শুভব্রত মুখার্জি:- ভারত বনাম ইংল্যান্ড চলতি টেস্ট সিরিজে ভারতীয় দলের হয়ে ব্যাটারদের মধ্যে সবথেকে ভালো ফর্মে রয়েছেন বাঁহাতি ওপেনার যশস্বী জসওয়াল। দ্বিতীয় টেস্টে বিশাখাপত্তনমে করেছেন অনবদ্য দ্বিশতরান। প্রথম ইনিংসে কার্যত একার হাতে ভারতীয় ব্যাটিংয়ের দায়িত্বভার সামলেছেন তিনি।
ইংল্যান্ডের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন তিনি। তাঁকে আউট করতে বিভিন্ন উপায় অবলম্বন করা হয়েছে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টের তরফে। কারণ বেন স্টোকসরা জানেন যশস্বী জসওয়ালের উইকেটটি নিতে পারলেই ভারতীয় ব্যাটিং লাইন আপকে তাঁরা জোর ধাক্কা দিতে পারবেন। এমন আবহে বেন স্টোকসদের, যশস্বী জসওয়ালকে আউট করার এক অভিনব উপায় বাতলে দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড লয়েড। তাঁর উপদেশ, ‘যশস্বী জসওয়ালের ইগো নিয়ে খেলা কর। তাহলেই ওকে সহজেই সাজঘরে ফেরানো যাবে।’
আপাতত সিরিজে চারটি ইনিংস খেলেছেন যশস্বী জসওয়াল। করেছেন ৩২১ রান। তাঁর রানের ক্ষিদে কিছুটা হলেও বিরাট কোহলির কথা মনে করিয়ে দিয়েছে বিশেষজ্ঞদের। সফরকারীদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন তিনি। হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টে জিতে সিরিজে লিড নেয় বেন স্টোকসরা। বিশাখাপত্তনমে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। রাজকোটে তৃতীয় টেস্ট খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই টেস্টে জিতলেই সেই দল সিরিজে লিড পেয়ে যাবে। এই টেস্টেও ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন যশস্বী জসওয়াল। সেকথা বিলক্ষণ জানেন ডেভিড লয়েড। তাই ইংল্যান্ড দলকে পরামর্শ দিয়েছেন তিনি, কিভাবে যশস্বীকে তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফেরানো যায় তা নিয়ে।
ইংল্যান্ডের প্রখ্যাত ডেইলি মেল পত্রিকায় এক কলামে তিনি লিখেছেন, ‘যশস্বী অনেকটা ড্যাসার (আক্রমণাত্মক) ধরনের ব্যাটার। আপাত দৃষ্টিতে ওর খেলাতে এখন পর্যন্ত কোন দুর্বলতা আমার চোখে পড়েনি। তাই আমাকে একটু অন্যরকমভাবে ভাবতে হবে। ওর বিরুদ্ধে লেফট আর্ম স্পিনার দিয়ে বোলিং ওপেন আমি করাবো না। তার বদলে আমি অফ স্পিনার দিয়ে বল করাবো। ওকে বড় শট খেলতে প্রলুব্ধ করব। যাতে ডিপে ও বড় শট মারতে যায়। আমি খুশি হব যদি ইংল্যান্ড যশস্বীর ইগো নিয়ে আরো বেশি খেলা করে। সেটা করলেই ওকে তাড়াতাড়ি আউট করার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি।’
তিনি আরও লেখেন, 'উপমহাদেশের স্পিন সহায়ক উইকেটে ব্যাটারদের ব্যাট করার সময়ে কাছাকাছি ফিল্ডার রাখতেই হবে। পাশাপাশি দুজন ফিল্ডারকে সবসময়ে স্ট্র্যাটেজিক পজিশনে রাখতে হবে। যেখানে ওই নির্দিষ্ট ব্যাটার বল মারতে ভালোবাসে সেখানে রাখতে হবে ফিল্ডার। যশস্বী জসওয়ালের ক্ষেত্রে বলব বাউন্ডারিতে ডিপ মিড উইকেট এবং ডিপ মিড অফে ফিল্ডার না রেখে তাদেরকে বাউন্ডারি থেকে কিছুটা এগিয়ে রাখো। ভেবে দেখ যেভাবে দ্বিতীয় টেস্টে শ্রেয়স আইয়ারকে বেন স্টোকস ফাঁদে ফেলেছিল, ঠিক সেইভাবেই যশস্বীকেও ফাঁদে ফেলতে হবে।'