বাংলা নিউজ > ক্রিকেট > AUS vs PAK 3rd Test: বিশ্রামে গেলেন শাহিন, অভিষেকের অপেক্ষায় সাইম আইয়ুব, দেখে নিন পাকিস্তানের প্লেয়িং একাদশ

AUS vs PAK 3rd Test: বিশ্রামে গেলেন শাহিন, অভিষেকের অপেক্ষায় সাইম আইয়ুব, দেখে নিন পাকিস্তানের প্লেয়িং একাদশ

দেখে নিন পাকিস্তানের প্লেয়িং একাদশ (ছবি:AP)

Pakistan's playing XI: অস্ট্রেলিয়া সফরের এই শেষ টেস্ট ম্যাচটি খেলতে পারবেন না শাহিন শাহ আফ্রিদি। সহ-অধিনায়ককে বিশ্রাম দেওয়া হয়েছে, অন্যদিকে একজন তরুণ ওপেনার দলের হয়ে অভিষেক করতে চলেছেন। স্যাম আইয়ুবের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন অধিনায়ক শান মাসুদ।

অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানি ক্রিকেট দল এখন টেস্ট সিরিজের শেষ ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত। পাকিস্তানি দল তিন ম্যাচের সিরিজের প্রথম দুটি ম্যাচ খারাপভাবে হেরেছে এবং শেষ ম্যাচটি সিডনিতে ৩ জানুয়ারি থেকে খেলা হবে। ম্যাচের একদিন আগে চূড়ান্ত একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। শেষ ম্যাচে পাকিস্তান দলে দুটি পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ প্লেয়িং ইলেভেনে নতুন দুই খেলোয়াড়কে সুযোগ দেওয়া হয়েছে। 

আগামীকাল অর্থাৎ ৩ জানুয়ারি বুধবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। তার জন্য পাকিস্তান দল তাদের প্লেয়িং ইলেভেন ঘোষণা করেছে। অধিনায়ক শান মাসুদ ম্যাচের প্রাক্কালে নিশ্চিত করেছিলেন যে কোন খেলোয়াড় প্লেয়িং ইলেভেনের বাইরে থাকবেন এবং কে সুযোগ পাবেন। অস্ট্রেলিয়া সফরের এই শেষ টেস্ট ম্যাচটি খেলতে পারবেন না শাহিন শাহ আফ্রিদি। সহ-অধিনায়ককে বিশ্রাম দেওয়া হয়েছে, অন্যদিকে একজন তরুণ ওপেনার দলের হয়ে অভিষেক করতে চলেছেন। স্যাম আইয়ুবের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন অধিনায়ক শান মাসুদ।

পাকিস্তান টেস্ট সিরিজ হেরে যাওয়ায় কাজের চাপ ব্যবস্থাপনার অংশ হিসেবে সহ-অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিকে বিশ্রাম দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে আসন্ন সিরিজের কথা মাথায় রেখে তাঁকে বিশ্রাম দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাঁর জায়গায় খেলার সুযোগ পেয়েছেন সাজিদ খান। ২০২২ সালের মার্চে তিনি তার শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন। তিনি একজন অফ স্পিনার। এছাড়া ইমাম উল হকের জায়গায় স্যাম আইয়ুবকে সুযোগ দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে ইমাম উল হকের পারফরম্যান্স ভালো ছিল না। এমন পরিস্থিতিতে তরুণ ওপেনারকে দেখে নিতে চায় পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট।

পাকিস্তানের প্লেয়িং ইলেভেনে শুধু এই দুটি পরিবর্তন দেখা গেছে। স্যাম আইয়ুব ওপেন করবেন, আর সাজিদ খান নীচের দিকে ব্যাট করবেন। মাত্র সাত ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তাঁর। সেই সাত ম্যাচে সাজিদ মাত্র ৭৩ রান করেছেন, কিন্তু অফ স্পিনার হিসেবে তিনি নিয়েছেন ২২টি উইকেট। তিনি সর্বশেষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও খেলেছিলেন, কিন্তু সেই সিরিজটি পাকিস্তানে খেলা হয়েছিল এবং সেই শেষ ম্যাচে সাজিদ মাত্র একটি উইকেট পান। পাকিস্তানের এই দলে আছেন তিন পেসার ও দুই স্পিনার। হাসান আলি, মির হামজা ও আমির জামালের হাতে দ্রুত বলের দায়িত্বে থাকবেন।

পাকিস্তানের প্লেয়িং একাদশ-

সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সউদ শাকিল, মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সলমন আলি আঘা, সাজিদ খান, হাসান আলি, মির হামজা ও আমির জামাল।

ক্রিকেট খবর

Latest News

'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট ‘অনন্যার কেরিয়ারের সেরা কাজ…’, CTRL দেখে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অনুরাগ কাশ্যপ স্তন ক্যানসার হওয়ার পর ১ম জন্মদিন, হিনার জন্য় বিশেষ চমক অনুরাগীদের, কী এল উপহারে সারেগামাপায় তৃপ্তির গোপন গুণের কথা ফাঁস রাজকুমারের! প্রমাণ দিতে কোন গান গাইলেন? IPL 2025-এ কি MI-এর নেতৃত্ব সামলাবেন সূর্যকুমার যাদব? কী ইঙ্গিত দিলেন ‘স্কাই’? ডাক্তারদের আমরণ অনশন, মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনকে কটাক্ষ করে সুদীপ্তা লিখলেন…! ‘তৃণমূলের পা ধর, মমতার পা ধর, ১টা বডি লোপাট করে শান্তি হয়নি?’, রোষের মুখে পুলিশ বোলাররা রাজত্ব করবে নাকি রানের ঝড় উঠবে? কেমন হচ্ছে পিচ? কী বললেন তৌহিদ হৃদয়?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.