আফগানিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ অভিযান শুরু করলেও টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই হারের মুখ দেখতে হয় ভারতের যুব দলকে। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে। আজান আওয়াইসের দুরন্ত শতরানের সুবাদে পাকিস্তান টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নেয়। তারা নিজেদের প্রথম ম্যাচে হারিয়ে দেয় নেপালকে।
রবিবার দুবাইয়ে আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির মাঠে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে সম্মুখসমরে নামে ভারত-পাকিস্তান। টস জিতে ভারতকে শুরুতে ব্যাট করতে পাঠান পাক দলনায়ক তথা উইকেটকিপার সাদ বেগ। ভারত মাত্র ৪৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। সেখান থেকে ক্যাপ্টেন উদয় সাহারানের সঙ্গে জুটি বেঁধে ভারতকে ১০০ রানের গণ্ডি পার করান ওপেনার আদর্শ সিং।
ভারত শেষমেশ নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৫৯ রানের চ্যালেঞ্জিং ইনিংস গড়ে তোলে। ওপেনার আদর্শ ছাড়াও হাফ-সেঞ্চুরি করেন সচিন ধাস ও ক্যাপ্টেন উদয় সাহারান। আদর্শ ৮১ বলে ৬২ রানের কার্যকরী ইনিংস খেলে মাঠ ছাড়েন। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। সচিন ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৫৮ রান করে সাজঘরে ফেরেন। উদয় ৫টি বাউন্ডারির সাহায্যে ৯৮ বলে ৬০ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন।
আরও পড়ুন:- AUS vs PAK: সিরিজ শুরুর আগেই জোর ধাক্কা পাকিস্তান শিবিরে, প্রথম টেস্টে নেই তারকা স্পিনার
এছাড়া অর্শিন কুলকার্নি ৪টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ২৪ রান করে আউট হন। ২টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১১ রান করেন আরাভেল্লি অবনিশ। পাকিস্তানের ৬ ফুট ৮ ইঞ্চির পেসার মহম্মদ জীশান ১০ ওভার বল করে ১টি মেডেন-সহ ৪৬ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট নেন আমির হাসান ও উবেদ শাহ। ১টি উইকেট নেন আরাফত মিনহাস।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৭ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২৬৩ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৮ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে তারা। অনবদ্য শতরান করেন আজান। তিনি ১০টি বাউন্ডারির সাহায্যে ১৩০ বলে ১০৫ রান করে অপরাজিত থাকেন। অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি করেন সাদ বেগ। তিনি ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫১ বলে ৬৮ রান করে নট-আউট থাকেন।
এছাড়া ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৮৮ বলে ৬৩ রান করেন শাহজেব খান। ভারতের হয়ে ২টি উইকেটই তুলে নেন মুরুগান অভিষেক। ম্যাচের সেরা হন শতরানকারী আজান।