বাংলা নিউজ > ক্রিকেট > IND vs AUS 3rd ODI: আমি খুব খুশি: বিশ্বকাপের আগে ম্যাচ হারলেও বিরক্ত নন রোহিত

IND vs AUS 3rd ODI: আমি খুব খুশি: বিশ্বকাপের আগে ম্যাচ হারলেও বিরক্ত নন রোহিত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আউট হয়ে ফিরছেন রোহিত শর্মা (ছবি-এএনআই)

ম্যাচ শেষে রোহিত জানিয়েছেন, ‘আমি খুব খুশি। সত্যি বলতে আজকে ম্যাচে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত খেলতে পারলে আমি আরও খুশি হতাম। তবে আজকে ম্যাচে যেভাবে আমি শট খেলেছি, বল মারতে পেরেছি তাতে আমি খুশি। দুর্ভাগ্যজনকভাবে আজকে আমরা যে ফলাফল আশা করেছিলাম সেটা হয়নি।’

শুভব্রত মুখার্জি: অজিদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ ভারত আগেই জিতে গিয়েছিল। সিরিজের শেষ রাজকোট ম্যাচ ভারতের কাছে ছিল তাই নিয়মরক্ষার। প্রথম দুই ম্যাচে না খেলার পরে এই ম্যাচে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটে রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহদের। তবে তাদের দলের ফেরার দিনেও ভারতের ম্যাচ জেতা হল না। ৬৬ রানে হেরে যেতে হল রোহিতদের। আর এই ম্যাচে হারের ফলে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে অল্পের জন্য চুনকাম করা হল না ভারতের। ম্যাচে একটা সময়ে অজিদের বিপুল রানের বিরুদ্ধে ভারতের হয়ে লড়াই চালাচ্ছিলেন ব্যাট হাতে অধিনায়ক রোহিত শর্মা। এদিন বেশ ভালো ফর্মে ছিলেন তিনি। ৮১ রানের একটি মারকাটারি ইনিংসও উপহার দেন। এরপরেই অবশ্য গ্লেন ম্যাক্সওয়েলের হাতে কট অ্যান্ড বোল্ড হয়ে যান তিনি। ম্যাচ শেষে রোহিত জানিয়েছেন বিভিন্ন পরিস্থিতিতে পরীক্ষিত হয়েছে ভারতীয় দল। পাশাপাশি শেষ ৭-৮টি ওয়ানডে ম্যাচে তিনি নিজে যে ভালো খেলেছেন সে কথা জানাতেও ভোলেননি রোহিত। পাশাপাশি তাঁর মতে আজ দুর্ভাগ্যজনকভাবে ভারত যে ফলাফল আশা করেছিল তা বাস্তবায়িত হয়নি।

ম্যাচ শেষে রোহিত জানিয়েছেন, ‘আমি খুব খুশি। সত্যি বলতে আজকে ম্যাচে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত খেলতে পারলে আমি আরও খুশি হতাম। তবে আজকে ম্যাচে যেভাবে আমি শট খেলেছি, বল মারতে পেরেছি তাতে আমি খুশি। শেষ ৭-৮টা ওয়ানডে ম্যাচে আমি ভালো খেলেছি (ব্যাট করেছি)। বিভিন্ন কঠিন পরিস্থিতিতে আমরা বিভিন্ন দলের বিরুদ্ধে পরীক্ষিত হয়েছি। আমি মনে করি প্রতিটা চ্যালেঞ্জের উত্তর আমরা খুব ভালোভাবে দিয়েছি। দুর্ভাগ্যজনকভাবে আজকে আমরা যে ফলাফল আশা করেছিলাম সেটা হয়নি।’

বুমরাহকে নিয়ে বলতে গিয়ে রোহিত শর্মা বলেছেন, ‘আমি বুমরাহকে নিয়ে খুশি। এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ তাঁর শরীর তাঁকে ঠিক কী বলছে। ওঁর কাছে একাধিক স্কিল রয়েছে। একটা বাজে ম্যাচ যেতেই পারে।প্রত্যেক ক্রিকেটারের কেরিয়ারে এটা হয়। এতে ঘাবড়ানোর কিছু নেই। মানসিক এবং শারীরিকভাবে বুমরাহ কী ভাবছে সেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন আমাদের স্কোয়াডের (বিশ্বকাপের) ১৫ জনকে নিয়ে কথা বলি আমরা জানি আমরা তাদের কাছ থেকে ঠিক কী চাইছি। আমাদের এই বিষয়ে কোন দ্বিমত নেই। আমরা জানি দল হিসেবে আমরা ঠিক কোথায় রয়েছি। এটা দলগত একটা খেলা। আমরা চাই সবাই এই খেলায় নিজেদের যোগদা‌ন রাখুক। আর সেটা হলেই আমরা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারব। আগামী দেড় মাসে শরীরের প্রতি খেয়াল রাখা এবং সতেজ থাকাটা খুব গুরুত্বপূর্ণ।’ প্রসঙ্গত এদিন ম্যাচে ৫৭ বলে ৮১ রান করে গ্লেন ম্যাক্সওয়েলের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে যান রোহিত শর্মা। ভারত ২৮৬ রানে অলআউট হয়ে যায়। ফলে ৬৬ রানে ম্যাচ হারতে হয় তাদের।

ক্রিকেট খবর

Latest News

বিয়ের পাকা কথা অতীত! ইনস্টায় পরস্পরকে আনফলো, ফের প্রেম ভাঙল ফুলকির নায়কের? কিউয়িদের কাছে বিশাল ব্যবধানে হার…খাদের কিনারায় স্মৃতিরা! সেমির রাস্তা কতটা কঠিন? পুজোর কথা মাথায় রেখে আজ থেকে বাড়তি মেট্রো গঙ্গার নীচ দিয়ে, জেনে নিন সময়সূচি ‘এভাবে বিশ্বকাপ শুরু হবে আশা করিনি,’রবিবারের পাক ম্যাচের আগে বিপর্যস্ত হরমনপ্রীত আরজি কর নিয়ে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন! ‘হাত পা ঠান্ডা হচ্ছে’, লিখলেন সুদীপ্তা ২ দশক পর দামোদর নদে ধরা পড়ল ইলিশ, নিলামে তোলা হলে কত দাম পেল সেই মাছ? ‘এটাই কামব্যাক ম্যাচ ছিল! পাওয়ালপ্লেতেই টার্গেট করে জিতেছি’! বললেন কিউয়ি অধিনায়ক নারী স্বাধীনতার মানে পতাকা নিয়ে রাস্তায় নেমে যাওয়া নয়: পাওলি দাম একা থাকতে কষ্ট হচ্ছে বলে কারা ফিরে যাবেন প্রাক্তনের কাছে? কী বলছে প্রেম রাশিফল মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৫ অক্টোবরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.