এবছর আইপিএল শুরু হওয়ার আগে থেকেই একের পর এক ব্রিটিশ ক্রিকেটার ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে নাম তুলে নেন। যার জেরে প্রচণ্ড ক্ষুব্ধ আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি। গাস অ্যাটকিনসন থেকে জেসন রয়, মার্ক উড থেকে ডেভিড উইলি, আইপিএল ২০২৪ থেকে সরে দাঁড়ানো ইংল্যান্ডের ক্রিকেটারের তালিকাটা বেশ দীর্ঘ। সেই তালিকায় রয়েছেন হ্যারি ব্রুকও, যাঁকে গত আইপিএল নিলাম থেকে ৪ কোটি টাকায় দলে নেয় দিল্লি ক্যাপিটালস।
টুর্নামেন্ট শুরুর ঠিক আগে ব্যক্তিগত কারণে এবার ইন্ডিয়ান প্রিমিয়র লিগে মাঠে নামবেন না বলে জানিয়ে দেন ব্রুক। তিনি আইপিএল খেলতে ভারতে না আসার কারণও জানান সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে। যদিও দিল্লি ক্যাপিটালস তড়িঘড়ি তাঁর পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করেনি।
এখন টুর্নামেন্টের প্রথম ২ সপ্তাহে ৫ ম্যাচের চারটিতে হেরে ক্যাপিটালস যখন কোণঠাসা, ব্রুকের পরিবর্ত হিসেবে নতুন ক্রিকেটার দলে নেওয়ার কথা ঘোষণা করা হয় দিল্লি শিবির থেকে। তারা হ্যারি ব্রুকের বদলে দলে নেয় দক্ষিণ আফ্রিকার ডান হাতি পেসার লিজাড উইলিয়ামসকে।
লিজাড উইলিয়ামসকে কত টাকায় দলে নেয় দিল্লি:-
৩০ বছর বয়সী প্রোটিয়া তারকাকে মাত্র ৫০ লক্ষ টাকার বিনিময়ে দলে নেয় দিল্লি, যা ছিল লিজাডের বেস প্রাইস। প্রাথমিকভাবে আইপিএল নিলামে দল না পেলেও টুর্নামেন্টের মাঝপথে পরিবর্ত ক্রিকেটার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের আঙিনায় মাথা গলিয়ে দিলেন উইলিয়ামস। হ্যারি ব্রুকের তুলনায় অনেক কম টাকাতেই লিজাডকে পেয়ে যায় দিল্লি।
লিজাড উইলিয়ামসের আন্তর্জাতিক ও সার্বিক টি-২০ কেরিয়ার:-
২০২১ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হয় লিজাড উইলিয়ামসের। তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে এখনও পর্যন্ত ২টি টেস্ট, ৪টি ওয়ান ডে ও ১১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। টেস্টে ৩টি, ওয়ান ডে ক্রিকেটে ৫টি ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১৬টি উইকেট নিয়েছেন তারকা পেসার।
আইপিএল ২০২৪-এর আপডেটেড পয়েন্ট টেবিলে চোখ রাখতে ক্লিক করুন এখানে
ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে লিজাড উইলিয়ামস মোট ৮৩টি টি-২০ ম্যাচ খেলেছেন। তিনি ২০ ওভারের ক্রিকেটে সাকুল্যে ১০৬টি উইকেট নিয়েছেন। এর আগে কখনও আইপিএলে মাঠে নামেননি লিজাড। সুতরাং, এই প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়র লিগে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি।
এর আগে চোটের জন্য আইপিএল ২০২৪ থেকে ছিটকে গিয়েছেন দিল্লি ক্যাপিটালসের দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিদি। তাঁর পরিবর্তে দিল্লি ক্যাপিটালস দলে নেয় অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ককে। এই ম্যাকগার্ক ২০২৩ সালের অক্টোবরে ৫০ ওভারের ক্রিকেটে সব থেকে কম ২৯ বলে সেঞ্চুরি করার বিশ্বরেকর্ড গড়েন।