ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন অশ্বিন। এর মাধ্যমে নিজের নামে একটি রেকর্ডও গড়েছেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি এখন পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে চার উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। টেস্ট ক্রিকেটে এটি তার ৩৬তম পাঁচ উইকেট শিকার। এর মাধ্যমে অনিল কুম্বলেকে পিছনে ফেলে দিয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটে কুম্বলে ৩৫টি পাঁচ উইকেট শিকার করেছিলেন। ভারতের হয়ে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেওয়ার ক্ষেত্রে অশ্বিন এখন প্রথম স্থানে পৌঁছে গিয়েছেন এবং অনিল কুম্বলে দ্বিতীয় স্থানে রয়েছেন। হরভজন সিং ২৫ বার পাঁচ উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
আরও পড়ুন… ধারাবাহিকভাবে টেস্ট খেললেই এবার মিলবে বেশি টাকা, রোহিতদের বিশেষ 'ইনসেনটিভ' দিলেন জয় শাহ
রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে কথা বলার সময়, তিনি তাঁর ১০০তম টেস্টে ১২৮ রানে ৯ উইকেট নিয়েছেন। এই ম্যাচের পরে অশ্বিন বলেছেন, ‘এই ম্যাচ নিয়ে আমি খুব খুশি। আমি কেমন অনুভব করছি তা সত্যিই বুঝিয়ে দেওয়াটা কঠিন। আমার ১০০ তম টেস্টে অনেক কিছু ঘটেছে, এটা নিয়ে অনেক কথা রয়েছে। এটা নিয়ে আমি অভিভূত, এই সময়ে অনেক শুভাকাঙ্ক্ষী এগিয়ে এসেছেন। টেস্ট জিতেছি এবং উইকেট নিয়েছি, একজন বোলার আর কী চাইতে পারেন? ভারতে সাফল্য পেতে হলে আপনার সেই দক্ষতা দরকার।’
অশ্বিন আরও বলেন, ‘আমার সম্পর্কে লোকেরা কী অনুভব করে সে সম্পর্কে আমি ইনসিকিওর নই। আমায় সমালোচিত হতে হবে। আমি এটাকে বোর্ডকে জানাই, আমি যা শিখেছি সেটাই করি। যদি আমি কিছু করার চেষ্টা এবং কার্যকর করার বিষয়ে আত্মবিশ্বাসী হই, তবে আমি সেটা করার চেষ্টা করি।’
আরও পড়ুন… IND vs ENG: ভারতের ৯২ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার জয়ের সংখ্যা সমান হল হারের সঙ্গে
রবিচন্দ্রন অশ্বিন বলেন, ‘আমরা যে পরিমাণ ক্রিকেট খেলি তাতে ব্যাটাররা আপনাকে পড়তে পারে। এই সময়ে যদি আপনি নিজেকে পরিবর্তন না করেন তাহলে সমস্যা হবে। একটি পদ্ধতিতে লেগে থাকা কাজ।’ এই পারফরমেন্স নিয়ে কথা বলতে গিয়ে অশ্বিন বলেন, ‘নতুন বলে আমি আজ কিছু বাউন্স এবং কিক পেয়েছি। কুলদীপের হাত থেকে বল যেভাবে বেরিয়ে আসছে তা অবিশ্বাস্য, আমি কারও জন্য এর চেয়ে বেশি খুশি হতে পারি না।’
আরও পড়ুন… তিন নম্বরে নয়, ওর ওপেন করা উচিত- শুভমনের ব্যাটিং পজিশন নিয়ে একেবারেই খুশি নন তাঁর বাবা
ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট ম্যাচটি রবিচন্দ্রন অশ্বিনের ১০০তম টেস্ট ম্যাচ। অশ্বিন বরাবরই ভারতীয় পিচে চমৎকার বোলিংয়ের জন্য পরিচিত। তিনি ২০১১ সালে ভারতের হয়ে টেস্ট অভিষেক করেছিলেন এবং তারপরে টিম ইন্ডিয়ার বোলিং আক্রমণে একটি গুরুত্বপূর্ণ লিঙ্ক হয়ে ওঠেন। টিম ইন্ডিয়া যদি গত এক দশকে ঘরের মাঠে নিজেদের আধিপত্য ধরে রেখেছে, তাতে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। তিনি ভারতীয় দলের হয়ে ক্রিকেটের তিনটি ফর্ম্যাটেই খেলেছেন এবং টিম ইন্ডিয়াকে অনেক কঠিন পরিস্থিতি থেকে বের করে এনেছেন। তিনি ভারতীয় দলের হয়ে ১০০টি টেস্ট ম্যাচে ৫১৬ উইকেট নিয়েছেন। একই সময়ে, ১১৬টি ওডিআই ম্যাচে তাঁর নামে রয়েছে ১৫৬টি উইকেট। এর বাইরে ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচে ৭২ উইকেট নিয়েছেন অশ্বিন।