বাংলা নিউজ > ক্রিকেট > বাবর আজমের সঙ্গে বন্ধুত্বই কাল হল কেরিয়ারের! এমনটাই দাবি পাক স্পিনারের

বাবর আজমের সঙ্গে বন্ধুত্বই কাল হল কেরিয়ারের! এমনটাই দাবি পাক স্পিনারের

বাবর আজমের সঙ্গে বন্ধুত্বের কারণে কেরিয়ার ডুবল (ছবি-টুইটার)

বাবর আজমের সঙ্গে বন্ধুত্বই নাকি কাল হল তাঁর ক্রিকেট কেরিয়ারের! পাক অধিনায়কের সঙ্গে বন্ধুত্বে তাঁর কেরিয়ারের ক্ষতি হয়েছে বলে দাবি জানালেন পাকিস্তানের স্পিনার উসমান কাদির। তাঁর মতে বন্ধু বাবরের কাছ থেকে সুবিধা নিলে তাঁকে দলের বাইরে থাকতে হতো না এখন।

শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে তিন ফর্ম্যাটেই পাকিস্তান সিনিয়র দলের অধিনায়ক বাবর আজম। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটারও তিনি। তাঁর অধিনায়কত্বেই শেষ টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল পাকিস্তান। এহেন বাবর আজমের সঙ্গে বন্ধুত্বই নাকি কাল হল তাঁর ক্রিকেট কেরিয়ারের! পাক অধিনায়কের সঙ্গে বন্ধুত্বে তাঁর কেরিয়ারের ক্ষতি হয়েছে বলে দাবি জানালেন পাকিস্তানের স্পিনার উসমান কাদির।

উসমান সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘বাবরের সঙ্গে আমার সম্পর্ক আজ থেকে নয়। আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। যখন আমরা দুইজন অনুর্ধ্ব-১৫ দলের ট্রায়াল দিয়েছিলাম, তখন থেকেই আমাদের সম্পর্ক রয়েছে। বাবর অধিনায়ক হওয়ার পরেই আমি জাতীয় দলে প্রথম সুযোগ পাই। তবে তার মানে এই নয় যে, বাবর আমাকে দলে নিয়েছে। অনৈতিক সুবিধা আমাকে কোনভাবে দেওয়া হয়নি। আমাকে জাতীয় দলে এনেছিলেন মিসবাহ উল হক। আগেও বলেছি, বাবর আমাকে দলে নেয়নি এবং কেন নেবে বাবর? এটা তাঁর নিজস্ব দল নয়। এটা পাকিস্তান দল। এমনকি বাবর নিজেও সে কথা স্বীকার করেছেন।’

তিনি আরও জানিয়েছেন, ‘(আমার দলে আসার কারণ হিসেবে) বাবর ও আমার বন্ধুত্ব নিয়ে যদি কথা বলা হয় তাহলে বলব আমার কখনই দলের বাইরে থাকার কথা ছিল না। আসলে বাবরের সঙ্গে আমার বন্ধুত্ব আমার উপকারের চেয়ে ক্ষতিই বেশি করেছে। কারণ এটা আমাদের উভয়ের উপরই সমানভাবে বাড়তি চাপ যোগ করেছে। দুজনের ক্ষতি করেছে বিষয়টা।’ এখন পর্যন্ত উসমান পাকিস্তানের হয়ে ২৩ টি-২০ খেলেছেন। বোলিং গড় ১৯.০৬। উইকেট নিয়েছেন ২৯টি। জাতীয় দলের হয়ে একটি মাত্র ওয়ানডে খেলেছেন, একটি উইকেটও নিয়েছেন তিনি। যদিও টেস্টে এখনও খেলার সুযোগ হয়নি তার। উসমানের মতে বন্ধু বাবরের কাছ থেকে সুবিধা নিলে তাঁকে দলের বাইরে থাকতে হতো না এখন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে

বন্ধ করুন