২০২৪ শুরু হতেই দামামা বেজে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। গতবার জয়ের কাছাকাছি এসে সুযোগ হাতছাড়া হয়েছে ভারত, পাকিস্তানদের মতো জয়ী দলের। তবে এবার যাতে কোনও অসুবিধা না হয় সেই কারণে, টুর্নামেন্টকে পাখির চোখ করে, নিজেদের সব দিক দিয়ে প্রস্তুত করছে অংশগ্রহণকারী দলগুলি। তবে তার আগে আসন্ন এই টুর্নামেন্টের পিচকে ঘিরে মুখ খুললেন অ্যাডিলেড ওভালের হেড গ্রাউন্ডসম্যান ডেমিয়ান হাও। এই বছর তাঁকে ও তাঁর দলকে নিউইয়র্কের পিচগুলির সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে আইসিসির তরফ থেকে। 'চ্যানেল সেভেন'এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন যে এই মুহূর্তে তিনি যা করছেন, সেটা তিনি আগে করেননি। এখানেই শেষ নয় প্রধান গ্রাউন্ডসম্যান আরও দাবি করেছেন যে পিচ নিয়ে আসল কাজ শুরু হবে মে মাস থেকে।
ডেমিয়ান বলেন, 'পরিস্থিতিটা এমন যে অনেককিছু বুঝে-শুনে করতে হবে। তবে এখনও অবধি আমরা যতটা কাজ করতে পেরেছি সেটার জন্য আমরা গর্বিত। আমরা যেটা করছি সেটা আমরা আগে কোনও দিন করিনি। এই পর্যন্ত অনেক কাজ হয়েছে এবং এখনও অনেক বাকিও আছে। তবে রইলো কথা আসল কাজ কবে থেকে শুরু হবে, তাহলে আমি বলবো সেটা শুরু হবে চলতি বছরের মে মাসের শুরুর দিকে। যদিও তার আগে আমরা মাটি থেকে শুরু করে ঘাস নিয়ে একাধিক কাজ হয়ে যাবে।'এছাড়াও তিনি আরও জানিয়েছেন যে এই পর্যন্ত কটা ট্রে লাগানো হয়েছে এবং পরবর্তী ৬ মাসে আর কোন জায়গায় কাজ পড়ে রয়েছে।
পাশাপাশি, তিনি আরও দাবি করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের পিচগুলিতে বিশ্বকাপের জন্য অ্যাডিলেড ওভাল টার্ফ সলিউশনসের সামান্যতম কাজও তাঁর কাছে ঐতিহাসিক। হাও বলেন, 'দশ দিনে রয়েছে আটটি ম্যাচ। তার মধ্যে একটি সকলের প্রিয় ভারত বনাম পাকিস্তান। তারপর বাকি দলগুলি এক এক করে এসে এখানে খেলবে। প্রথম ম্যাচটি রয়েছে জুন মাসে। তবে যতদূর আমি জানি মে মাসে হয়তো 'ওয়ার্ম আপ' ম্যাচ একটা খেলা হতে পারে পিচ পরীক্ষা করার জন্য। তবে হ্যাঁ, যাই হোক না কেন দিনের শেষে এটার জন্য আমি খুবই খুশি। আমার কাছে অ্যাডিলেড ওভাল টার্ফ সলিউশন যদি এমন জনপ্রিয় টুর্নামেন্টের জন্য সামান্যতম কাজও করে, সেটাই আমার কাছে বড় ব্যাপার। চিরকাল এটা আমার কাছে ঐতিহাসিক হয়ে থাকবে। আমেরিকার মাটিতে এমন কাজ আমরা করেছি ভাবতেই এটা খুব ভালো লাগছে।'