ব্যাজবল জমানায় প্রথম বার ভারতের কাছে টেস্ট সিরিজ হারল ইংল্যান্ড। তবুও ব্রিটিশদের হেড কোচ ব্রেন্ডন ম্যাকালাম ব্যাজবলের ভবিষ্যত নিয়ে আশাবাদী। ইউকে মিডিয়ার সঙ্গে কথা বলার সময়ে ম্যাকালাম বলেছেন, ‘অনেক ম্যাচেই আমরা এখনও আমাদের কৌশলে সাফল্য পেয়েছি। আমরা এখানে হেরেছি, অ্যাশেজ জিতেনি (২-২), কিন্তু আমরা ১৮ মাস আগের চেয়ে ভালো দল এবং আমরা আগামী ১৮ মাসে কিছু বিশেষ কাজ করার সুযোগ পেতে চলেছি।’
এদিকে জনি বেয়ারস্টোর ফর্ম নিয়ে নানা কথা হচ্ছে। তবে ম্যাকালাম আশাবাদী যে, ধর্মশালায় উল্লেখযোগ্য প্রভাব ফেলবেন জনি বেয়ারস্টো। ধর্মশালায় বেয়ারস্টো তাঁর ১০০তম ম্যাচ খেলতে প্রস্তুত। বেয়ারস্টোই একমাত্র ইংলিশ ব্যাটসম্যান, যিনি ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি। যদিও সিরিজের ফলাফল ইতিমধ্যেই ইংল্যান্ডের ধরাছোঁয়ার বাইরে, তবু বেয়ারস্টো ছন্দে ফিরলে ইংল্যান্ড লাভবানই হবে। যদিও তিনি এখনও পর্যন্ত, আট ইনিংসের মধ্যে সর্বোচ্চ স্কোর ৩৮ করেছেম। রাঁচি টেস্টের প্রথম ইনিংসে তিনি এই রান করেছিলেন।
আরও পড়ুন: BCCI-এর চোখ রাঙানিতে DY Patil T20 Cup-এ প্রত্যাবর্তন করলেও, নিরাশ করলেন ইশান কিষান
বেয়ারস্টোর ল্যান্ডমার্ক খেলা প্রসঙ্গে ম্যাকালাম বলেছেন, ‘এটা ওর জন্য সত্যিই আবেগপূর্ণ হবে।’ সঙ্গে তিনি যোগ করেছেন, ‘সবাই জনির গল্প জানে। ও মাঝে মাঝে বেশ আবেগপ্রবণ চরিত্র এবং এই ধরনের (১০০ ম্যাচ) বড় মাইলফলকগুলি ওর কাছে অনেক বড় বিষয়। এই ম্যাচে (রাঁচি) ওকে আত্মবিশ্বাসে পূর্ণ দেখাচ্ছিল এবং মনে হচ্ছে, ওর বড় ইনিংস খুব বেশি দূরে নয়।’
আরও পড়ুন: বিপাকে পড়ে তড়িঘড়ি Ranji Trophy-র সেমিতে খেলছেন শ্রেয়স, তামিলনাড়ু টিমে সুন্দরও
এদিকে রাঁচিতে খারাপ পারফরম্যান্সের কারণে অলি রবিনসনের টেস্ট ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। অলি রবিনসনের প্রসঙ্গে তিনি বলেন, ‘এই টেস্ট ম্যাচের পর মনে হচ্ছে, আমরা খুব শীঘ্রই অলি রবিনসনেরও আরও ভালো ফর্ম দেখতে পাব। ওর পারফরম্যান্সে ও নিজেও হতাশ।’ রবিনসন রাঁচিতে প্রথম ইনিংসের ১২ ওভারে কোনও উইকেট নিতে পারেননি এবং দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারেননি। ম্যাকালাম স্পিনার শোয়েব বশির এবং টম হার্টলির প্রশংসা করেছেন, যারা প্রথম চার টেস্টে ৩২টি করে উইকেট নিয়েছেন।
ম্যাকালাম বলেছেন, ‘আমরা কিছুটা হলেও হতাশ হব, যদি দেখি ওরা (টম হার্টলে এবং শোয়েব বাসির) কাউন্টি ক্রিকেটে খুব বেশি খেলার সুযোগ পাচ্ছে না। যদিও বিষয়টি বাস্তবে এমনটাই হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এমনটা ঘটতে পারে বলে আমি মনে করছি। আমি কোনও কাউন্টির উপর কর্তৃত্ব ফলাতে চাই না। কারণ আমি জানি প্রতিটি কাউন্টির আলাদা আলাদা এজেন্ডা রয়েছে। এই সিরিজে (ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ) যে রকম পারফরম্যান্স করেছে, তা অবিশ্বাস্য।’