বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ > IND vs PAK: কলম্বোর কিং কোহলি- একই মাঠে টানা চারটি সেঞ্চুরির নজির, হাসিম আমলাকে ছুঁলেন বিরাট

IND vs PAK: কলম্বোর কিং কোহলি- একই মাঠে টানা চারটি সেঞ্চুরির নজির, হাসিম আমলাকে ছুঁলেন বিরাট

বিরাট কোহলি।

এর আগে কলম্বোর এই মাঠে ২০১৭ সালে দু’টি এবং ২০১২ সালে একটি শতরান করেছিলেন কোহলি। এদিন ফের শতরান হাঁকিয়ে বিরাট কোহলি স্পর্শ করে ফেললেন হাসিম আমলার দুর্লভ রেকর্ড। এই মাঠে কোহলি করেছেন যথাক্রমে অপরাজিত ১২৮ (১১৯ বলে), ১৩১ (৯৬ বলে), অপরাজিত ১১০ (১১৬ বলে) এবং অপরাজিত ১২২  রান (৯৪ বলে)।

কলম্বোর রাজা এখন কে? উত্তর একটাই- ‘কিং কোহলি’। কলম্বোতে টানা চার বার সেঞ্চুরি হাঁকিয়ে নয়া নজির গড়ে ফেলেছেন কোহলি। সোমবার রিজার্ভ ডে-তে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে কোহলি তাঁর ৪৭তম ওডিআই সেঞ্চুরিটি করেন। মাত্র ৮৪ বলে নিজের শতরান পূর্ণ করেন বিরাট কোহলি। দ্রুততম ১৩ হাজার ওয়ান ডে রানের নজিরও এদিন গড়েন কিং কোহলি।

কলম্বোর প্রেমাদাসাতে নিজের শেষ তিন ওয়ান ডে ম্যাচে তিনটি শতরান হাঁকিয়েছিলেন কোহলি। চতুর্থ ম্যাচেও নিজের সেই শতরানের ধারা অব্যাহত রাখলেন তিনি। এদিন একটি স্টেডিয়ামে টানা সবচেয়ে বেশি শতরানের ক্ষেত্রে হাসিম আমলার সঙ্গে যুগ্ম ভাবে এক নম্বরে উঠে এলেন কোহলি। এর আগে কলম্বোর এই মাঠে ২০১৭ সালে দু’টি এবং ২০১২ সালে একটি শতরান করেছিলেন কোহলি। তিনি কলম্বোতে যথাক্রমে অপরাজিত ১২৮ (১১৯ বলে), ১৩১ (৯৬ বলে), অপরাজিত ১১০ (১১৬ বলে) এবং অপরাজিত ১২২ রান (৯৪ বলে)।

আরও পড়ুন: হার্দিকের ইন-সুইং না বুঝতে পেরে ভেবলে গিয়ে বোল্ড হলেন বাবর- ভিডিয়ো

কোহলির এদিন ১৩ হাজার ওয়ান ডে রানের গণ্ডি পার করার জন্য ৯৮ রান প্রয়োজন ছিল। দ্রুততম ব্য়াটার হিসেবেই তিনি ওয়ান ডে-তে ১৩ হাজার রান পূর্ণ করেন। সচিন ৩২১ ইনিংসে ১৩ হাজার রান পূর্ণ করেছিলেন। কোহলি নেন ২৬৭ ইনিংস। সেই সঙ্গে ৪৭তম সেঞ্চুরিটি করে সচিন তেন্ডুলকরের প্রায় ঘাড়েই উঠে পড়েছেন কোহলি। সচিনের ৪৯টি ওডিআই সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করাটা এখন বিরাট কোহলির কাছে শুধুই যেন সময়ের অপেক্ষা।

রবিবার ৮ রানে অপরাজিত ছিলেন কোহলি। সোমবার রিজার্ভ ডে-তে খেলা শুরু হলে কেএল রাহুল এবং কোহলি আগ্রাসী মেজাজেই শুরু করেন। প্রথমে রাহুল চালিয়ে খেলতে শুরু করেন। তার পর সেই পথে হাঁচেন কোহলিও। দুই তাকার দাপটে একেবারে কেঁপে যান পাকিস্তানের বোলাররা। শাহিন আফ্রিদি, নাসিম শাহরা কোহলির আগ্রাসনের সামনে দাঁড়াতেই পারেননি।

আরও পড়ুন: সচিনের চেয়ে ১৬৮ ইনিংস কম খেলে ৪৭তম ODI সেঞ্চুরির নজির কোহলির, ৮ থেকে ১৩ হাজার রানের ক্ষেত্রেও দ্রুততম কিং

রাহুল আর কোহলি একেবারে তালে তাল মিলিয়ে ব্যাট করছিলেন। কাকে আটকাবেন বাবর আজম? ভেবে কোনও উপায় পাচ্ছিলেন না তিনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারতের দুই তারকার কাছে শাহিনদের আত্মসমর্পণ দেখা ছাড়া তাঁর যেন সেই সময়ে কিছুই করার ছিল না। কারণ কোনও স্ট্র্যাটেজি কাজ করেনি কোহলি-রাহুলের সামনে।

কোহলি-রাহুল মিলে তৃতীয় উইকেটে অপরাজিত ২৩৩ রান যোগ করেন। ভারত নির্দিষ্ট ৫০ ওভারে ২ উইকেট হরিয়ে করে ৩৫৬ রান। কোহলি শেষ পর্যন্ত ৯৪ বলে অপরাজিত ১২২ রানের ঝোড়ে ইনিংস খেলেন। তাঁর ইনিংসে রয়েছে ৯টি চার এবং ৩টি ছক্কা। কেএল রাহুল তাঁর কামব্যাক ম্যাচে অপরাজিত থাকেন ১০৬ বলে ১১১ করে। মারেন ১২টি চার এবং ২টি ছক্কা।

ক্রিকেট খবর

Latest News

‘বিজিবি আর জনগণ যে প্রতিরোধ গড়ে তুলতে পারে.. এ দৃষ্টান্ত হাসিনা দেখাতে দেয়নি’ সিন্ধুদের কোচিং দায়িত্বে ইন্দোনেশিয়ার কোচ, ছেলেদের আলাদা স্যার! BAI অন্য ভাবনা PSL Draft 2025-র পরে কোন দল কোন ক্রিকেটারকে নিল? দেখে নিন ৬ দলের সম্পূর্ণ তালিকা নব নালন্দা স্কুলে কাচ ভেঙে আহত ছাত্রের পড়ল ৪০ সেলাই, প্রিন্সিপাল কী বললেন? বরফেও সোনমার্গ যাওয়া যাবে! জি-মোর টানেলের সূচনা, কাশ্মীর ও লাদাখের বড় ‘লিঙ্ক’ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় বাফার জোনের সম্ভাবনা উড়িয়ে দিলেন সেনা প্রধান কে হবেন মিস গীতা বিশ্বাস? শক্তিমান সিনেমায় রণবীরের বিপরীতে অভিনয় করবেন কে? ওয়ালপেপার জুড়ে শুধুই ভালোবাসা, কার ছবি রয়েছে শ্রদ্ধা কাপুরের ফোনে? 'ভিত্তিহীন সিনেমা...' আমির খানের সিনেমা নিয়ে বিস্ফোরক যুবরাজ সিং-এর বাবা যোগরাজ মানসিক অবসাদ নয়, 'ফসিলস'-এর চন্দ্রমৌলির মৃত্যুর আসল কারণ সামনে আনলেন আইনজীবী

IPL 2025 News in Bangla

PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট IPL-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার! কোনও ভারতীয় ক্রিকেটার এমনটা করতে পারেননি পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে? IPLর থেকে ঢাকা প্রিমিয়র লিগ কঠিন! অদ্ভূত কারণ দেখালেন পারভেজ রসুল!শুনে হাসি পাবে MCGতে হারের পরই অবসরের সিদ্ধান্ত নেন রোহিত! তবে মত বদলানোয় অখুশি ছিলেন গম্ভীর? ‘মাথায় হাত থাকলে সুযোগের পর সুযোগ, আর না থাকলে… ’! BCCI আর গম্ভীরকে খোঁচা মনোজের অশ্বিনের পথে হেঁটে অবসরে জাদেজাও? রহস্যজনক পোস্টে বাড়ল জল্পনা! দেখে নিন সেই ছবি ২০২৫ IPLএ অধিনায়ক বিরাট? জল্পনা জিইয়ে রাখলেন ফ্লাওয়ার! বললেন,এখনও সিদ্ধান্ত হয়নি কাউন্টি খেলে ইংল্যান্ডে টেস্টের প্রস্তুতি নেবেন বিরাট? RCB না চাইলে প্রায় অসম্ভব ১১ জানুয়ারি আগরকরদের বৈঠক! বাদ যেতে পারেন জাদেজা! শামিকে দিতে হবে পরীক্ষা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.