টিম ইন্ডিয়ার দুই তরুণ তারকা ব্যাটার শ্রেয়স আইয়ার ও ইশান কিষানের রঞ্জি ট্রফিতে অংশগ্রহণ না করা প্রশ্ন জাগিয়েছে সকল ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটারদের মনে। কেউ দুই তারকার ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানালেও অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন এবং জানিয়েছেন যে ক্রিকেটকে বিন্দুমাত্র সম্মান করে না তাঁরা। তবে এই সবকিছুর মাঝে ভারতের অধিনায়ক রোহিত শর্মার মন্তব্য হইচই ফেলে দিয়েছে, যার পর অনেকেই মনে করছেন এগুলি শ্রেয়াস ও ইশানের উদ্দেশ্যেই বলা হয়েছে। যদিও মনে করা হচ্ছে যে দুই ক্রিকেটারকেই হয়তো বাদ দেওয়া হতে পারে বিসিসিআইয়ের সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে।
৭ মার্চ, ভারত ও ইংল্যান্ড ধরমশালাতে মুখোমুখি হবে সিরিজের পঞ্চম এবং অন্তিম টেস্ট ম্যাচটি খেলতে। তবে তার আগে অর্থাৎ রাঁচি ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য করলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। আইপিএল বনাম ঘরোয়া ক্রিকেট প্রসঙ্গে তিনি কড়া বার্তা দিয়ে জানালেন, 'যাঁদের মধ্যে খিদে নেই তাদেরকে আমরা দলে জায়গা দেব না। যদি পারফর্ম করার খিদেই না থাকে তাহলে তাদের খেলিয়ে কোনও লাভ নেই।'
সকলেই রোহিতের এই মন্তব্যকে সমর্থন করেছেন এবং দাবি করেছেন যে বিসিসিআইয়ের সেই ক্রিকেটারগুলির উপর নিষেধাজ্ঞা জারি করা উচিত যারা রঞ্জি ট্রফি খেলতে অনিচ্ছুক। তবে তারা এটিও জানিয়েছেন যে বিসিসিআইয়ের এমন একটি নিয়ম তৈরি করা উচিত যাতে ভবিষ্যতে এই রকম পরিস্থিতি আর না সৃষ্টি হয়।
এক আধিকারিক দাবি করেছেন, 'বিসিসিআইয়ের এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত ছিল। কোনও সিনিয়র ক্রিকেটার যদি রঞ্জি ট্রফি খেলে তাহলে তা দেখে দলের নতুনরাও অনেক কিছু শিখতে পারবে। আমি চাই বিসিসিআই সকল রাজ্য সংস্থাগুলিকে সেই ক্ষমতা দিক যাতে প্রয়োজনে, যেই ক্রিকেটাররা রঞ্জিতে অংশগ্রহণ করবে না, তাদের উপর নিষেধাজ্ঞা জারি করা যায়। অন্তত এগুলো দেখে তরুণ ক্রিকেটাররা সেই সাহস ভবিষ্যতে করবে না।'
অন্যদিকে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অভিলাষ খান্ডেকার ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দিলীপ বেঙসরকারের মুখেও শোনা গেল একই সুর। অভিলাষ খান্ডেকার বলেন, 'আমি রোহিতের সঙ্গে সহমত। সকল তরুণ ক্রিকেটারের মধ্যেই খিদে থাকা দরকার। রঞ্জি ট্রফিকে কোনও রকমভাবেই হালকায় নিলে চলবে না।' দিলীপ বেঙসরকার বলেন, 'রঞ্জি ট্রফি খেলা সকল ক্রিকেটারের উচিত। এতে সকলেরই উন্নতি হয়। কোনও ক্রিকেটার যদি তা খেলতে না চায়, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তার পরিবর্তে দলে নতুন ক্রিকেটারকে জায়গা দেওয়া হবে। এমনিতেও আমাদের দেশে ক্রিকেটারদের অভাব নেই। কেউ না কেউ জায়গা ঠিক করে বানিয়ে নেবে দলে। সকলেরই মনে রাখা উচিত কেউ খেলার ঊর্ধ্বে নয়।'