শুভব্রত মুখার্জি: শনিবারেই শেষ হয়ে গিয়েছে ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট। মাত্র আড়াই দিনে বেন স্টোকস ব্রিগেডকে কার্যত উড়িয়ে দিয়েছে ভারতীয় দল। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই ভারতের বিরুদ্ধে কোনও রকম কোন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ইংল্যান্ড দল। ফলে শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে সিরিজ হারতে হয়েছে তাদের। ম্যাচ তো বটেই সিরিজ জুড়েই দুই পক্ষের মধ্যে চলেছে স্লেজিং।
আরও পড়ুন… প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের দৌড় থেকে ছিটকে গেলেন বজরং পুনিয়া, রবি দাহিয়া!
কখনও তা চলেছে হালকা চালে। কখনও তা জন্ম দিয়েছে বিতর্কের। এই রকম এক স্লেজিংয়ের ঘটনা সামনে এসেছে ধরমশালা টেস্টের শেষ দিনে। যেখানে কিছুটা মজার ছলেই সরফরাজ খানকে স্লেজিং করতে দেখা গিয়েছিল। তিনি শোয়েব বশিরকে স্লেজিং করেছিলেন। ম্যাচ তাড়াতাড়ি শেষ করার জন্য কার্যত সরফরাজ তাড়া দিতে থাকেন বশিরকে।
আরও পড়ুন… ভিডিয়ো: BAN vs SL 3rd T20I ম্যাচে দারুণ রান আউট করে ধোনির স্মৃতিকে ফিরিয়ে আনলেন লিটন দাস
স্ট্যাম্প মাইকে শোনা যায় সরফরাজ খান ও শোয়েব বশিরকে বলছেন তাড়াতাড়ি ম্যাচ শেষ কর। এরপর তিনি আরো যোগ করেন উপরে বরফ পড়েছে। ম্যাচ শেষ হলেই আমরা ঘুরতে যাব। তবে সরফরাজ খানের কথা শুনে অনেকেই বলছেন শোয়েব বশিরকে শুধু নয় ম্যাচে উপস্থিত দর্শকদের জন্যও তিনি এই কথাটা বলেছেন বলে। তবে সরফরাজের এই কথাতে শোয়েব বশির কিন্তু কোন রিঅ্যাক্ট করেননি। উল্টে কিন্তু তিনি হেসে ফেলেন। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের সময়ে ৩৫ তম ওভারে ব্যাট করতে নামেন শোয়েব বশির। ক্রিজে তখন ছিলেন জো রুট। ইংল্যান্ডের টপ অর্ডার থেকে মিডল অর্ডারের সমস্ত ব্যাটাররা ততক্ষণে ফিরে গিয়েছেন প্যাভিলিয়নে।
ম্যাচে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের সময়ে ৩৮তম ওভারে ঘটে ঘটনাটি । কুলদীপ যাদবের দুরন্ত স্পিন সামলে কোনও রকমে নিজের উইকেট বাঁচিয়ে রেখেছেন শোয়েব বশির। সেই সময়ে ফরোয়ার্ড শর্ট লেগে ফিল্ডিং করছিলেন সরফরাজ খান। তিনি শোয়েব বশিরকে উদ্দেশ্য করে বলতে থাকেন, ‘খতম কর জলদি (তাড়াতাড়ি শেষ কর)। স্নো হ্যায় উপার (উপরে বরফ রয়েছে)। ঘুম আয়েঙ্গে ( বেরিয়ে আসব)।’ স্ট্যাম্প মাইকে গোটা কথোপকথন ধরা পড়ে যায়।