শুভব্রত মুখার্জি:- আর কয়েকমাস পরেই টি-২০ বিশ্বকাপের লড়াই লড়তে নামবে আফগানিস্তান দল। গত ওয়ানডে বিশ্বকাপেও বেশ ভালো পারফরম্যান্স করেছিল আফগানিস্তান দল। তিন তিনটি বিশ্ব চ্যাম্পিয়ন দলকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল আফগানিস্তান দল। ফলে স্বাভাবিকভাবেই আফগানিস্তান দলকে নিয়ে এই মুহূর্তে প্রত্যাশার পারদ চড়েছে অনেকটাই। আসন্ন টি-২০ বিশ্বকাপে তারা সেই প্রত্যাশা পূরণ করতে পারবে কি না তা সময় বলবে। তবে তার আগেই প্রস্তুতি সারতে যে তারা কোনও খামতি রাখবে না তা পরিষ্কার করে দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। টি-২০ বিশ্বকাপের আগে তিন ফর্ম্যাটেই পূর্ণাঙ্গ সিরিজ তারা খেলবে শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে।
প্রসঙ্গত জানুয়ারি মাসেই ভারতের বিপক্ষে টি-২০ সিরিজ খেলবে রশিদ খানরা। এই সিরিজ শেষ হয়ে যাওয়ার পরেই শ্রীলঙ্কায় সফর করবে আফগানিস্তান দল। দ্বীপরাষ্ট্রে সিরিজ শেষ করে এরপর সংযুক্ত আরব আমিরাশাহির বিরুদ্ধে সিরিজ খেলবে তারা। তারপর ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ খেলবেন মুজিব উর রহমানরা। এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এই বিষয়টিই নিশ্চিত।
আসন্ন ফেব্রুয়ারি-মার্চেই অনুষ্ঠিত হবে এই শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি পুর্ণাঙ্গ সিরিজ। শ্রীলঙ্কায় একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-২০ ম্যাচের সিরিজ খেলবে আফগানিস্তান। ২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় যাবে আফগানিস্তান দল। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত শ্রীলঙ্কায় থাকবে তারা। এরপর ২৮ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ খেলবে আফগানিস্তান দল। এই সিরিজটি খেলা হবে সংযুক্ত আরব আমির শাহিতে।
কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি আফগানিস্তান খেলবে ২-৬ ফেব্রুয়ারি। ৯, ১১, ১৪ ফেব্রুয়ারি খেলা হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো খেলা হবে কলম্বোতে। ১৭, ১৯ এবং ২১ ফেব্রুয়ারি খেলা হবে তিনটি টি-২০ ম্যাচ। এই ম্যাচগুলো খেলা হবে ডাম্বুলাতে।
শ্রীলঙ্কা থেকেই আমিরশাহিতে যাবে আফগানিস্তান দল। ২৮ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টটি খেলা হবে। এরপর শারজাতে বাকি দুটি সিরিজ অর্থাৎ ওয়ানডে এবং টি-২০ সিরিজ খেলবে দুই দল। ৭, ৯ এবং ১২ মার্চ খেলা হবে এই তিনটি ওয়ানডে ম্যাচ। তিনটি টি-২০ ম্যাচ খেলা হবে ১৫, ১৭ এবং ১৮ মার্চ।