মুলতানে এশিয়া কাপ ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে স্টেডিয়ামে লোক ভরাতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। অর্ধেকের বেশি গ্যালারি খালি ছিল। লাহোরে সুপার ফোরের প্রথম ম্যাচে গদ্দাফির গ্যালারি কানায় কানায় পূর্ণ ছিল, এমনটা বলা যাবে না। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্টেডিয়ামে দর্শক সমাগম বাড়তে থাকে।
দর্শক সমাগম নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ইতিমধ্যেই নেটিজেনদের বিদ্রুপের মুখে পড়তে হয়েছে। এবার লাহোরে ফের একবার লজ্জার মুখে পড়তে হল পিসিবিকে। এবার গদ্দাফির ফ্লাডলাইট লজ্জায় ফেলে পাক বোর্ডকে।
পাকিস্তান বনাম বাংলাদেশ সুপার ফোরের ম্যাচে দ্বিতীয় ইনিংসে ৬.৪ ওভার খেলা হওয়ার পরে গদ্দাফির একটি বাতিস্তম্ভের আলো নিভে যায়। ফলে খেলা বন্ধ থাকে সাময়িকভাবে। ক্রিকেটাররা মাঠ ছেড়ে সাজঘরে ফিরে যান। খেলা শুরু হয় প্রায় ২০ মিনিট পরে। যদিও পুনরায় খেলা শুরুর পরেও সেই বাতিস্তম্ভ পুরোপুরি কাজ করতে সময় নেয় আরও কিছুক্ষণ।
এশিয়া কাপ সংক্রান্ত যাবতীয় খবর, তথ্য-পরিসংখ্যান ও লাইভ স্কোর আপডেটে চোখ রাখতে ক্লিক করুন এখানে
ম্যাচ চলাকালীন মাঠের আলো নিভে যাওয়া নতুন কোনও ঘটনা নয়। আন্তর্জাতিক ক্রিকেটে এমন নজির রয়েছে অনেক। তবে গদ্দাফির পরিকাঠামো যে অত্যাধুনিক নয়, সেটা বোঝা যায় অনেকটা সময় নষ্ট হওয়ায়। বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়ামগুলিতে ফ্লাডলাইট নিভলে পুনরায় তা জ্বলে ওঠার সঙ্গে সঙ্গেই সম্পূর্ণ আলো পাওয়া যায়। গদ্দাফি সেই নিরিখে পিছিয়ে রয়েছে বোঝা যায়।
সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের মুণ্ডপাত শুরু হয়ে যায়। নেটিজেনরা বিদ্রুপে ভরিয়ে দেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। কেউ কেউ মজা করে লেখেন যে, হয়ত বিদ্যুতের বিল ভরতে ভুলে গিয়েছে পিসিবি। কাউকে আবার লিখতে দেখা যায় যে, পিসিবির বিদ্যুতের বিল ভরারও পয়সা নেই বোধহয়।
অনেকেই মন্তব্য করেন যে, চারটি ম্যাচই নির্বিঘ্নে আয়োজন করতে পারে না, এরা আবার গোটা এশিয়া কাপ আয়োজন করতে চেয়েছিল। কেউ কেউ এমনও মন্তব্য করেন যে, এটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের নয়, বরং পাকিস্তান সরকারের ব্যর্থতা।
এমনিতেই পাকিস্তানের বিদ্যুৎ ঘাটতি শিরোনামে উঠে এসেছে সাম্প্রতিক সময়ে। তবে এক্ষেত্রে তেমন কিছু যে ঘটেনি, সেটা বোঝা যায় মাঠের অন্যান্য বাতিস্তম্ভগুলি যথাযথ কাজ করায়। এক্ষেত্রে যান্ত্রিক গোলযোগই কারণ বলে মনে করা হচ্ছে। পরে অবশ্য ম্যাচে বিঘ্ন ঘটায়নি ফ্লাডলাইট। খেলা হয় নিরুপদ্রবে। উল্লেখ্য, পাকিস্তানের মাটিতে চলতি এশিয়া কাপের এটিই শেষ ম্যাচ। বাকি টুর্নামেন্ট খেলা হবে শ্রীলঙ্কায়।