বাংলা নিউজ > ক্রিকেট > ILT20 League 2024: MI-র জার্সি পরে খেলা খুব একটা সহজ কাজ নয়, ILT20 শুরুর আগে দলকে নিয়ে আত্মবিশ্বাসী পুরান

ILT20 League 2024: MI-র জার্সি পরে খেলা খুব একটা সহজ কাজ নয়, ILT20 শুরুর আগে দলকে নিয়ে আত্মবিশ্বাসী পুরান

নিকোলাস পুরান। ছবি-এপি (AP)

শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি। এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে এমআই এমিরেটস অধিনায়ক পুরানের গলায় আত্মবিশ্বাসের সুর।

আজ থেকে শুরু হচ্ছে আইএল টি২০। ইতিমধ্যেই সংসার গুছিয়ে নিয়েছে সব ফ্র্যাঞ্চাইজি। তবে এই টুর্নামেন্টের আগে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্স নিয়ে মুখ খুললেন ওয়েস্ট ইন্ডিজের তারকা উইকেটরক্ষক ব্যাটার নিকোলাস পুরান। এক সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন যে মুম্বইয়ের মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা রীতিমতো একটা চাপ আনে ক্রিকেটারদের জন্য। এখানেই শেষ নয়, তিনি আরও দাবি করেন যে গোটা ক্রিকেট বিশ্বকাপ ভালো করেই জানে যে মুম্বই ইন্ডিয়ান্স একটি জনপ্রিয় দল এবং সেরাদের মধ্যে পড়ে।

পুরান বলেন, 'মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে আমার একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে। আজকের দিনে এটা বলতে আমি বাধ্য হচ্ছি যে মুম্বই ইন্ডিয়ান্সের মতো এক জনপ্রিয় দলের সদস্য হলে চাপটাও ভালোরকমেরই থাকে। তবে দিনের শেষে গুরুত্বপূর্ণ জিনিস এটাই যে সকল ক্রিকেটারদেরই সেই চাপ মাথা পেতে নেয়। ওরা দীর্ঘদিন ধরে টি২০ ক্রিকেটে রয়েছে এবং বড় টুর্নামেন্ট খেলেছে এবং আজকের দিনে সকলেই জানে মুম্বই ইন্ডিয়ান্স সেরা দলের মধ্যে একটি এবং জনপ্রিয়ও। তবে আমরা সকলেই প্রস্তুত রয়েছি এই টুর্নামেন্ট খেলার জন্য। আমরা জিততে মরিয়া কিন্তু আমরা জানি খেলা অত সহজ হবে না।'

পাশাপাশি, এদিন ক্যারিবিয়ান তারকা মুখ খোলেন আসন্ন এই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিয়েও। পুরান দাবি করেন যে এই টুর্নামেন্টে জিততে হলে সকলকেই পরিশ্রম করতে হবে এবং মাঠে নিজেদের সেরাটা দিতে হবে। তিনি বলেন, 'যখন কথা ওঠে এই টুর্নামেন্ট, তখন সকলেই প্রসঙ্গ তোলে তারকা ক্রিকেটারদের। তবে আমি বলে রাখি যে এটা এত সহজ নয়। যদি এই টুর্নামেন্ট আপনাকে জিততে হয় তাহলে এখন থেকেই আপনাকে পরিশ্রম করতে হবে। সবরকম ভাবে নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে এবং খেলতে নামলে মাঠে নিজেদের সেরাটা দিতে হবে।'

প্রসঙ্গত, এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ক্রিস লিনও। তিনি বলেন, 'আমি জেমস ভিন্সের পরিবর্তে এই সাক্ষাৎকারে এসে উপস্থিত হয়েছি। আমরা আগেরবার যেই পরিকল্পনা নিয়ে খেলতে নেমেছিলাম তাতেই আমরা সফল হয়েছি এবং এবারের সেই একইরকম কিছু করে দেখাব। এই বছর আরও অনেক তারকা ক্রিকেটার প্রতিটা দলে এসেছে সুতরাং আমাদেরকে আরও উন্নত মাপের খেলা দেখাতে হবে।'

ক্রিকেট খবর

Latest News

RG Kar নিয়ে শনিবারে ‘সাধুবাদ’ মমতাকে! রবিতে ডাক্তার না প্রশাসন কার পক্ষে পরমব্রত বৃষ্টির জন্য রাত দখল-এ কম জমায়েত, বৈঠক ভেস্তে যাওয়ার কারণ নিয়ে তুঙ্গে জল্পনা মেয়ে বড় করতে, অনুষ্কার পথেই দীপিকা, ২ বড় সিদ্ধান্ত নিলেন রণবীর সিং-এর বউ মেডিক্যাল গবেষণার জন্য ইয়েচুরির দেহদান করা হল AIIMS-এ, বিদায় ‘লাল সেলাম’ জানিয়ে মহালয়ার পরদিনই রাহুর নক্ষত্রে প্রবেশ শনির, এবার পুজোয় ভাগ্য চমকাবে ৩ রাশির নজরে পুলিশের 'ভুল', আরজি কর কাণ্ডে এক শীর্ষ কর্তাকে অনলাইনে জেরা CBI-এর: রিপোর্ট ও আমাদের ‘লগান’ ছবির আমির খান: রোহিত শর্মা প্রসঙ্গে কেন এমন বললেন সরফরাজ খান? বেজে উঠল ঢাক - ঢোল- কাঁসর, সন্দীপ - অভিজিৎ গ্রেফতার হতেই শুরু হল কার্নিভাল অক্ষয় কুমার থেকে প্রিয়াঙ্কা চোপড়া, এই তারকারা সন্তানের নামে করিয়েছেন ট্যাটু খালি গায়ে বরুণ, খাবারে মন নেই জাহ্নবীর, হাসছেন মুচকি মুচকি! কী চলছে দুজনের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.