সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানিয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক মেগ ল্যানিং। এই মাসের, অর্থাৎ ডিসেম্বরের শেষের দিকে রয়েছে ভারত সফর। তার আগে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড বেছে নিল দলের নতুন অধিনায়ককে। তিনটি ফরম্যাটেরই দায়িত্ব দেওয়া হলো দলের তারকা ব্যাটার অ্যালিসা হিলিকে। পাশাপাশি সহ-অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে তাহিলা ম্যাকগ্রাকে। গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে খুশি প্রকাশ করেছেন দুজনেই এবং জানিয়েছেন তাদের মূল লক্ষ্য অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেটের উন্নতি করা এবং আরও এগিয়ে নিয়ে যাওয়া।
২১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার ভারত সফর। সেই সিরিজে খেলা হবে একটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি-২০ ম্যাচ। তার আগে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় হিলির কাঁধে। এই পদ পেয়ে অত্যন্ত খুশি হিলি এবং জানিয়েছেন তিনি দলের ক্রিকেটারদের উৎসাহিত করবেন যাতে তারা আরও ভালো পারফর্ম করতে পারে।
সদ্য নির্বাচিত অধিনায়ক দাবি করেন, 'এই দায়িত্ব সহজে কেউ পায়না। সুতরাং এটি পেয়ে আমি অত্যন্ত খুশি এবং দলের ক্রিকেটারদের আমি উৎসাহিত করবো যাতে ওরা ভালো পারফর্ম পরে আগামীদিনে। মেগ নিজের দায়িত্ব অত্যন্ত ভালোভাবেই পালন করেছে এবং আমিও নিজের দায়িত্ব একইভাবে পালন করবো। আমি বরাবরই গোটা দলের থেকে সাহায্য পেয়েছি। তাই আমিও ওদের সবরকম ভাবে সাহায্য করবো এবং ওদের পাশে থাকব। আমি মাঠে নিজের সেরাটা দেব এবং দলের ক্রিকেটারদের থেকেও সেরাটা বের করে আনব।'
অন্যদিকে সহ-অধিনায়কত্বের করার দায়িত্ব পেয়ে খুশি প্রকাশ করেছেন ম্যাকগ্রাও। তিনি দাবি করেছেন যে এই দায়িত্ব পেয়ে তিনি অত্যন্ত গর্বিত এবং এই দলকে তিনি আরও আগে এগিয়ে নিয়ে যাবেন। ম্যাকগ্রা জানান, 'আমি বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই আমাকেই দায়িত্ব দেওয়ার জন্য। এই অনুভূতিটা বলে বোঝাবার মতো নয়। এলিসা আর আমি একে অপরকে অনেকদিন ধরে চিনি। আমরা দু'জন বহুদিন ধরে ক্রিকেট খেলছি। সুতরাং আমাদের মধ্যে বোঝাপড়াটাও ভালো। আগামী দিনে আমাদের খেলার সূচি বহু রয়েছে। এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য হবে দলকে আগে এগিয়ে নিয়ে যাওয়া এবং নিজের সবটা দিয়ে দেওয়া। দলের সমস্ত ক্রিকেটারদের আমি সাহায্য করব। এই মুহূর্তে সবকিছুই ঠিকঠাক চলছে।' এছাড়াও তিনি নিজের আঙ্গুলের চোট সম্পর্কেও মুখ খুলেছেন, 'প্রথম টেস্ট ম্যাচে আপনারা আমাকে মাঠে দেখতে পাবেন।'