শুভব্রত মুখার্জি- আগামী মরশুমের আইপিএল শুরু হওয়ার আগেই ঘর গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলামের টেবিলে বসার আগেই মোটামুটিভাবে সব ফ্র্যাঞ্চাইজি ঠিক করে ফেলেছে কোন কোন ক্রিকেটারকে তারা দলে রাখবেন আর কাকে কাকে ছেঁটে ফেলা হবে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অর্থাৎ আরসিবির তরফেও রিটেনড ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় জায়গা হয়নি ভারতীয় পেসার হর্ষল প্যাটেলের।দীর্ঘদিন আরসিবির হয়ে খেলার পরে এবার নিলামের আগেই দল তাঁকে ছেড়ে দিয়েছে। নিলামের বিকিকিনির টেবিলে যাওয়ার আগে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তারকা পেসার।
৩৩ বছর বয়সি এই তারকা পেসার জানিয়েছেন আরসিবি তাঁকে নিলামের আগে ছেড়ে দেওয়ার পরেও ফ্র্যাঞ্চাইজির উপর তাঁর কোনও রাগ নেই। বরং তিনি ফ্র্যাঞ্চাইজির প্রতি কৃতজ্ঞ তাঁকে খেলার সুযোগ করে দেওয়ার জন্য। বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েলদের সঙ্গে খেলতে পেরে তিনি যে নিজেকে গর্বিত মনে করছেন সে কথাও জানিয়ে দিয়েছেন হর্ষল প্যাটেল। তারকা ভারতীয় পেসার জানিয়েছেন, ‘আমি কিছু স্পেশাল অভিজ্ঞতা, বিশেষ মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে থাকাকালীন এই বিশেষ অভিজ্ঞতা হয়েছে আমার। সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই। গত তিন বছর আমি আরসিবিতে দারুণ সময় কাটিয়েছি। দলের সকলকে আমি আলাদা করে ধন্যবাদ জানাতে চাই। আমার কঠিন সময়ে দল এবং দলের প্রতিটি সদস্য আমার পাশে থেকেছেন। আমি যখন ফ্র্যাঞ্চাইজির বাইরে পা রাখছি তখন আমার হৃদয়ে ফ্র্যাঞ্চাইজির জন্য কৃতজ্ঞতা ছাড়া আর অন্য কোন কিছু নেই।’
প্রসঙ্গত ইনস্টাগ্রামে ভারতীয় পেসার নিজের ছবি দেন আরসিবির জার্সি পরিহিত। সেখানেই তিনি বিষয়টি নিয়ে লেখেন। ২০২৩ সালে আইপিএলে আরসিবির হয়েই খেলেন হর্ষল প্যাটেল। তিনি সেবার ১৪টি উইকেট নিয়েছিলেন। ইকোনমি রেট ছিল ৯.৬৬। ২০২১ সালটা আরসিবির হয়ে দারুণ কেটেছে হর্ষল প্যাটেলের। ১৫ ম্যাচে তিনি নিয়েছিলেন ৩২ টি উইকেট। সে বার সর্বাধিক উইকেট সংগ্রাহক হিসেবে বেগুনি(পার্পেল) টুপিও জেতেন তিনি। আরসিবি এই বছর নিলামের আগে জোশ হেজেলউড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হর্ষল প্যাটেলকে ছেড়ে দিয়েছে। এছাড়াও ছেড়ে দেওয়া হয়েছে ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভিড উইলি, ওয়েন পার্নেল, সোনু যাদব, অবিনাশ সিং, সিদ্ধার্থ কল এবং কেদার যাদবকে ছেড়ে দিয়েছে।