আবু ধাবি টি-১০ লিগের ফাইনালে ব্যাটে-বলে নজর কাড়লেন আন্দ্রে রাসেল। তা সত্ত্বেও ম্যাচ হারতে হল তাঁর দল ডেকান গ্ল্যাডিয়েটর্সকে। আসলে সুনীল নারিনের আঁটোসাটো বোলিংয়ের সামনে মাথা তুলে দাঁড়াতে না পারার মাশুল দিতে হয় ডেকানকে।
শনিবার জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আবু ধাবি টি-১০ লিগের ফাইনালে মুখোমুখি হয় নিউ ইয়র্ক স্ট্রাইকার্স ও ডেকান গ্ল্যাডিয়েটর্স। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ডেকান। তারা নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৯১ রান সংগ্রহ করে।
আন্দ্রে রাসেল ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৮ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১ বলে ২০ রান করে নট-আউট থাকেন ডেভিড ওয়াইজ। ক্যাপ্টেন নিকোলাস পুরান ৩টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১৫ রান করেন। ২টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ১৩ রান করেন টম কোহলার ক্যাডমোর। আন্দ্রে ফ্লেচার ৫, ইমদ ওয়াসিম ৩ ও ফ্যাবিয়ান অ্যালেন ১ রান করে আউট হন।
নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে ২ ওভারে মাত্র ৬ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন সুনীল নারিন। ২ ওভারে ১৬ রানের বিনিময়ে ১টি উইকেট নেন আকিল হোসেন। ১৬ রানে ১টি উইকেট নিয়েছেন মহম্মদ জাওয়াদউল্লাহ।
পালটা ব্যাট করতে নেমে নিউ ইয়র্ক ৯.২ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৯৪ রান তুলে ম্যাচ জিতে যায়। ২৫ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলে নট-আউট থাকেন আসিফ আলি। তিনি ২টি চার ও ৪টি ছক্কা মারেন। ১৩ বলে ২২ রান করে অপরাজিত থাকেন ক্যাপ্টেন কায়রন পোলার্ড। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন।
এছাড়া ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২ বলে ১৪ রান করেন নিরোশন ডিকওয়েলা। রহমানউল্লাহ গুরবাজ ৩ বলে ১ রান করে আউট হন। ১টি বাউন্ডারির সাহায্যে ৩ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন মহম্মদ ওয়াসিম। ৪ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় নিউ ইয়র্ক স্ট্রাইকার্স।
ডেকানের হয়ে ট্রেন্ট বোল্ট ২ ওভারে ১৩ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। ২৩ রান খরচ করে ১টি উইকেট নেন নুয়ান তুষারা। ২ ওভারে ১৩ রানের বিনিময়ে ১টি উইকেট নেন আন্দ্রে রাসেল। ম্যাচের সেরা হন আসিফ আলি। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন আকিল হোসেন।