বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > ধুবরি লোকসভা কেন্দ্র ২০২৪: চতুর্থবার জিততে মরিয়া আজমল, জানুন অতীতে কী হয়েছিল

ধুবরি লোকসভা কেন্দ্র ২০২৪: চতুর্থবার জিততে মরিয়া আজমল, জানুন অতীতে কী হয়েছিল

ধুবরিতে ফের জেতার আশায় বদরুদ্দিন আজমল (Abdul Sajid)

এবার মূলত লড়াই এআইইউডিএফ-এর আজমল, বিজেপি সহযোগী অসম গণ পরিষদের জাবেদ ইসলাম ও কংগ্রেসের রাকিবুল হোসেনের মধ্যে। এবার কিছুটা হলেও অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর আজমলের বিপক্ষে কাজ করতে পারে বলে মনে করা হচ্ছে।

ধুবরি লোকসভা কেন্দ্রটি উত্তর-পূর্বের রাজ্য অসমের উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থিত। ধুবরি লোকসভার অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলি হল মানকচর, সালমারা দক্ষিণ, ধুবরি, গৌরীপুর, গোলকগঞ্জ, বিলাসীপাড়া পশ্চিম, বিলাসীপাড়া পূর্ব, গোয়ালপাড়া পূর্ব, গোয়ালপাড়া পশ্চিম, জলেশ্বর। ১৯৫৭ সাল থেকেই এই কেন্দ্রে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে শুরু করে। বর্তমানে কোনও রিজার্ভেশন নেই এই কেন্দ্রে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রটি থেকে জয়লাভ করে সাংসদ নির্বাচিত হন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট-এর প্রার্থী বদরুদ্দিন আজমল। দশটি বিধানসভা আসন নিয়ে গঠিত এই লোকসভা কেন্দ্রটি দক্ষিণ সালমারা, মানকাচর জেলা, ধুবরি জেলা ও গোয়ালপাড়া জেলার বিস্তীর্ণ অংশ নিয়ে গঠিত। এবার চতুর্থবারের জন্য জেতার জন্য ময়দানে নেমেছেন আজমল। সামনে কংগ্রেস ও অসম গণ পরিষদের যুযুধান প্রার্থী। 

এই কেন্দ্রটিতে ভারতীয় জাতীয় কংগ্রেস সর্বাপেক্ষা সফল দল। ১৯৫৭ সালের লোকসভা নির্বাচন এই কেন্দ্রটি থেকে প্রজা সমাজতান্ত্রিক পার্টির পক্ষ থেকে আমজাদ আলী জয়যুক্ত হন। ১৯৬২ সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রটি থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী গিয়াসউদ্দিন আহমেদ ১২.৫ শতাংশ ভোটের মার্জিনে জয়যুক্ত হন। ১৯৬৭ সালে ফের প্রজা সমাজতান্ত্রিক পার্টির জাহানউদ্দিন আহমেদ এই কেন্দ্র থেকে জয়ী হন। ১৯৭১ সালের লোকসভা নির্বাচনে ধুবড়ি কেন্দ্র থেকে ফের ভারতীয় জাতীয় কংগ্রেস জয়ী হন, এবার প্রার্থী ছিলেন মইনুল হক চৌধুরী। ১৯৭৭ সালের লোকসভা নির্বাচনে অসম রাজ্যে কংগ্রেসের ভোট ৫০.৬ শতাংশ এবং ভারতীয় লোক দলের ভোট ৩৫.৫ শতাংশে গিয়ে দাঁড়ায়। ধুবরি কেন্দ্রটিতে আহমেদ হোসেন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জয়ী হন। ১৯৮০ এবং ১৯৮৪ সালের লোকসভা নির্বাচনে আব্দুল হামিদ পরপর এই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। ১৯৯১ এবং ১৯৯৬ এর লোকসভা নির্বাচনে নুরুল ইসলাম জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হন। মধ্যবর্তী বিস্তীর্ণ একটি সময়ে কংগ্রেস আধিপত্য বজায় রাখে এই আসনটিতে। ১৯৯৮-১৯৯৯-এর লোকসভা নির্বাচনে আব্দুল হামিদ এই কেন্দ্র থেকে জয়ী হন। 

প্রার্থী পরিচয়-

২০০৪ সালে এই কেন্দ্রটি আনোয়ার হোসেনের কাছে যায়। ২০০৪-এর লোকসভায় ভারতীয় জনতা পার্টি ২২.৯ শতাংশ ভোট পায় অন্যদিকে অসম গণপরিষদ ২০ শতাংশ ভোট পায়। কংগ্রেসের ভোট শেয়ার কমে দাঁড়ায় ৩৫.১ শতাংশে। ধুবরি কেন্দ্র থেকে আনোয়ার হোসেন ১ লক্ষ ১৬ হাজারের বেশি ভোটে জয়যুক্ত হন, তবে ২০০৯ সালের নির্বাচনে ধুবরি কেন্দ্রটি জাতীয় কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নেয় আসাম ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট। ১ লক্ষ ৮৪ হাজার ৪১৯ ভোটে কংগ্রেস প্রার্থীকে পরাজিত করেন বদরুদ্দিন আজমল। এই নির্বাচনে মোট ভোটদানের হার ছিল ৭৬.৩ শতাংশ, ২০০৯ সালেই কংগ্রেসের ভোট শেয়ার এবং আসন সংখ্যা কমে গিয়েছিল অনেকটাই, ২০১৪ সালের লোকসভায় বিজেপি এই রাজ্য থেকে সাতটি আসন পায়, যেখানে কংগ্রেস এবং ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট তিনটি করে আসন পায়। বিজেপির ভোটের শেয়ার ৩৬.৯ শতাংশ এবং কংগ্রেসের ভোটের শেয়ার গিয়ে দাঁড়ায় ২৯.৯ শতাংশে। ধুবরি কেন্দ্রটিতে বদরুদ্দিন আজমল ২ লক্ষ ২৯ হাজারের বেশি ভোটে জয়ী হয়। ৮৮.২ শতাংশ মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। সর্বশেষ ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রটি ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টেরর দখলেই থাকে। ২ লক্ষ ২৬ হাজারের বেশি ভোটে এই কেন্দ্রটি থেকে জয়ী হন বদরুদ্দিন আজমল। ৯৪.১ শতাংশ মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।

এবার মূলত লড়াই এআইইউডিএফ-এর আজমল, বিজেপি সহযোগী অসম গণ পরিষদের জাবেদ ইসলাম ও কংগ্রেসের রাকিবুল হোসেনের মধ্যে। এবার কিছুটা হলেও অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর আজমলের বিপক্ষে কাজ করতে পারে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ লাগোয়া এই কেন্দ্রে বন্যা, নদী ভাঙন, অশিক্ষা, শিশুমৃত্যুর হার ও অপরাধের চড়া হার বড় ইস্যু হিসেবে উঠে এসেছে। সবমিলিয়ে মোট ১৩জন প্রার্থী আছেন ৮০ শতাংশ মুসলিম অধ্যুষিত এই আসনে। 

২০২১-এর বিধানসভা নির্বাচনে ধুবরি কেন্দ্রের ফলাফল কেমন হয়েছিল, তা এক নজরে দেখে নেওয়া যাক। রাজ্যজুড়ে বিজেপি ৩৩.৬ শতাংশ ভোট পায় এবং কংগ্রেস ৩০ শতাংশ ভোট পায়। অন্যদিকে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট এবং অসম গণ পরিষদ যথাক্রমে ৯.৪ শতাংশ এবং ৮ শতাংশ ভোট পেয়েছিল। এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত ১০টি বিধানসভা কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাবে এই কেন্দ্রটিতে জাতীয় কংগ্রেস এবং ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট উভয় দলই পাঁচটি করে আসনে জয়যুক্ত হয়েছিল। মানকচার, ধুবরি, গৌরীপুর, বিলাসীপাড়া পশ্চিম এবং বিলাসীপাড়া পূর্ব, এই ৫টি কেন্দ্রে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট জয়যুক্ত হয়। অন্যদিকে সালমারা দক্ষিণ, গোলকগঞ্জ, গোয়ালপাড়া পূর্ব, গোয়াল পাড়া পশ্চিম এবং জলেশ্বর এই পাঁচটি কেন্দ্রে জাতীয় কংগ্রেসের প্রার্থীরা জয়ী হন। সার্বিকভাবে অসম রাজ্যের ভারতীয় জনতা পার্টির গুরুত্বপূর্ণ প্রভাব থাকলেও এই কেন্দ্রটিতে ব্যতিক্রমী ছবি দেখা গেছে ঐতিহাসিক ভাবেই।

ভোটযুদ্ধ খবর

Latest News

ভিডিয়ো: MI শিবিরে ‘হিটম্যানের’ এন্ট্রি! বলিউড তারকাদেরও হার মানালেন রোহিত টলির পর এবার বলিউড কাঁপাতে প্রস্তুত নুসরত, কার বিপরীতে অভিনয় করবেন তিনি? ‘ম্যাডাম দিদি’- মেসির সই করা জার্সি পেলেন মুখ্যমন্ত্রী! TMC বলল 'বিশ্বজনীন মমতা' 'বাবা হয়ে মেয়ের…', ডেথ সার্টিফিকেট পেয়ে কী বললেন আরজিকরের নির্যাতিতার বাবা? দায়বদ্ধতার মূর্ত প্রতীক! ইলেকট্রিক হুইলচেয়ারে রাজস্থানের অনুশীলনে কোচ দ্রাবিড় ভিডিয়ো: ৬৪ বলে অপরাজিত ১৪৪ রান! IPL 2025 শুরুর আগেই গর্জে উঠল রিয়ান পরাগের ব্যাট পুরনো গিল্ডে ফিরেই চমক! স্বরূপের নামে দায়ের করা মানহানি মামলা থেকে সরলেন রাহুল কোন কোন অধিনায়ক IPLএ তিনটি দলের অধিনায়কত্ব করেছেন? 'তোমার মৃত মায়ের সঙ্গে আমি চ্যাট করি' কীভাবে স্বামীকে খুনের ছক সাজিয়েছিল মুসকান? আইপিএলের ইতিহাসে সেরা ওপেনার কারা? বিরাট-রোহিত নন, এগিয়ে এই ভারতীয়

IPL 2025 News in Bangla

ভিডিয়ো: MI শিবিরে ‘হিটম্যানের’ এন্ট্রি! বলিউড তারকাদেরও হার মানালেন রোহিত দায়বদ্ধতার মূর্ত প্রতীক! ইলেকট্রিক হুইলচেয়ারে রাজস্থানের অনুশীলনে কোচ দ্রাবিড় ভিডিয়ো: ৬৪ বলে অপরাজিত ১৪৪ রান! IPL 2025 শুরুর আগেই গর্জে উঠল রিয়ান পরাগের ব্যাট RR Possible First XI: টপ অর্ডারে ৫ ভারতীয়! ঘরের ছেলেদের উপরই বাজি ধরবে রাজস্থান RR SWOT Analysis: IPL 2025-এ সঞ্জুদের মাথা ব্যথার কারণ কী? রাজস্থানের শক্তি কী? KKR Unplugged ইভেন্টে গান ব্র্যাভোর গলায়! কোচকে কি শেখাতে চান মেন্টর? PBKS Possible XI: শ্রেয়স নামবেন তিনে, সম্ভাব্য একাদশ থেকে পর্দা তুললেন শশাঙ্ক PBKS SWOT Analysis: বদলাবে কি পঞ্জাবের ব্যর্থতার ছবি? দলের শক্তি ও দুর্বলতা কী? LSG Possible First XI: ওপেন করবেন কারা? কোন একাদশ নিয়ে নামতে পারেন পন্ত? LSG SWOT Analysis: পেসাররা ফিট নয়, ব্যাটিং দিয়েই কি বাজিমাত করবেন ঋষভ পন্ত?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.