শুভব্রত মুখার্জি: ২০১৩ সালে ভারতীয় দল শেষবার কোন আইসিসি ট্রফি জিতেছিল। সেবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল তারা ইংল্যান্ডকে হারিয়ে। এর ঠিক দুই বছর আগে ২০১১ সালে ভারত ২৮ বছর বাদে ফের একবার ওডিআই বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল। ধারাভাষ্যকার রবি শাস্ত্রীর 'ধোনি ফিনিশেস অফ ইন স্টাইল' কথাগুলো যেন এখন ও কানে বাজে ভারতীয় ক্রিকেটের ভক্তদের। সেই ঘটনার পর অনেকটা সময় কেটে গিয়েছে। ১৩ বছর কেটে গেলেও ভারত এখন পর্যন্ত কোন ওডিআই বিশ্বকাপ আর জিততে পারেনি।
২০১১ সালের বিশ্বকাপ ট্রফির সঙ্গে মহেন্দ্র সিং ধোনির ‘পুনর্মিলন’
ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে খেলা ছেড়ে দিয়েছেন এম এস ধোনি। তিনি শুধুমাত্র আইপিএলেই খেলেন এখন। চলতি আইপিএলেও খেলছেন তিনি। তবে এবার আর সিএসকের অধিনায়কত্ব করছেন না। সিএসকের পরবর্তী ম্যাচ রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। যা খেলা হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। যে স্টেডিয়ামেই শেষবার ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। মুম্বইয়ের বিরুদ্ধে পরবর্তী ম্যাচের আগেই ২০১১ সালের বিশ্বকাপ ট্রফির সঙ্গে 'পুনর্মিলন' হল মহেন্দ্র সিং ধোনির।
তবে ধোনির সঙ্গে আসল ওডিআই বিশ্বকাপের ট্রফির 'পুনর্মিলন' হয়নি। তাঁর সঙ্গে পুনর্মিলন হয়েছে ওডিআই বিশ্বকাপের ট্রফির রেপ্লিকার। মুম্বইতেই রয়েছে বিসিসিআইয়ের প্রধান কার্যালয়। সেখানেই সম্প্রতি গিয়েছিলেন ধোনি। যেখানেই বিশ্বকাপ ট্রফির রেপ্লিকার সঙ্গে পুনর্মিলন হয়েছে ধোনির। বিসিসিআইয়ের তরফে বিশ্বকাপ ট্রফির রেপ্লিকার সঙ্গে ধোনির ছবিটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে। যেখানে ক্যাপশনে লেখা হয়েছে 'মেড ফর ইচ আদার'। সেই ছবিটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। পাশাপাশি এমসিএ অর্থাৎ মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি চেয়ারের নামও করা হয়েছিল মহেন্দ্র সিং ধোনির নামে। ঘটনাচক্রে ২০১১ সালের বিশ্বকাপ জেতানো যে ছয়টা ধোনি মেরেছিলেন তা এসে পড়ে ওই চেয়ারের উপরেই। তারপর থেকেই ওই চেয়ারটিও সংরক্ষণ করা হয়।
বিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে ২০১১ সালের বিশ্বকাপ ট্রফির রেপ্লিকার পাশাপাশি রাখা রয়েছে ১৯৮৩ সালের প্রুডেন্সিয়াল কাপ অর্থাৎ প্রথম ওডিআই বিশ্বকাপের ট্রফির রেপ্লিকাও। ঘটনাচক্রে আসল বিশ্বকাপের ট্রফি রয়েছে আইসিসির প্রধান কার্যালয়ে। যা এই মুহূর্তে অবস্থিত দুবাইতে। আর প্রতিটি ট্রফি জয়ী দলকে এই বিশ্বকাপ ট্রফির একটি করে রেপ্লিকা দেওয়া হয়। ধোনি এই মুহূর্তে মুম্বইতে রয়েছেন। কারণ সিএসকের হয়ে মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে তিনি এই মুহূর্তে রয়েছেন মুম্বইতে। এই বছর ঘটনাচক্রে সিএসকের অধিনায়কত্ব করছেন না ধোনি। টুর্নামেন্টের শুরুর আগেই এই দায়িত্ব তিনি তুলে দিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়ের হাতে।