গত আইপিএল নিলামে প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে নিয়ে যে রকম টানাটানি চলে ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে, তা প্রকৃতপক্ষেই নজিরবিহীন। তবে আনকোরা এক ঘরোয়া ক্রিকেটার সমীর রিজভির যে রকম আকাশ ছোঁয়া দাম ওঠে, তা অবাক করে সকলকে। কেননা নিলাম থেকে ৮ কোটি ৪০ লক্ষ টাকার বিশাল অঙ্কে চেন্নাই সুপার কিংস কিনে নেয় তাঁকে।
উত্তরপ্রদেশের ২০ বছর বয়সী ডানহাতি ব্যাটারের উপরে কেন এত বিরাট অঙ্কের অর্থ বিনিয়োগ করে সিএসকে, সেটা বোঝা গেল এতদিনে। সৌরাষ্ট্রের বিরুদ্ধে কর্নেল সিকে নাইডু ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে ধ্বংসাত্মক মেজাজে ট্রিপল সেঞ্চুরি করলেন রিজভি।
রঞ্জি অভিযান শেষে সিকে নাইডু ট্রফিতে উত্তরপ্রদেশকে নেতৃত্ব দিচ্ছেন সমীর। সৌরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫০ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রিজভি। তিনি শতরানের গণ্ডি টপকে যান ৯টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৮৬ বলে। সমীর ২৫টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১৬৫ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি আড়াইশো রানের গণ্ডি টপকান ২৮টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ২০২ বলে।
সমীর ত্রিশতরান পূর্ণ করেন ২৬১ বলে। সাহায্য নেন ৩২টি চার ও ১১টি ছক্কার। শেষমেশ ৩৩টি চার ও ১২টি ছক্কার সাহায্যে ২৬৬ বলে ৩১২ রানের অসাধারণ ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি। উত্তরপ্রদেশ প্রথম ইনিংসে ১৫৮.১ ওভার ব্যাট করে ৭৪৬ রানের বিশাল ইনিংস গড়ে তোলে।
ক্যাপ্টেন সমীরের ট্রিপল সেঞ্চুরি ছাড়া ঋতুরাজ শর্মা লড়াকু শতরান করেন। তিনি ১৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২২২ বলে ১৩২ রান করে আউট হন। সমীরের এবছর রঞ্জি অভিযান ভালো কাটেনি মোটেও। তিনি ৫টি ম্যাচের ৬টি ইনিংসে ব্যাট করতে নেমে সাকুল্যে ৭৯ রান করেন। যদিও রিজভি ৯৮.৭৫ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেন।
সমীর এখনও পর্যন্ত উত্তরপ্রদেশের হয়ে ৭টি ফার্স্ট ক্লাস ও ১১টি লিস্ট-এ ম্যাচে মাঠে নেমেছেন। তিনি টি-২০ খেলেছেন ১১টি। লিস্ট-এ ও টি-২০ ম্যাচ মিলিয়ে সাকুল্যে ৩টি হাফ-সেঞ্চুরি করেছেন রিজভি। সিএসকে তাঁকে দলে নেয় উত্তরপ্রদেশ টি-২০ লিগের পারফর্ম্যান্স দেখেই। গত ইউপি টি-২০ লিগের ১০টি ম্যাচে মাঠে নেমে সমীর ৫০.৫৬ গড়ে ৪৫৫ রান সংগ্রহ করেন। তিনি টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হন। সেঞ্চুরি করেন ২টি। যুগ্মভাবে টুর্নামেন্টে সব থেকে বেশি ৩৫টি ছক্কা হাঁকান সমীর। প্রায় ১৯০ স্ট্রাইক রেটে রান সংগ্রহ করেন তিনি।