টিসিএস-এর সমস্ত কর্মীদের সপ্তাহে অন্তত তিন দিন অফিস থেকে কাজ করতে হবে। এমনই ঘোষণা করেছে আইটি সংস্থা।
1/7কর্মীদের সপ্তাহে অন্তত তিন দিন অফিসে আসতে বলল টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)। মহামারীর কারণে ওয়ার্ক ফ্রম হোম-এ ধীরে ধীরে ইতি টানছে সংস্থা। তবে সম্পূর্ণ ইতি নয়। হাইব্রিড মডেলের ইঙ্গিত মিলছে নয়া নির্দেশিকায়। ছবি : রয়টার্স (Reuters)
2/7কর্মীদের পাঠানো একটি ইমেলে টিসিএস জানিয়েছে যে, তাদের সিনিয়র কর্মচারীরা ইতিমধ্যেই অফিস থেকে কাজ করছেন। গ্রাহকরাও টিসিএস-এর অফিসে আসছেন। ছবি : রয়টার্স (Reuters)
3/7এই মেলে আরও বলা হয়েছে যে, ম্যানেজাররা শীঘ্রই একটি রোস্টার তৈরি করে ফেলবেন। কর্মীদের আবশ্যিকভাবে সপ্তাহে অন্তত তিন দিন অফিস থেকে কাজ করতে হবে। ফাইল ছবি: টুইটার (Reuters)
4/7টাইমস অফ ইন্ডিয়াকে TCS-এর এক মুখপাত্র জানান, পর্যায়ক্রমে কর্মীদের অফিসে ফিরিয়ে আনা হচ্ছে। 25X25 মডেলের সঙ্গে সঙ্গতি রেখে এগোচ্ছেন তাঁরা। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস) (Reuters)
5/7এই মডেল অনুযায়ী, কোনও নির্দিষ্ট সময়ে টিসিএস-এর কর্মীদের ২৫ শতাংশের বেশি-কে অফিস এসে কাজ করতে হবে না। এটি ২০২৫ সালের মধ্যে বাস্তবায়িত হবে বলে মনে করা হচ্ছে। ফাইল ছবি : ইনস্টাগ্রাম (Reuters)
6/7আপাতত, কর্মীদের অফিসে ফেরার কোনও নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি। তবে তাঁদের নতুন কাজের পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের ব্যবস্থাপনা সম্পর্কে জানতে বলা হয়েছে। এই বিষয়ে তাঁদের ম্যানেজারদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। ফাইল ছবি: মিন্ট (Reuters)
7/7প্রোজেক্টের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে রোস্টার তৈরি করা হবে। নয়া ভাবনায় অফিসে ফ্রেশার এবং অভিজ্ঞ পেশাদারদের সঠিক ভারসাম্য বজায় রাখা হবে। ছবি : রয়টার্স (Reuters)