কলম্বোর রাজা এখন কে? উত্তর একটাই- ‘কিং কোহলি’। কলম্বোতে টানা চার বার সেঞ্চুরি হাঁকিয়ে নয়া নজির গড়ে ফেলেছেন কোহলি। সোমবার রিজার্ভ ডে-তে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে কোহলি তাঁর ৪৭তম ওডিআই সেঞ্চুরিটি করেন। মাত্র ৮৪ বলে নিজের শতরান পূর্ণ করেন বিরাট কোহলি। দ্রুততম ১৩ হাজার ওয়ান ডে রানের নজিরও এদিন গড়েন কিং কোহলি।
কলম্বোর প্রেমাদাসাতে নিজের শেষ তিন ওয়ান ডে ম্যাচে তিনটি শতরান হাঁকিয়েছিলেন কোহলি। চতুর্থ ম্যাচেও নিজের সেই শতরানের ধারা অব্যাহত রাখলেন তিনি। এদিন একটি স্টেডিয়ামে টানা সবচেয়ে বেশি শতরানের ক্ষেত্রে হাসিম আমলার সঙ্গে যুগ্ম ভাবে এক নম্বরে উঠে এলেন কোহলি। এর আগে কলম্বোর এই মাঠে ২০১৭ সালে দু’টি এবং ২০১২ সালে একটি শতরান করেছিলেন কোহলি। তিনি কলম্বোতে যথাক্রমে অপরাজিত ১২৮ (১১৯ বলে), ১৩১ (৯৬ বলে), অপরাজিত ১১০ (১১৬ বলে) এবং অপরাজিত ১২২ রান (৯৪ বলে)।
আরও পড়ুন: হার্দিকের ইন-সুইং না বুঝতে পেরে ভেবলে গিয়ে বোল্ড হলেন বাবর- ভিডিয়ো
কোহলির এদিন ১৩ হাজার ওয়ান ডে রানের গণ্ডি পার করার জন্য ৯৮ রান প্রয়োজন ছিল। দ্রুততম ব্য়াটার হিসেবেই তিনি ওয়ান ডে-তে ১৩ হাজার রান পূর্ণ করেন। সচিন ৩২১ ইনিংসে ১৩ হাজার রান পূর্ণ করেছিলেন। কোহলি নেন ২৬৭ ইনিংস। সেই সঙ্গে ৪৭তম সেঞ্চুরিটি করে সচিন তেন্ডুলকরের প্রায় ঘাড়েই উঠে পড়েছেন কোহলি। সচিনের ৪৯টি ওডিআই সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করাটা এখন বিরাট কোহলির কাছে শুধুই যেন সময়ের অপেক্ষা।
রবিবার ৮ রানে অপরাজিত ছিলেন কোহলি। সোমবার রিজার্ভ ডে-তে খেলা শুরু হলে কেএল রাহুল এবং কোহলি আগ্রাসী মেজাজেই শুরু করেন। প্রথমে রাহুল চালিয়ে খেলতে শুরু করেন। তার পর সেই পথে হাঁচেন কোহলিও। দুই তাকার দাপটে একেবারে কেঁপে যান পাকিস্তানের বোলাররা। শাহিন আফ্রিদি, নাসিম শাহরা কোহলির আগ্রাসনের সামনে দাঁড়াতেই পারেননি।
রাহুল আর কোহলি একেবারে তালে তাল মিলিয়ে ব্যাট করছিলেন। কাকে আটকাবেন বাবর আজম? ভেবে কোনও উপায় পাচ্ছিলেন না তিনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারতের দুই তারকার কাছে শাহিনদের আত্মসমর্পণ দেখা ছাড়া তাঁর যেন সেই সময়ে কিছুই করার ছিল না। কারণ কোনও স্ট্র্যাটেজি কাজ করেনি কোহলি-রাহুলের সামনে।
কোহলি-রাহুল মিলে তৃতীয় উইকেটে অপরাজিত ২৩৩ রান যোগ করেন। ভারত নির্দিষ্ট ৫০ ওভারে ২ উইকেট হরিয়ে করে ৩৫৬ রান। কোহলি শেষ পর্যন্ত ৯৪ বলে অপরাজিত ১২২ রানের ঝোড়ে ইনিংস খেলেন। তাঁর ইনিংসে রয়েছে ৯টি চার এবং ৩টি ছক্কা। কেএল রাহুল তাঁর কামব্যাক ম্যাচে অপরাজিত থাকেন ১০৬ বলে ১১১ করে। মারেন ১২টি চার এবং ২টি ছক্কা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে