বাংলা নিউজ > ক্রিকেট > CPL 2023: ক্রিকেটের ইতিহাসে এই প্রথম, লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হল নারিনকে- ভিডিয়ো

CPL 2023: ক্রিকেটের ইতিহাসে এই প্রথম, লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হল নারিনকে- ভিডিয়ো

ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে লাল কার্ড দেখাচ্ছেন আম্পায়ার। ছবি- সিপিএল।

Caribbean Premier League: ক্রিকেটের ইতিহাসে প্রথম কোনও খেলোয়াড়কে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হল। সুনীল নারিনকে কেন মাঠের বাইরে বার করে দিলেন আম্পায়ার?

চলতি বছরেই ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে শাস্তি হিসাবে লাল কার্ড দেখানোর নিয়ম চালু হয়েছে। তবে টুর্নামেন্টের প্রথম ১১টি ম্যাচে একবারও আম্পায়ারদের লাল কার্ড ব্যবহার করতে হয়নি। লিগের ১২ নম্বর ম্যাচে এসে প্রথমবার পকেট থেকে লাল কার্ড বার করতে হয় আম্পায়ারকে। এক্ষেত্রে হতাশাজনক কারণে ইতিহাস গড়েন সুনীল নারিন।

স্লো ওভার রেটের চূড়ান্ত শাস্তি হিসেবে এবছর সিপিএলে লাল কার্ডের প্রচলন করে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। সিপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে লাল কার্ড দেখে ত্রিনবাগো নাইট রাইডার্স। সিপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয় সুনীল নারিনকে। শুধু ক্যারিবিয়ান প্রিমিয়র লিগেই নয়, বরং ক্রিকেটের ইতিহাসে প্রথম প্লেয়ার হিসেবে লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয় নারিনকে।

কেন নারিনকে লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয়:-

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিরুদ্ধে ম্যাচে ত্রিনাবাগো নাইট রাইডার্স নির্ধারিত সময়ে ২০ ওভারের বোলিং কোটা পূর্ণ করতে পারেনি। ২০তম ওভার শুরুর আগে স্লো ওভার-রেটের দায়ে পড়ায় তাদের একজন ক্রিকেটারকে লাল-কার্ড দেখিয়ে মাঠের বাইরে বার করে দেন আম্পায়ার। এক্ষেত্রে দলের ক্যাপ্টেনকে ঠিক করতে হয় কে বাইরে যাবেন। ক্যাপ্টেন পোলার্ড শেষ ওভারে সুনীল নারিনকে মাঠের বাইরে যেতে বলেন, যেহেতু তিনি আগেই তাঁর বোলিং কোটার ৪ ওভার পূর্ণ করেছিলেন। সুতরাং, এটা বলা মোটেও ভুল হবে না যে, দলের ভুলের মাশুল দিয়ে মাঠ ছাড়তে হয় নারিনকে। গোটা দলের হয়ে শাস্তি মাথা পেতে নেন ক্যারিবিয়ান রহস্য স্পিনার।

আরও পড়ুন:- CPL 2023: ৪টি দৈত্যাকার ছক্কায় এক ওভারে চারবার স্টেডিয়ামের বাইরে বল পাঠালেন পোলার্ড, বিরাট জয় নাইট রাইডার্সের- ভিডিয়ো

সিপিএল ২০২৩-তে লাল-কার্ডের নতুন নিয়ম সম্পর্কে জানুন:-

ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে স্লো ওভার-রেটের তৃতীয় তথা চূড়ান্ত শাস্তি হিসেবে লাল-কার্ড ব্যবহার করা হয়। ১৮তম ওভারের শুরুতে যদি নির্ধারিত সময়ের থেকে পিছিয়ে থাকে কোনও দল, তবে অতিরিক্তি ১ জন ফিল্ডারকে ত্রিশ গজের বৃত্তের ভিতরে রাখতে হবে সংশ্লিষ্ট দলকে। অর্থাৎ, বৃত্তের ভিতরে থাকবে মোট ৫ জন ফিল্ডার।

১৯তম ওভারের শুরুতেও যদি সেই দল নির্ধারিত সময়ের থেকে পিছিয়ে থাকে, তবে বাড়তি দু'জন ফিল্ডারকে বৃত্তের ভিতরে রাখতে হবে হবে। অর্থাৎ, এক্ষেত্রে বৃত্তের ভিতরে থাকবে মোট ৬ জন ফিল্ডার।

২০তম ওভারের শুরুতেও যদি সেই দল নির্ধারিত সময়ের থেকে পিছিয়ে থাকে, তবে বৃত্তের বাইরে থাকা একজন ফিল্ডারকে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হবে। অর্থাৎ, বোলার-কিপার বাদে সেক্ষেত্রে বৃত্তের ভিরতে থাকবে ৬ জন ফিল্ডার এবং বাইরে থাকবে ২ জন ফিল্ডার। মাঠে থাকবে ফিল্ডিং দলের সাকুল্যে ১০ জন ক্রিকেটার।

আরও পড়ুন:- Asia Cup 2023: সাতবারের চ্যাম্পিয়ন ভারত নয়, এশিয়া কাপের সব থেকে ধারাবাহিক দল শ্রীলঙ্কা, রইল প্রমাণ

নাইট রাইডার্সকে লাল-কার্ডের কতবড় মাশুল দিতে হয়:-

শেষ ওভারে বৃত্তের বাইরে মাত্র ২ জন ফিল্ডার থাকার সুযোগ নিয়ে ব্যাটার শেরফান রাদারফোর্ড ডোয়েন ব্র্যাভোর ওভারে ১৮ রান সংগ্রহ করেন। শেষ ওভারে তিনি ৩টি চার ও ১টি ছক্কার মারেন।

যদিও নাইট রাইডার্স শেষমেশ ম্যাচ জিতে মাঠ ছাড়ে। প্রথমে ব্যাট করে সেন্ট কিটস নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭৮ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে নাইট রাইডার্স ১৭.১ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৮০ রান তুলে ম্যাচ জিতে যায়।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

'আরএসএস সকল প্রজন্মের অনুপ্রেরণা', সংগঠনের শতবর্ষে পদার্পণে বার্তা মোদীর কাশ্মীর থেকে কন্যাকুমারী দেশজুড়ে অনশনে বসবেন জুনিয়র ডাক্তাররা, বাংলার হাতে হাত বিয়ের পর প্রথম বিজয়ায় সিঁদুরে মাখামাখি দর্শনা, সিঁদুর খেললেন শুভশ্রী-রচনা-নুসরত বাংলার বিদ্বজ্জনদের চিঠি পৌঁছল মুখ্যমন্ত্রীর দুয়ারে, মধ্যস্থতায় ইমেল দু’‌পক্ষকে গান গেয়ে মা দুর্গাকে বিদায় জানালেন মমতা! শুনে নিন বিজয়ার গান, শেয়ার কুণালের ৩৭ বার ২০০-র বেশি রান! সামারসেট, CSK, RCB-কে টপকে T20-তে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর বাড়ানো হল সলমন খানের বাড়ির বাইরের নিরাপত্তা দশমীতে একটা নতুন শাড়ি কিনে দিলে না! চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ বধূর মুকেশ-শাহবাজের সাঁড়াশি আক্রমণে ভাঙল UP-র প্রতিরোধ, রঞ্জির ১ম ইনিংসে লিড বাংলার পুজোয় অপরূপা অপরাজিতা! কেমন কাটল অভিনেত্রীর পুজো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.