২০২২ সালের নভেম্বর থেকে ভারতের হয়ে আর টি-২০ ম্যাচে মাঠে নামেননি রোহিত শর্মা। অন্যদিকে যশস্বী জসওয়ালের আন্তর্জাতিক টি-২০ অভিষেক হয় ২০২৩ সালের অগস্টে। অর্থাৎ, রোহিত ও যশস্বী একসঙ্গে কখনও টি-২০ ম্যাচে মাঠে নামেননি। অবশেষে বৃহস্পতিবার মোহালিতে প্রথমবার জুটি বেঁধে ব্যাট করতে নামবেন দু'জনে।
বৃহস্পতিবার মোহালিতে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে মাঠে নামছে ভারত। বুধবার প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে এসে কোচ রাহুল দ্রাবিড় জানিয়ে দেন যে, মোহালিতে ভারতের হয়ে ওপেন করবেন রোহিত ও যশস্বী। সুতরাং, টি-২০ ক্রিকেটে ফের নতুন ওপেনিং জুটি পেতে চলেছে টিম ইন্ডিয়া।
বিরাট কোহলি ব্যক্তিগত কারণে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে মাঠে নামবেন না। ফলে শুভমন গিলকে তিন নম্বরে ব্যাট করতে পাঠানো সেরা বিকল্প ভারতের সামনে। শ্রেয়স আইয়ার নেই। নেই সূর্যকুমার যাদবও। তাই মিডল অর্ডারে তরুণ ক্রিকেটারদের উপরে ভরসা করতে হবে ভারতকে। চার নম্বরে তিলক বর্মার মাঠে নামা কার্যত পাকা।
পাঁচ নম্বরে উইকেটকিপার-ব্যাটার হিসেবে জিতেশ শর্মা অথবা সঞ্জু স্যামসনের মধ্য থেকে কোনও একজনকে বেছে নিতে হবে ভারতকে। এক্ষেত্রে অভিজ্ঞ স্যামসনের ভাগ্যেই শিকে ছিঁড়তে পারে। ফিনিশার হিসেবে ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে রিঙ্কু সিংয়ের মাঠে নামা প্রায় নিশ্চিত। জাদেজা না থাকায় স্পিনার অল-রাউন্ডার হিসেবে সাত নম্বরে থাকবেন অক্ষর প্যাটেল।
রবি বিষ্ণোইয়ের বদলে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে কুলদীপ যাদবকে মাঠে নামাতে পারে ভারত। মোহালিতে পেসাররা বরাবর সাহায্য পান। তাই ভারত তিনজন বিশেষজ্ঞ পেসার নিয়ে মাঠে নামতে পারে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে। সেক্ষেত্রে আবেশ খান ও আর্শদীপ সিংয়ের সঙ্গে ভারত মাঠে নামাতে পারে মুকেশ কুমারকে।
ভারতের সম্ভাব্য একাদশ:-
রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, শুভমন গিল, তিলক বর্মা, সঞ্জু স্যামসন/জিতেশ শর্মা (উইকেটকিপার), রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আবেশ খান, আর্শদীপ সিং ও মুকেশ কুমার।
আরও পড়ুন:- লিগের সব ম্যাচ জিতেও শেষ পরীক্ষায় বসা হল না ভারতীয় যুব দলের, ভেস্তে গেল ফাইনাল
আফগানিস্তানের পক্ষে যথাযথ প্রথম একাদশ বাছা খুব একটা সহজ হবে না। গুলবদিন নায়েব ও করিম জানাতের মধ্য থেকে একজনকে বেছে নিতে হবে তাদের। নূর আহমেদকে ছাড়াই মাঠে নামতে পারে আফগানিস্তান।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ:-
হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান (ক্যাপ্টেন), আজমতউল্লাহ ওমরজাই, নাজিবউল্লাহ জাদরান, মহম্মদ নবি, গুলবদিন নায়েব/করিম জানাত, মুজিব উর রহমান, কাইস আহমেদ, নবীন উল হক ও ফজলহক ফারুকি।