২০২৩ সালটা আফগানিস্তান ক্রিকেট দলের জন্য স্মরণীয় হয়ে থাকবে। ২০২৩ সালের বিশ্বকাপে আফগানিস্তান ক্রিকেট দলের পারফরম্যান্সে ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়েছে। আফগানিস্তানের কিছু তারকা ক্রিকেটার ইতিমধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অংশ এবং আরও কয়েকজন এবার আইপিএল নিলামে নামতে চলেছেন। ৩০ বছর বয়সি নাজিবউল্লাহ জাদরান একজন ব্যাটিং অলরাউন্ডার এবং বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন। কিছু ফ্র্যাঞ্চাইজি দল অবশ্যই আইপিএল নিলামে তাঁর দিকে নজর রাখবে, তবে তাঁর চোখ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) ফ্র্যাঞ্চাইজি দলের দিকেই রয়েছে। এই বাঁহাতি ব্যাটসম্যান আফগানিস্তানের হয়ে ৯২টি ওডিআই এবং ৯৪টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। নাজিবউল্লাহর অ্যাকাউন্টে ২০৬০ ওডিআই রান এবং ১৭১২ টি-টোয়েন্টি আন্তর্জাতিক রান রয়েছে। আইপিএল ২০২৪-এর নিলামটি ১৯ ডিসেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে, যখন নাজিবউল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ২০২৩ বিশ্বকাপে বিরাট কোহলি যেভাবে নবীন-উল-হককে সমর্থন করেছিলেন এবং তারপরে ভক্তরা তাঁকে উল্লাস করেছিলেন সে সম্পর্কে ড্রেসিংরুমে কোনও আলোচনা হয়েছিল কিনা। তখন নাজিবউল্লাহ জাদরান বলেছিলেন, ‘না, এ নিয়ে কোনও আলোচনা হয়নি। ভারতে বিরাট কোহলির ফ্যান ফলোয়িং অসাধারণ। তবে নবীন বলেছেন যে আইপিএল চলাকালীন তিনি ভারতে প্রচুর সমর্থন পান। তার ফোকাস ছিল শুধু বোলিংয়ে। ড্রেসিংরুমে এ নিয়ে কোনও আলোচনা হয়নি, মাঠে যেটা হয়, সেটা মাঠেই থাকে।’
নাজিবউল্লাহকে আইপিএল নিলাম সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘প্রত্যেক ক্রিকেটারেরই স্বপ্ন থাকে আইপিএলে খেলার। আমারও এমন স্বপ্ন আছে। আমি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) হয়ে খেলতে চাই। বিরাট কোহলি কোনও আইপিএল ট্রফি জিততে পারেননি, আমি আশা করি এবার আমরা আইপিএল ট্রফি জিতব।’
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ নিয়েও মুখ খুলেছেন তিনি। ‘হ্যাঁ, আমরা বেশ আহত হয়েছিলাম। ম্যাচটা পুরোপুরি আমাদের হাতে ছিল। এটা একটা মাত্র উইকেটের ব্যাপার ছিল। ম্যাক্সি (ম্যাক্সওয়েল) যেভাবে খেলেছে তা অবিশ্বাস্য ছিল। আমি এমন কিছু দেখিনি। যেভাবে সে ইনজুরির সঙ্গে লড়াই করেছে এবং ডাবল সেঞ্চুরি করেছে এবং তাও বিশ্বমানের বোলিং লাইনআপের বিরুদ্ধে সেটা অসাধারণ ছিল। আমাদের রশিদ, নবি এবং অন্য সবাই ছিল। আমরা বিশ্বকাপের সেমিফাইনাল বাছাইয়ে খুব সহজ সুযোগ পেতে পারতাম যদি আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচটা জিততাম। সত্যি কথা বলতে, আমরা সবকিছু চেষ্টা করেছি। আমরা অফ স্টাম্পের বাইরে বল করেছি, সে তাতেও আঘাত করেছে। আমরা মাঝখানে বোলিং করেছি, সে তাতেও মেরেছে। ওটা তার দিন ছিল। সবাই বেশ দুঃখিত ছিল, কিন্তু এটি খেলার অংশ। আমরা যেভাবে খেলেছি তাতে আমরা এখনও খুব খুশি হতে পারি।’