শেষ পর্যন্ত লড়াই কাজে আসলো না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ হারল ভারত। দীর্ঘ ১৭ বছর পর ক্যারিবিয়ানদের বিরুদ্ধে কোনও সিরিজ হারলো ভারতীয় দল। সিরিজের প্রথম দুটি ম্যাচে পিছিয়ে যাওয়ার পর পরপর দুটি ম্যাচ জেতে হার্দিক পান্ডিয়ার দল। কিন্তু শেষ রক্ষা হল না। এই হারের সব দায়িত্ব নিজের কাঁধে নিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
মার্কিন মুলুকের ফ্লোরিডায় সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্ক স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে ভারত। ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে তারা। পান্ডিয়া ইনিংসের ১১ তম ওভারে ব্যাট করতে নেমে ১৪ বলে ১৮ রান করেন। প্রথম দুই উইকেট খুব তাড়াতাড়ি পড়ে যাওয়ায় বেশ চাপে পড়ে যায় ভারত। সেখান থেকে সূর্যকুমার যাদব এবং তিলক বর্মা ইনিংস কিছুটা এগিয়ে নিয়ে যান। সবাই যখন তাদের ওপর ভরসা করতে শুরু করেছেন, সেই সময় আউট হয়ে যান তিলক। ব্যাটে নামেন অধিনায়ক হার্দিক। কিন্তু তিনিও বিশেষ কিছু করতে পারেননি।
কঠিন পরিস্থিতিতে তার অল্প রানের ইনিংস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জবাবে ব্যাট করতে নেমে আট উইকেট হারিয়ে দুই ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ হারার পর হার্দিক পান্ডিয়া বলেন, 'আমি যে অবস্থায় ব্যাট করতে নেমেছিলাম সেই পরিস্থিতিতে ঠিকঠাক কাজ করতে পারিনি বলেই মনে করি। ছেলেরা সত্যি খুব ভালো খেলেছে। আমার ব্যাট করতে আসার সময় যেমন খেলার দরকার ছিল তেমনভাবে আমি খেলতে পারিনি।'
এই টি-টোয়েন্টি সফরে হার্দিক ১১০ স্ট্রাইক রেটে ৭৭ রান করেছেন। সেই তুলনায় একদিনের সিরিজে তিনি আরও ভালো পারফরম্যান্স করেছেন। তবে তিন ইনিংসে পাওয়া ৮২ রানের মধ্যে মধ্যে ৭০ রান এসেছে একটি ইনিংসে। প্রাক্তন ভারতীয় ব্যাটার ওয়াসিম জাফর ইসএসপিএন ক্রিকইনফোতে হার্দিকের ব্যাটিং নিয়ে বলেন, 'ইদানিংকালে হার্দিক নিজের ইনিংস খুব ধীরগতিতে শুরু করছে। শেষের দিকে চালিয়ে খেলছে। ওয়ানডে সিরিজেও আমরা তাই দেখেছি। ওয়ানডেতে যে ম্যাচে ও রান পায় সেখানে শুভমন ভালো খেল। তাই হার্দিক সেই সুযোগ পেয়েছিল। কিন্তু সব সময় তা হবে না। টি-টোয়েন্টিতে ও ব্যাট করতে নামলে দলের রান রেট কমে যাচ্ছে। যা পরবর্তী ব্যাটারের ক্ষেত্রে চাপের সৃষ্টি করে। এই বিষয়ে ওর উন্নতি করা দরকার।'
টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়ার কিছু সিদ্ধান্ত নিয়েও বিতর্কে সৃষ্টি হয়েছে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে যুজবেন্দ্র চাহালকে দিয়ে বোলিং না করানোয় কটাক্ষের মুখে পড়েছেন তিনি। এই বিষয়ে হার্দিক বলেন, 'সেই সময়ে আমি যেমন অনুভব করেছি সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছি। এটা নিয়ে আগে থেকে কোনও পরিকল্পনা করি না। ম্যাচের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতেই পছন্দ করি। এটা কোনও রকেট সাইন্সের বিষয় নয় পরিস্থিতি অনুযায়ী আমার মনের ভিতর যা আসে সেটাই করি।'