২০২৩ সালের এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারত এবং শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আর ভারতকে এবারের ফাইনালে ফেভারিট বলা হচ্ছে। রবিবার কলম্বোর এই দুই দলের মধ্যে একটি হাই ভোল্টেজ লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরের শেষ ম্যাচ ভারত দলে পাঁচটি পরিবর্তন করেছিল। আসলে ফাইনালের আগে দলের সিরিয়র খেলোয়াড়দের বিশ্রাম দিতে এবং রিজার্ভ বেঞ্চ নিয়ে পরীক্ষানিরীক্ষা করতেই এই পরিবর্তন করা হয়েছিল। তবে ফাইনালে তারকাই একাদশে ফিরবেন।
এই পাঁচ তারকার মধ্যে রয়েছেন বিরাট কোহলি, জাসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া এবং কুলদীপ যাদব। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনাল ম্যাচের জন্য এই পাঁচ খেলোয়াড়ের প্লেয়িং ইলেভেনে ফেরাটা কার্যত নিশ্চিতই। এখন প্রশ্ন হল, এশিয়া কাপের শিরোপা জয়ের ম্যাচে কী একাদশ নিয়ে নামবে ভারত?
আরও পড়ুন: বিশ্বকাপের আগে ভারতের চিন্তা বাড়িয়ে Asia Cup-এর ফাইনাল থেকে ছিটকেই গেলেন অক্ষর
ভারতের ব্যাটিং লাইন আপ কেমন হতে পারে
অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে পারেন শুভমন গিলই। দুই ব্যাটসম্যানই ভালো ফর্মে রয়েছেন। বিরাট কোহলিরও তিন নম্বরে খেলা কার্যত নিশ্চিত। এভাবে বলা যায়, দলের টপ অর্ডারে অধিনায়ক রোহিত শর্মা, শুভমান গিল এবং বিরাট কোহলির উপস্থিতি নিশ্চিত।
আরও পড়ুন: এশিয়া কাপ জিতলেও ODI Ranking-এ একে পৌঁছতে পারবে না ভারত, সুযোগ থাকবে পাকিস্তানের
যেখানে মূল উইকেটরক্ষক হিসেবে দলে থাকতে পারেন কেএল রাহুল। তিনি খেললে চারে ব্যাট করতে নামবেন। এ ছাড়া পাঁচ নম্বরের দায়িত্ব সামলাতে পারেন বাঁ-হাতি তারকা ইশান কিষান। এখনও পর্যন্ত ভালো ফর্মে পাওয়া গিয়েছে ইশানকে। এর বাইরে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ছয় নম্বরে এবং রবীন্দ্র জাদেজা সাত নম্বরে খেলবেন, এটা কার্যত নিশ্চিত।
বোলিং বিভাগ কেমন হতে পারে
আট নম্বর থেকে শুরু হবে ভারতের বোলিং বিভাগ। আট নম্বরে খেলা নিশ্চিত স্পিনার কুলদীপ যাদবের। দলের ব্যাটিং আরও মজবুত করতে ফাস্ট বোলার শার্দুল ঠাকুরকেও রাখা হতে পারে একাদশে। লোয়ার অর্ডারে ভালো ব্যাটিং করে দলের জন্য গুরুত্বপূর্ণ রান যোগ করার ক্ষমতা রয়েছে শার্দুল ঠাকুরের। এছাড়া তারকা পেসার জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজের খেলা প্রায় নিশ্চিত। সে ক্ষেত্রে বাদ পড়বেন মহম্মদ শামি।
শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটরক্ষক), ইশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।