শুভব্রত মুখার্জি:- ভারতের তথাকথিত স্পিন সহায়ক পিচে রীতিমতো অনভিজ্ঞ স্পিন অ্যাটাক নিয়েই খেলতে এসেছে ইংল্যান্ড দল। তাদের দলের অভিজ্ঞ স্পিনার জ্যাক লিচ সিরিজের শুরুতে স্কোয়াডে ছিলেন।তবে হায়দরাবাদ টেস্টের পরেই ছিটকে যান। ওই টেস্টে তাঁর হাঁটুতে দুই দুইবার চোট পান। সেই চোট নিয়েই প্রথম টেস্টে খেলেন তিনি।
এরপর লিচ ছিটকে গেলে স্পিন বিভাগের দায়িত্ব এসে পড়ে আন্তর্জাতিক ক্রিকেটে অনভিজ্ঞ টম হার্টলি, রেহান আহমেদ এবং শোয়েব বশিরের উপরে। তবে টিম ম্যানেজমেন্টকে হতাশ করেননি এই তিন তরুণ স্পিনার। তিনজনেই তাঁদের পারফরম্যান্সের মধ্যে দিয়ে নজর কেড়েছেন বিশেষজ্ঞদের। আর এমন আবহেই টম হার্টলি,শোয়েব বশিরদের আরও বেশি করে কাউন্টি ক্রিকেটে সুযোগ পাওয়ার পক্ষে সওয়াল করেছেন জাতীয় টেস্ট দলের কোচ ব্রেন্ডন ম্যাককালাম।
হেড কোচ ব্রেন্ডন ম্যাকালামের মতে যেভাবে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে এই তরুণ স্পিনাররা পারফরম্যান্স করেছেন, তাতে আরও বেশি করে তাঁদের কাউন্টি ম্যাচে খেলার সুযোগ পাওয়া উচিত। তাই তিনি কাউন্টি দলগুলোর কাছে আবেদনও জানিয়েছেন যাতে করে টম হার্টলি, শোয়েব বশিরদের আরোও বেশি করে কাউন্টি ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া হয়।
পাশাপাশি তিনি এটাও মেনে নিয়েছেন নাথান লিয়ন, জ্যাক লিচের মতন বিশ্বমানের স্পিনারদের উপস্থিতিতে বেশি সুযোগ পাওয়াটাও বেশ দুষ্কর। তিনি এটাও মেনে নিয়েছেন যে কাউন্টিগুলোর আলাদা আলাদা এজেন্ডা থাকে। আর সেই এজেন্ডা অনুযায়ী ফিট না হলে সুযোগ নাও পেতে পারেন টম হার্টলি, শোয়েব বশিররা।
বিষয়টি নিয়ে বলতে গিয়ে ব্রেন্ডন ম্যাককালাম জানিয়েছেন, 'আমরা কিছুটা হলেও হতাশ হব যদি দেখি ওঁরা (টম হার্টলি এবং শোয়েব বশির) কাউন্টি ক্রিকেটে খুব বেশি খেলার সুযোগ পাচ্ছে না। যদিও বিষয়টি বাস্তবে এমনটাই হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এমনটা ঘটতে পারে বলে আমি মনে করছি। আমি কোন কাউন্টির উপর কর্তৃত্ব ফলাতে চাই না। কারণ আমি জানি প্রতিটি কাউন্টির আলাদা আলাদা এজেন্ডা রয়েছে। এই সিরিজে (ভারতের মতন কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে তাদের মাটিতেই) যেরকম পারফরম্যান্স আমরা ওদের (দুই স্পিনারদের) থেকে বের করে আনতে পেরেছি, তা অবিশ্বাস্য। আমি মনে করি আমি কিছুটা হলেও (হতাশায়) পাগল হয়ে যাব যদি কাউন্টি পর্যায়ে ওরা খুব বেশি সুযোগ না পায়।'