বাংলা নিউজ > ক্রিকেট > ক্রিকেট দলের নতুন স্পনসর পেল ইস্টবেঙ্গল, গুরুদায়িত্ব দেওয়া দল সন্দীপ পাতিলকে

ক্রিকেট দলের নতুন স্পনসর পেল ইস্টবেঙ্গল, গুরুদায়িত্ব দেওয়া দল সন্দীপ পাতিলকে

নতুন স্পনসরের সঙ্গে চুক্তি সারল ইস্টবেঙ্গল। ছবি- শ্রাচি গ্রুপ টুইটার।

ISL-এর চলতি মরশুমে প্রথম জয়ের পরেই নতুন স্পনসর পেল ইস্টবেঙ্গল ক্লাব। যদিও ফুটবলে নয়, ক্রিকেটে।

আইএসএলের নতুন মরশুমে প্রথম জয় তুলে নেওয়ার ঠিক পরেই নতুন স্পনসরের সঙ্গে চুক্তি সারল ইস্টবেঙ্গল। যদিও ফুটবলের নয়, বরং লাল-হলুদ শিবিরের ক্রিকেট দল পেল নতুন পৃষ্ঠপোষক। সোমবার শহরের এক অভিজাত হোটেলে শ্রাচি গ্রুপের সঙ্গে অনুষ্ঠানিকভাবে গাঁটছড়া বাঁধে ইস্টবেঙ্গল ক্লাব। আগামী তিন বছরের জন্য ইস্টবেঙ্গলের ক্রিকেট দলের টাইটেল স্পনসর হল শ্রাচি গ্রুপ।

একই সঙ্গে এদিন ইস্টবেঙ্গল ক্রিকেট দলের প্রধান পরামর্শদাতা হিসেবে ঘোষণা করা হয় সন্দীপ পাতিলের নাম। টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা এদিন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। পাশাপাশি ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন ঝুলন গোস্বামী ও প্রখ্যাত কোচ রাজীব দত্তকেও অন্যতম পরামার্শদাতা হিসেবে নিয়োগ করা হয়। ঝুলন মূলত মহিলা ক্রিকেটের উন্নয়নে কাজ করতে আগ্রহী।

ইস্টবেঙ্গলের নতুন স্পনসর ঘোষণা অনুষ্ঠানে ছিল রীতিমতো চাঁদের হাট। বাংলার ক্রিকেটমহলের বহু পরিচিত মুখ উপস্থিত ছিলেন সেখানে। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ছাড়াও অভিষেক ডালমিয়া, শরদিন্দু মুখোপাধ্যায়, রণদেব বসুরাও আমন্ত্রিত ছিলেন অনুষ্ঠানে। এছাড়াও একাধিক প্রাক্তন ক্রিকেটার ও সিএবি কর্তার পা পড়ে সেখানে। ছিলেন ইস্টবেঙ্গলের ঘরের ছেলে হিসেবে পরিচিত বহু প্রাক্তন ফুটবলার। ইস্টবেঙ্গলের ক্লাব কর্তারা তো হাজির ছিলেনই।

আরও পড়ুন:- World Cup 2023: বিশ্বকাপে অস্ট্রেলিয়া সব থেকে বেশি ম্যাচ হেরেছে ভারত-পাকিস্তানের কাছে- ৯ দলের বিরুদ্ধে অজিদের রেকর্ড

স্বাভাবিকভাবেই ইস্টবেঙ্গলের ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠানে হাজির ছিলেন কোচ আব্দুল মুনায়েম ও উপদেষ্টা সম্বরণ বন্দ্যোপাধ্যায়। শ্রাচি গ্রুপের সঙ্গে হাত মেলানোর পরে ইস্টবেঙ্গল বাংলার ক্রিকেটে নতুন উচ্চতা ছোঁবে বলেই বিশ্বাস লাল-হলুদ কোচের।

অনুষ্ঠান মঞ্চেই ইস্টবেঙ্গল ক্লাব সচিব কল্যাণ মজুমদার ও শ্রাচি গ্ৰুপের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি চুক্তিপত্রে সই করেন। ইস্টবেঙ্গলের সঙ্গে স্পনসরশিপ চুক্তি সারার পরে টোডি জানান যে, আগামী দিনে যাতে বাংলা থেকে নতুন নতুন ক্রিকেট প্রতিভা উঠে আসে এবং আইপিএলের মতো টুর্নামেন্টে আরও বেশি করে বাংলার ক্রিকেটারদের দেখা যায়, সেই উদ্দেশ্য নিয়েই তিনি ক্রিকেটের আঙিনায় পা দিলেন।

আরও পড়ুন:- World Cup 2023: ট্র্যাডিশনাল রং, তবে দুর্দান্ত সব নকশা, দেখে নিন ১০ দলের বিশ্বকাপের জার্সি, আপনার পছন্দ কোনটি?

অনুষ্ঠানে সন্দীপ পাতিলের হাতে ইস্টবেঙ্গলের শতবর্ষের স্মারক তুলে দেওয়া হয়। সেই সঙ্গে প্রাক্তন ভারতীয় তারকাকে ক্লাবের আজীবন সদস্যপদও দেওয়া হয় লাল-হলুদ শিবিরের তরফে।

ক্রিকেট খবর

Latest News

হুগলি নদীতে চলবে এসি ফেরি, চলবে ব্যাটারিতে, ছুটবে হু হু করে… সন্তান ধারণের ক্ষমতা বাড়াতে চাইলে এই ৫ বীজ নিয়মিত খান ভিডিয়ো: ধোনির কথা মনে করালেন রিচা ঘোষ! ফাতিমার ক্যাচ নিয়ে সকলকে চমকে দিলেন ৫৮ বছরের ভাইজানের জন্য পাত্রী খুঁজছেন ‘পুকী বাবা’,কেমন বউ চাই? জানিয়ে দিলেন সলমন অসম তৃণমূলের দায়িত্বে এবার আইনমন্ত্রী মলয় ঘটক, ঘোষণা করল ঘাসফুল শিবির মাত্র ৩৮এ মৃত্যু দক্ষিণী অভিনেতার মেয়ের, রাজেন্দ্র প্রসাদের বাড়িতে আল্লু অর্জুন শোন নদীতে তলিয়ে গেল একই আদিবাসী পরিবারের ৭ নাবালক, উদ্ধার ৫ দেহ শাহরুখ বা করণ নন, বলিউডে সবচেয়ে বড়লোক এই ব্যক্তি, সম্পত্তি ১০০ কোটির বেশি 'বাংলা না বুঝলেও রসগোল্লাটা বুঝে গিয়েছি', লাল-পাড় সাদা শাড়িতে মনু যেন বাঙালি! ধর্ষিতাকে থানায় ডেকে অভিযোগ তোলার জন্য হুমকি দিচ্ছে পুলিশ!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.