বাংলা নিউজ > ক্রিকেট > BAN vs SL 1st T20I: শেষ ওভারে ২ উইকেট পড়ল বাংলাদেশের, ব্যর্থ হল জাকেরের লড়াই, রুদ্ধশ্বাস ম্যাচ ৩ রানে জিতল শ্রীলঙ্কা

BAN vs SL 1st T20I: শেষ ওভারে ২ উইকেট পড়ল বাংলাদেশের, ব্যর্থ হল জাকেরের লড়াই, রুদ্ধশ্বাস ম্যাচ ৩ রানে জিতল শ্রীলঙ্কা

৩ রানে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেল শ্রীলঙ্কা।

শেষ ওভারে ৬ বলে বাংলাদেশের ১২ রান দরকার ছিল। এই ওভারে রিশাদ হোসেন এবং জাকের আলিকে ফিরিয়ে বাংলাদেশকে ধাক্কা দেন দাসুন শনাকা। সেই সঙ্গে দেন ৮ রান। চাপ সামলে ৩ রানে দলকে জয় এনে দিতে বড় ভূমিকা নেন শনাকা।

বাংলাদেশের সামনে শ্রীলঙ্কা ২০৭ রানের লক্ষ্য রেখেছিল। সেই রান তাড়া করতে নেমে প্রথম ১০ ওভার শেষে বাংলাদেশের রান ছিল ৭৮। চার উইকেট হারিয়ে বসেছিল তারা। কিন্তু খেলার রং বদলে দেন মাহমুদুল্লাহ এবং জাকের আলির ইনিংস। দু'জনের লড়াইয়ের হাত ধরে বাংলাদেশ ২০০ রানও পার করে ফেলেছিল। দুই তারকা দলকে নিয়ে গিয়েছিলেন জয়ের অনেক কাছে। কিন্তু মাত্র ৩ রানের জন্য জেতা হল না। জয় অধরাই থাকল।

শেষ ওভারে ৬ বলে বাংলাদেশের ১২ রান দরকার ছিল। এই ওভারে রিশাদ হোসেন এবং জাকের আলিকে ফিরিয়ে বাংলাদেশকে ধাক্কা দেন দাসুন শনাকা। সেই সঙ্গে দেন ৮ রান। ৩ রানে দলকে জয় এনে দিতে বড় ভূমিকা নেন চাপ সামলে শনাকা।

আরও পড়ুন: অভিষ্কাকে সাজঘরে ফিরিয়ে ‘টাইম-আউট’ নিয়ে শরিফুল ফের খোঁচা মারলেন লঙ্কাকে,নতুন করে শুরু বিতর্ক- ভিডিয়ো

টস জিতে বাংলাদেশ ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কাকে। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৩ উইকেট হারিয়ে ২০৬ রান করে। তবে প্রথম ওভারেউ অভিষ্কা ফার্নান্দোর (২ বলে ৪ রান) উইকেট হারায় শ্রীলঙ্কা। ৩৭ রানের মাথায় দ্বিতীয় উইকেট পড়ে। কামিন্দু মেন্ডিস ১৯ করে আউট হয়ে যান। আর এক ওপেনার কুশল মেন্ডিস কিন্তু দলের হাল ধরে থাকেন। ৩৬ বলে তিনি গুরুত্বপূর্ণ ৫৯ রান করেন। ৬টি চার, তিনটি ছক্কা রয়েছে তাঁর ইনিংসে।

আরও পড়ুন: লন্ডন থেকে ভারতে ফিরলেন কেএল রাহুল, খেলবেন কি IPL 2024?

এছাড়া ৮টি চার এবং একটি ছয়ের সৌজন্যে সাদিরা সমরাবিক্রমা ৪৮ বলে অপরাজিত ৬১ রান করেন। অধিনায়ক চরিথ আসালঙ্কা আবার ২১ বলে ৪৪ করে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং রিশাদ হোসেন একটি করে উইকেট নিয়েছেন।

রান তাড়া করতে নেমে বাংলাদেশ শুরু থেকে নড়বড় করছিল। লিটন দাস (০), সৌম্য সরকার (১২), তৌহিদ হৃদয় (৮) এবং নাজমুল হোসেন শান্ত (২০) দ্রুত সাজঘরে ফিরে যান। এর পর পঞ্চম উইকেটে মাহমুদুল্লাহ এবং জাকের আলি মিলে ঝড় তোলেন। ৩১ বলে ৫৪ করে সাজঘরে ফিরে যান মাহমুদুল্লাহ। তাঁর ইনিংসে হাঁকান ২টি চার এবং চারটি ছক্কা। জাকের আলি আবার চারটি চার, ছ'টি ছক্কার হাত ধরে ৩৪ বলে ৬৮ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি দলকে জিতিয়ে মাট ছাড়তে ব্যর্থ হন। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৩ রান করে বাংলাদেশ। ৩ রানে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় শ্রীলঙ্কা। লঙ্কা বাহিনীর হয়ে ২টি করে উইকেট নিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ, বিনুরা ফার্নান্দো এবং দাসুন শনাকা।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

হারলে বিজয়াতেই শেষ হতে পারে সেমির স্বপ্ন, IND v AUS বিশ্বকাপ লড়াই কোথায় দেখবেন? গম্ভীরের একটা মন্ত্রেই বদলে গিয়েছে দল, সঞ্জুর খেলাতেই স্পষ্ট- সূর্যকুমার যাদব কুম্ভ রাশির সাপ্তাহিক রাশিফল, ১৩ থেকে ১৯ অক্টোবর কেমন কাটবে যুবকের পেট কেটে জীবন্ত আরশোলা বের করলেন চিকিৎসকরা, প্রাণে বাঁচলেন রোগী মকর রাশির সাপ্তাহিক রাশিফল, ১৩ থেকে ১৯ অক্টোবর কেমন কাটবে ‘‌ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে’‌, হাসিনার ট্রাভেল ডকুমেন্ট নিয়ে তৌহিদ ধনু রাশির সাপ্তাহিক রাশিফল, ১৩ থেকে ১৯ অক্টোবর কেমন কাটবে ‘প্রশাসন শুনতে পাচ্ছেন? আর কত…’! হাতপাতালে অনুষ্টুপ, গর্জে উঠলেন কিঞ্জল নন্দ বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল, ১৩ থেকে ১৯ অক্টোবর কেমন কাটবে যশোরেশ্বরী মন্দিরের স্বর্ণমুকুট উদ্ধারে পুরষ্কার ঘোষণা পুলিশের, কড়া বার্তা মিলল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.