শুভব্রত মুখার্জি: চলতি এশিয়া কাপে শ্রীলঙ্কা দলের হয়ে অন্যতম আবিষ্কার বলা যেতে পারে বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েলালাগে। মাত্র ২০ বছর বয়সি এই স্পিনার ইতিমধ্যেই তাঁর বোলিং পারফরম্যান্সে তাক লাগিয়ে দিয়েছেন গোটা ক্রিকেট বিশ্বকে। গত ম্যাচে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেছেন তিনি। নিয়েছেন পাঁচ উইকেট। হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচও। সেই পারফরম্যান্সের ধারা তিনি জারি রেখেছেন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে। এই ম্যাচেও দারুন বোলিং করেছেন তিনি। তাঁর এমনই এক দুরন্ত বলকে বুঝতে না পেরে আউট হন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আউট হয়ে যে কতটা অবাক হয়ে গিয়েছিলেন বাবর তা স্পষ্ট হয়ে যায় তাঁর চোখ মুখের অভিব্যক্তিতে!
তখন ১৫ তম ওভারের শেষ বলটি করছিলেন দুনিথ ওয়েলালাগে। স্ট্রাইকে ছিলেন বাবর। এত সুন্দর হাওয়া,লুপ এবং পরিমিত গতিতে বলটি করেন তিনি যে কার্যত এই বলে শট খেলতে প্রলুব্ধ হয়ে পড়েন বাবর। কিছুটা ক্রিজ ছেড়ে এগিয়ে অফ সাইডে শট খেলার চক্করে বলটি মিস করে বসেন তিনি। বল পড়ে হাল্কা স্পিনে বাবরকে বোকা বানিয়ে দেয়। উইকেটের পিছনে গ্লাভস হাতে থাকা কুশল মেন্ডিস দেরি করেননি। বল তালুবন্দি করেই বাবরকে স্ট্যাম্প আউট করে দেন। বলটি এতটাই ভালো ছিল যে তা ধরা পড়ে বাবরের চোখ মুখের অভিব্যক্তিতে। রীতিমতো হতভম্ব দেখাচ্ছিল তাঁকে। বাবর যেন বুঝতেই পারেননি কিভাবে কি হয়ে গেল? যতক্ষণে সম্বিত ফিরল ততক্ষণে আউট হয়ে গিয়েছেন তিনি। ফিরে গিয়েছেন প্যাভিলিয়নের পথে।
এদিন বৃষ্টির কারণে ম্যাচে ওভার কমাতে বাধ্য হন আম্পায়াররা। ৪২ ওভারের ম্যাচ খেলার সিদ্ধান্ত হয়। প্রথমে ব্যাট করে পাকিস্তান করে ২৫২ রান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ স্কোর করেছেন তাদের কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান। তিনি ৮৬ রানে অপরাজিত থাকেন। ওপেনার আবদুল্লা শফিক করেছেন ৫২ রান। বাবর আজম আউট হন ২৯ রান করে। দুনিথ ওয়েলালাগে এদিন ৯ ওভার বোলিং করেন। দেন মাত্র ৪০ রান। নেন একটি উইকেট। কোন মেডেন ওভার যদিও এদিন করেননি তিনি। উল্লেখ্য ভারতের বিরুদ্ধে অবশ্য দুনিথ ওয়েলালাগে বল হাতে শুধু দাপট দেখাননি। নিয়েছিলেন দুটি ক্যাচ। ৪২ রান করে অপরাজিত ও থেকে যান তিনি। কার্যত একাই লড়াইটা তিনি সেদিন পৌঁছে দিয়েছিলেন ভারতীয় শিবিরে। যদিও ভারত সেদিন ম্যাচ শেষে জয়লাভ করেছিল।