ইংল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদে প্রথম টেস্ট হেরে গিয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। প্রথম টেস্টে ২৮ রানে হেরে সিরিজে ১-০ ফলে পিছিয়ে গিয়েছে ভারতীয় দল। ২ ফেব্রুয়ারি থেকে বিশাখাপত্তনমে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সেই টেস্ট জিতে সিরিজে ফিরতে মরিয়া ভারতীয় দল। তবে সেই ম্যাচ শুরুর আগেই বেশ ব্যাকফুটে ভারতীয় দল। রবীন্দ্র জাদেজা, কেএল রাহুলের চোট। এদিকে ব্যাক্তিগত কারণে খেলবেন না বিরাট কোহলি। এর মধ্যে আবার ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসর বলেছেন যে ভারতকে ৫-০ হারাবে ইংল্যান্ড। সব মিলিয়ে বিশাখাপত্তনম টেস্টের আগে বেশ চাপে রয়েছে টিম ইন্ডিয়া।
এর মাঝেই রোহিত শর্মাদের বড় পরামর্শ দিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তিনি বিশাখাপত্তনম টেস্টে চার স্পিনারকে নিয়ে খেলার কথা বললেন। শ্রীকান্ত বলেছেন, ‘প্রথম টেস্টে সিরাজ মোট ১১ ওভার বোলিং করেছেন এবং উইকেট পাননি। এই ধরনের পিচে ইংল্যান্ড দেখিয়েছে যে চার স্পিনারে খেলা যায়। আমাদের চারজন একসঙ্গে খেলতে কী বাধা ছিল? এর মানে ওয়াশিংটন মিডল অর্ডারে জাদেজার বদলি হবেন এবং সিরাজ কুলদীপের জন্য পথ তৈরি করবেন।’ শ্রীকান্ত আরও বলেছেন, ‘যদি ভারত চার স্পিনার নিয়ে মাঠে নামে, তবে তাদের হাতে সব বৈচিত্র্য থাকবে।’
কিন্তু আরেক প্রাক্তন ভারতীয় নির্বাচক দেবাং গান্ধী মনে করেন চার স্পিনার একটু বেশি হয়ে যাবে। এমনকি স্পিন-বান্ধব অবস্থাতেও এটা করা ঠিক হবে না। দেবাং গান্ধী বলেন, ‘আপনি সর্বদা একটি আন্ডারবোউল করব. আর ভাইজাগ পিচ আমি জানি, বল রুক্ষ হয়ে যাবে এবং রিভার্স সুইংয়ের সুযোগ থাকবে। আমি মনে করি না যে একমাত্র পেসার হিসাবে জসপ্রীত বুমরাহকে নিয়ে মাঠে নামা ভালো সিদ্ধান্ত হবে।’ দেবাং গান্ধী বলেছিলেন, জাদেজার জায়গায় কুলদীপই বোলিং আক্রমণে একমাত্র পরিবর্তন হওয়া উচিত।
কেএল রাহুল চোট পাওয়ার পরেই মুম্বইয়ের ব্যাটার সরফরাজ খান হঠাৎ করেই ভারতীয় দলে ডাক পেয়েছেন। কিছুদিন আগে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ১৬১ রান করে দারুণ ফর্মের পরিচয় দিয়েছেন তিনি। শ্রীকান্ত বলেছেন, ‘সে একজন আউট অফ দ্য বক্স প্লেয়ার, রিভার্স সুইপ খেলতে পারে এবং দুর্দান্ত ফর্মে আছে। আমি মনে করি ইংলিশ স্পিনারদের তাদের লাইন এবং লেন্থ থেকে ছুঁড়ে দেওয়ার জন্য ভারতের এমন একজন খেলোয়াড়ের প্রয়োজন।’ তবে শ্রীকান্ত এও জানিয়েছেন তিনি যদি দায়িত্বে থাকতেন তবে তিনি শ্রেয়স আইয়ারের জায়গায় পাতিদারকেই খেলাতেন।
শ্রীকান্ত বলেছেন, ‘আইয়ারও স্কোর করতে পারছেন না। হয়তো সে আবার ব্যর্থ হলে, তার বদলি হিসাবে বিরাট কোহলিকে খেলানো হবে। হয়তো ভারতীয় দল সেই পথেই যাবে।’ কেএল রাহুলের জায়গায় পাতিদারের পক্ষে যুক্তি দিয়েছিলেন দেবাং গান্ধী। তিনি বলেছেন, ‘তার মেজাজ ভালো, আমি তাকে আইপিএলে ভালো করতে দেখেছি। পাটিদারও একজন ভালো প্রথম-শ্রেণির ব্যাটার।’ বুধবার ভাইজাগের কালো পিচে রোহিত শর্মার ভারতীয় দল কোন কম্বিনেশন নিয়ে নামে সেটাই এখন দেখার বিষয়।