পর্দায় দুর্জয়-রাণীর রসায়ন নিয়ে চর্চার শেষ নেই! বাংলা টেলিভিশনের ‘হটেস্ট কপল’ তাঁরা। স্ক্রিনে তাঁদের মাখামাখি দেখে অনেকেই ভেবে বসেছিলেন বাস্তবেও বুঝি প্রেম করছেন দুজনে। তবে সেই জল্পনা আগেই উড়িয়েছেন তাঁরা। হালে অভিনেতা অর্কপ্রভর সঙ্গে আরেক সুন্দরীর রসায়ন ঘিরে চর্চা তুঙ্গে। আরও পড়ুন-‘গালে বা কপালে চুমুর বেশি কিছু….', বাথরুমে রোম্যান্সে মজে রাণী-দুর্জয়, সমালোচনার জবাব অর্কপ্রভর
ভ্যালেন্টাইনস ডে-র দিন ‘সরস্বতী’ শ্রীতমার সঙ্গে মিষ্টি ছবি পোস্ট করেছিলেন অভিনেতা। তারপর থেকেই প্রশ্ন তবে কি প্রেম করছেন দুজনে? সম্প্রতি এক কমন ফ্রেন্ডের জন্মদিনের পার্টিতে একসঙ্গে ফের ধরা দিয়েছেন অর্কপ্রভ ও শ্রীতমা। সেই পোস্টের কমেন্ট বক্সে মন্তব্যের ছয়লাপ! ফ্যানেদের ধারণা শ্রীতমাকেই মন দিয়েছেন পর্দার দুর্জয়। সত্যিটা জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে এই প্রশ্ন রাখা হয়েছিল অর্কপ্রভর কাছে। শুনেই মুচকি হাসি অভিনেতার।
শান্তভাবে জবাব দিলেন, ‘আমি এইটুকুই বলব এই মুহূর্তে আমি সিঙ্গল, আমার কোনও গার্লফ্রেন্ড নেই। আর ভবিষ্যতে যদি আমার জীবনে প্রেম আসেও সেটা আমি ব্যক্তিগত রাখতে চাইব। শ্রীতমাকে নিয়ে অনেক কথা আমারও কানে এসেছে। আমি ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় আসতে চাই না। আমি তো দুর্জয় নই, আমার অর্কপ্রভ বলে আমার একটা সত্ত্বা আছে। সে হয়ত একটু এদিক ওদিক ঘুরতে গেল, খেলাম, হাঁটছি-চলছি সেটা নিয়ে একটু রিল বানালো। কিন্তু আমার একদম ব্যক্তিগত জীবনে কী হচ্ছে সেটা নিয়ে আমি চর্চা চাই না।’
ডিভোর্সে সিলমোহর, মুম্বইয়ে সোহমের সঙ্গে মুভি ডেটে শোলাঙ্কি! প্রেমে ইস্তেহার খড়ির?
শ্রীতমা তাঁর বন্ধু। এর চেয়ে বেশি কিছু ভাঙলেন না অভিনেতা। টলিউড ইন্ডাস্ট্রির পরিচিত মুখ শ্রীতমা। দোঁয়াশ, জেন্টালম্যান-সহ বেশকিছু ওটিটি প্রোজেক্টে কাজ করেছেন তিনি। যে সব ফ্যানেদের অর্কপ্রভর লাভ-লাইফ নিয়ে মাথাব্য়াথা তাঁদের দিক পালটা প্রশ্ন ছুঁড়ে অভিনেতা বলেন, ‘এটা নিয়ে কারুর ওপিনিয়ান আমার কাছে ম্যাটার করে। অনেক অনেক কথা বলবে, যারা এইসব প্রশ্ন করে, তারা কি আদেও আমার ফ্যান। সত্যি বলতে তাদের প্রতি আমার সমবেদনা রইল’।
বিয়ে নিয়ে এখনই কিছু ভাবনা নেই অর্কপ্রভ। অভিনেতা আরও বলেন, ‘ভবিষ্যতের ব্যাপার তো ভবিষ্যতই জানে। বিয়ে করব কী করব না আমি নিজেও জানি না। সেটা করলেও প্রকাশ্যে আনব কিনা তাও জানি না। আমার একমাত্র ফোকাস অভিনয়, আমি সিনেমা বানাতে চাই। আমার পাবলিক লাইফটা শুধু শিল্পী হিসাবেই থাকুক, এটাই চাই’।