঘুরছে সোশ্যাল মিডিয়ায়! জানেন আসল ভিডিয়োতে থাকা মেয়েটি কে
জলি এলএলবি বলিউডের অন্যতম হিট ফ্রাঞ্চাইসি। ছবির প্রথম কিস্তিতে নামভূমিকায় দেখা গিয়েছিল আরশাদকে, পরে সেই জায়গা নেন অক্ষয়। তৃতীয়ভাগে একইসঙ্গে দুজনকে দেখা যাবে, যা সত্যি আগে কখনও ঘটেনি। ছবির ঘনিষ্ঠ এক সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, ‘এটি একটি খুব অনন্য ধারণা, যেখানে ফ্র্যাঞ্চাইজির প্রথম চলচ্চিত্রের নায়ক, সম্পূর্ণ নতুন একটি চলচ্চিত্রের জন্য দ্বিতীয় কিস্তির নায়কের সাথে হাত মেলাচ্ছেন। উভয় অভিনেতা পরস্পরকে সহযোগিতা করতে খুব উচ্ছ্বসিত’।
এ দিকে, আইনি গেরোয় 'জলি এলএলবি ৩'। বিচার ব্যবস্থার দিকে আঙুল তোলার অভিযোগ অক্ষয় কুমার অভিনীত ছবির বিরুদ্ধে। আজমের-এর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চন্দ্রভান ছবির পরিচালক, প্রযোজক এবং অভিনেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পাশাপাশি ছবির শ্যুটিং আপাতত স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।
আজমের-এর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের অনুমান আগের দু'টি ছবিতে যে ভাবে ভারতের বিচার ব্যবস্থাকে নিশানা করা হয়েছে, তৃতীয় ছবিতেও তার অন্যথা হবে না। ছবিতে উকিল বা বিচারকদের যে ভাবে দেখানো হয়েছে, তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই বলে মনে করছেন তিনি। তাঁর মতে, এই ধরনের ছবি ভারতের আইন বা বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে পারে। তাই এই অভিযোগ জানানো হয়েছে।