শনিবার ভারত বনাম ইংল্যান্ড পাঁচ টেস্টের সিরিজ শেষ হয়েছে। পঞ্চম ম্যাচে ইনিংস ও ৬৪ রানে জয়ের পতাকা তুলেছে ভারত। ইংল্যান্ডের ২১৮ রানের জবাবে ভারত প্রথম ইনিংসে ৪৭৭ রান করে। ধরমশালা টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৯৫ রানে। সিরিজে ১-৪ ব্যবধানে হারের মুখে পড়ে ইংল্যান্ড। বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল হায়দরাবাদে শুধুমাত্র প্রথম টেস্ট জিতেছিল। ২০২২ সালে বেন স্টোকস অধিনায়ক হওয়ার পর ইংল্যান্ড প্রথমবারের মতো টেস্ট সিরিজ হেরেছে। ভারতের বিরুদ্ধে সিরিজ হারার পর বেন স্টোকস জানান তাদের দলের খেলোয়াড়রা জানেন যে তারা কোথায় ভুলটা করেছিলেন।
আরও পড়ুন… BAN vs SL: সিলেটে বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন MI-এর ‘নতুন মালিঙ্গা’ নুয়ান থুশারা
পঞ্চম টেস্টের পর বেন স্টোকস বলেন, ‘আমরা সিরিজে ভালো দলের কাছে পরাজিত হয়েছি। আসন্ন সময়ে (নিউজিল্যান্ড ও পাকিস্তান সিরিজ) খেলার জন্য আমাদের অনেক ক্রিকেট আছে, যেটার জন্য আমরা অপেক্ষা করছি। ভারত সিরিজের দিকে তাকালে আমরা ছোট মুহূর্তগুলো বজায় রাখতে পারিনি। আমরা সকলেই ব্যক্তিগতভাবে জানি কোথায় ভুল হয়েছে। এই সিরিজ থেকে আমরা ইতিবাচক কিছু খুঁজে নেব।’
আরও পড়ুন… অনেক আলোচনা করেছি কুলদীপকে চাঙ্গা করার জন্য-সিরিজ জিতে বোলারদের কৃতিত্ব দিলেন রোহিত
বেন স্টোকস আরও বলেন, ‘হায়দরাবাদের পর ভারত বল হাতে শীর্ষে ছিল এবং আমাদের ওপর চাপ ছিল। আমাদের খেলোয়াড়দের মোকাবেলা করার উপায় খুঁজে বের করতে হবে এবং ঝুঁকি নেওয়ার জন্য যথেষ্ট ইতিবাচক হতে হবে। এমন পরিস্থিতিতে কখনও কখনও আপনাকে ক্ষতির মুখে পড়তে হতে পারে। ক্রাউলি এবং ডাকেট ভালো পার্টনারশিপ গড়ে তোলেন, বশির এবং হার্টলি পুরো সিরিজ জুড়ে ছিলেন ব্যতিক্রমী। রুট ফর্মে আসাটা আমাদের জন্য ভালো বিষয়।’
আসুন আমরা আপনাকে বলি যে ইংল্যান্ডের ৪২ বছর বয়সী ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন ধরমশালা টেস্টে ৭০০ টেস্ট উইকেট পূর্ণ করেছিলেন। বিশ্বের প্রথম ফাস্ট বোলার হিসেবে এই অঙ্ক স্পর্শ করে ছিলেন তিনি। সবচেয়ে বেশি টেস্ট উইকেট নেওয়া বোলারদের তালিকায় তিনি তৃতীয়। তার চেয়ে এগিয়ে আছেন শ্রীলঙ্কার গ্রেট স্পিনার মুরলিধরন (৮০০) এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন গ্রেট শেন ওয়ার্ন (৭০৮)। অ্যান্ডারসনের দুর্দান্ত কৃতিত্বে রোমাঞ্চিত স্টোকস। অধিনায়ক বলেন, ‘জিমির সঙ্গে মাঠে থাকাটা অসাধারণ। একজন ফাস্ট বোলারের পক্ষে ৭০০ উইকেট নেওয়া বিস্ময়কর। যেদিন থেকে তিনি প্রথম ক্রিকেটার হতে শুরু করেছিলেন, সেদিন থেকেই তার সেই ইচ্ছা এবং প্রতিশ্রুতি আজও রয়ে গেছে। আমার দেখা সবচেয়ে যোগ্য ক্রিকেটার তিনি।’