বাংলা নিউজ > ক্রিকেট > ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডকে পিছনে ফেলে টেস্টে ইতিহাস গড়ল কার্টিস ক্যাম্ফারদের আয়ারল্যান্ড

ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডকে পিছনে ফেলে টেস্টে ইতিহাস গড়ল কার্টিস ক্যাম্ফারদের আয়ারল্যান্ড

টেস্টে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড (ছবি:এক্স @ACAUK1)

আয়ারল্যান্ড তাদের প্রথম টেস্ট জয় পেয়েছে নিজেদের অষ্টম টেস্ট ম্যাচে। অর্থাৎ প্রথম সাত টেস্টে হারের পরে তারা অষ্টম টেস্টে জয়ের স্বাদ পেয়েছে। এই তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া দল। তারা নিজেদের প্রথম টেস্ট ম‌্যাচ খেলতে নেমে প্রথম ম্যাচেই পেয়েছিল জয়।

শুভব্রত মুখার্জি: ২৮ ফেব্রুয়ারি থেকে আবুধাবির একেবারে নতুন করে তৈরি স্টেডিয়াম টলারেন্স ওভালে মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ড এবং আফগানিস্তান। প্রথম দিন থেকেই জমে গিয়েছিল ক্লাসের কার্যত এই দুই 'নয়া' ছাত্রের লড়াই। সেই লড়াইয়ের ফলাফল জানা গিয়েছে তিন দিনের খেলা শেষ হয়ে যাওয়ার পরপরেই। আফগানদের হারিয়ে লাল বলের ক্রিকেট অর্থাৎ টেস্টে নিজেদের প্রথম টেস্ট জয় তুলে নিয়েছে আইরিশরা। শুক্রবার নিজেদের প্রথম টেস্ট জয়ে স্বাভাবিকভাবেই খুশি আইরিশরা। দেশের ক্রিকেট ইতিহাসে তারা নয়া ইতিহাস গড়েছেন। ছয় উইকেটে তারা রশিদ খানের দেশকে হারিয়ে দিয়ে ভারত, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতন দেশগুলোকে একেবারে পিছনে ফেলে দিয়েছে। কী সেই নজির? আসুন জেনে নেওয়া যাক।

আরও পড়ুন… আসন্ন লোকসভা নির্বাচনে কি লড়বেন যুবরাজ সিং? সব জল্পনা থেকে পর্দা তুললেন সিক্সার কিং

আয়ারল্যান্ড তাদের প্রথম টেস্ট জয় পেয়েছে নিজেদের অষ্টম টেস্ট ম্যাচে। অর্থাৎ প্রথম সাত টেস্টে হারের পরে তারা অষ্টম টেস্টে জয়ের স্বাদ পেয়েছে। এই তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া দল। তারা নিজেদের প্রথম টেস্ট ম‌্যাচ খেলতে নেমে প্রথম ম্যাচেই পেয়েছিল জয়। দ্বিতীয় স্থানে একসঙ্গে রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান এবং আফগানিস্তান। তারা নিজেদের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমেই তাদের প্রথম জয় তুলে নিয়েছিদ। এরপর রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানরা নিজেদের ষষ্ঠ টেস্ট ম্যাচে প্রথম জয় পেয়েছিল। পরবর্তীতে জায়গা করে নিয়েছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের পরে রয়েছে জিম্বাবোয়ে।তারা নিজেদের ১১ তম টেস্টে প্রথম জয় পেয়েছিল। এরপর রয়েছে দক্ষিণ আফ্রিকা।তারা নিজেদের ১২ তম টেস্টে পেয়েছিল নিজেদের প্রথম জয়।

<p>ইতিহাস গড়ল আয়ারল্যান্ড </p>

ইতিহাস গড়ল আয়ারল্যান্ড 

আরও পড়ুন… IPL 2024: তাহলে এই জন্য সরফরাজ খানকে ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস! সৌরভ জানালেন আসল কারণ

দক্ষিণ আফ্রিকার পরেই জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। অর্জুন রনতুঙ্গার দেশ নিজেদের ১৪ তম টেস্টে পেয়েছিল নিজেদের প্রথম জয়। এরপরেই রয়েছে ভারত। যারা নিজেদের ২৫ তম টেস্টে পেয়েছিল নিজেদের প্রথম জয়।নিজেদের প্রথম টেস্ট খেলার ২০ বছর পরে এই জয় পেয়েছিল তারা। ভারতের পরেই রয়েছে বাংলাদেশ দল। যারা নিজেদের ৩৫ তম টেস্টে পেয়েছিল নিজেদের প্রথম জয়। তারপরে রয়েছে কেন উইলিয়ামসনের দেশ নিউজিল্যান্ড।যারা নিজেদের ৪৫ তম টেস্টে পেয়েছিল নিজেদের প্রথম টেস্ট জয়ের স্বাদ। এদিন টলারেন্স ওভালে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন মার্ক আডায়ার। তিনি প্রথম ইনিংসে আইরিশদের হয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন।

আরও পড়ুন… গ্রেস হ্যারিসের দুরন্ত ব্যাটিংয়ে ভর করে গুজরাট জায়ান্টসকে ৬ উইকেটে হারালো ইউপি ওয়ারিয়র্স

ফলে ১৫৫ রানে অলআউট হয়েছিল আফগানিস্তান। জবাবে ২৬৩ রান করে ১০৮ রানের লিড নিয়েছিল আইরিশরা। দ্বিতীয় ইনিংসে মাত্র ২১৮ রান অল আউট হয়ে যায় আফগানরা। মার্ক আডায়ার নেন তিনটি উইকেট। জয়ের জন্য নির্ধারিত ১১১ রান মাত্র ৪ উইকেট হারিয়েই তুলে নিয়ে ইতিহাস রচনা করে আয়ারল্যান্ড।

ক্রিকেট খবর

Latest News

সোমে ২ জেলায় ভারী বৃষ্টি, ৬০ কিমিতে ঝড় হবে কোথায়? বিশ্বকর্মা পুজোয় কমবে বর্ষণ? খড়্গপুরে কখন দাঁড়াবে হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত? রইল টাইমটেবিল, আর কোথায়? সোমে ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ বাংলায়? সরকারি অফিসে কাজ হবে? রইল ছুটির তালিকা ধর্ষণে অভিযুক্ত বায়ুসেনার উইং কমান্ডারকে প্রাক-গ্রেফতারি জামিন কোর্টের অভিনেত্রীকে হেনস্থা! মিথ্যা মামলায় গ্রেফতার, ডিজি-সহ ৩ পুলিশকর্মী সাসপেন্ড ভাদ্রের রান্না আশ্বিনেতে খাওয়া, আগামিকাল রান্না পুজো, জেনে নিন এর বিধি নিয়ম ‘‌আর একজন ছাত্রছাত্রীর সঙ্গে অবিচার হতে দেব না’‌, এবার গর্জে উঠলেন আখতার আলি বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজির… বোনু রাহাকে চোখে চোখে রাখছে তৈমুর, কাপুর পরিবারে গণেশ বন্দনায় দেখা নেই আলিয়ার! মায়ের শ্রাদ্ধের নিমন্ত্রণপত্রে উঠল ‘‌উই ওয়ান্ট জাস্টিস’‌, অভিনব প্রতিবাদ রায়গঞ্জ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.