Medical PG Seats: মোট ৬০৬টি সিট বাড়ানো হয়েছে। পশ্... more
Medical PG Seats: মোট ৬০৬টি সিট বাড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গের মোট ৮টি মেডিকেল কলেজে এই আসন সংখ্যা বাড়ানো হবে। এই ৬০৬টি নতুন পোস্ট-গ্র্যাজুয়েশন সিটে প্রায় ২০টি বিশেষ বিষয় পড়ানো হবে। বর্তমানে পশ্চিমবঙ্গে ১,৯৪০টি পোস্ট গ্র্যাজুয়েশন বা MD/MS-এর সিট রয়েছে।
1/7পশ্চিমবঙ্গের মেডিকেল পড়ুয়াদের জন্য সুখবর। স্নাতকোত্তর(PG) মেডিকেল পাঠের আসন কিছুটা বাড়াল রাজ্য। এর ফলে নিজের রাজ্যে থেকেই আরও বেশি মেডিকেল পড়ুয়ারা PG কোর্সে ভর্তি হতে পারবেন। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (HT_PRINT)
2/7মোট ৬০৬টি সিট বাড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গের মোট ৮টি মেডিকেল কলেজে এই আসন সংখ্যা বাড়ানো হবে। এই ৬০৬টি নতুন পোস্ট-গ্র্যাজুয়েশন সিটে প্রায় ২০টি বিশেষ বিষয় পড়ানো হবে। ফাইল ছবি: পিক্সাবে (HT_PRINT)
3/7বর্তমানে পশ্চিমবঙ্গে ১,৯৪০টি পোস্ট গ্র্যাজুয়েশন বা MD/MS-এর সিট রয়েছে। কেন্দ্রীয় সমর্থিত এই সিটগুলি এক বিশেষ স্কিমের অধীনে বাড়ানো হয়েছে। রাজ্যের স্বাস্থ্য সচিবের আবেদনে সায় দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আগামী শিক্ষাবর্ষ থেকে এই নতুন সিটে ভর্তি শুরু হবে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (HT_PRINT)
4/7দীর্ঘদিন ধরেই এই আসন বৃদ্ধির দাবি ছিল প্রবেশিকা পরীক্ষার্থীদের। এর ফলে পড়ুয়াদের যেমন সুবিধা হবে, রাজ্যেও বিশেষ তালিমপ্রাপ্ত বিশেষজ্ঞ চিকিত্সকের সংখ্যাও কিছুটা বাড়বে। তবে এখনও আসন সংখ্যা বেশ সীমিতই বলা যেতে পারে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (HT_PRINT)
5/7রাজ্যে বর্তমানে চিকিত্সকের অভাব বেশ প্রকট। শহর ও শহরতলি বাদ দিলে, গ্রামাঞ্চল, মফস্বলে চিকিত্সক খুঁজে হন্যে হয়ে যান সাধারণ মানুষ। MBBS চিকিত্সকের খোঁজ পাওয়াটাই যেখানে দুষ্কর, সেখানে বিশেষজ্ঞ চিকিত্সক তো বিলাসিতা মাত্র। ফাইল ছবি: পিটিআই (HT_PRINT)
6/7এর পাশাপাশি স্বল্প সংখ্যক চিকিত্সকের উপর বিপুল সংখ্যক রোগীর চাপ পড়ে যায়। তাঁদেরও ওয়ার্ক-লাইফ ভারসাম্য বলতে কিছুই থাকে না। এতে তাঁদের ব্যক্তিগত জীবন, কাজের ক্ষমতা বিঘ্নিত হয়। রাজ্যের নয়া পদক্ষেপে সেই সমস্যা অল্প হলেও মিটবে বলে মনে করা হচ্ছে। ফাইল ছবি: পিটিআই (HT_PRINT)
7/7এই নতুন ৬০৬টি আসন চালু করার জন্য মোট ৭২৪.৮ কোটি টাকা বরাদ্দ করেছে স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্র মোট খরচের ৬০% বহন করবে। রাজ্যের হাতে ৪০% । ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (HT_PRINT)