:ঋষভ পন্ত না সঞ্জু স্যামসন! কে ভালো ক্রিকেটার? হঠাৎ করেই বাইশ গজে উঠেছে নতুন এই বিতর্ক। আর হবে নাই বা কেন, এই বিতর্ক তুলেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ইয়ান বিশপ। যদিও এই প্রাক্তন পেসার জানিয়েছেন তিনি এমন কিছুই বলেননি যা নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। তবু সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টি নিয়ে বিতর্কের ঝড় উঠেছে।
চলুন জেনে নেওয়া যাক আসল ঘটনাটা কী?
শুক্রবার আইপিএল ২০২৪-এর ২৬ তম ম্যাচে লখনউয়ের একনা স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস। সেই সময়ে হঠাৎ করে একটি পোস্ট ভাইরাল হয়ে যায়। যেখানে এক নেটিজেন ইয়ান বিশপের কড়া একটি মন্তব্যকে কোড করে লিখেছিলেন। তিনি লিখেছিলেন ধারভাষ্য করার সময়ে ইয়ান বিশপ বলেছিলেন, ‘সঞ্জু স্যামসন যাই করুক না কেন, ঋষভ পন্ত সেটাকে আরও ভালো ভাবে করতে পারেন।’
এই পোস্ট দেখে রেগে যান সঞ্জুর ভক্তেরা। সকলে বিশপকে একহাত নিতে থাকেন। সেই সময়ে এক নেটিজেন বিষয়টি ইয়ান বিশপের সামনে নিয়ে আসেন এবং তিনি একটি বার্তায় ইয়ান বিশপকে লেখেন, ‘আপনি কি এটা সত্যি বলেছেন?’ এর জবাব দিতে বেশি সময় নেননি ইয়ান বিশপ। তিনি নিজের বার্তার মাধ্যমে সকলকে বোঝাতে চান যে এটি মিথ্যে। বিশপ নিজের পোস্টে লেখেন, ‘তোমরা কি মনে কর যে আমি এভাবে সবকিছু অপারেট করি?’
অনেকেই বলেন যে হয়তো এটা মিথ্যে রটনা করা হচ্ছে। তবে যেই ব্যাক্তি এই পোস্টটি করেছিলেন তিনি আবার নিজের বার্তায় লেখেন, ‘আমি নিজে শুনেছি, ইয়ান বিশপ এই কথা বলেছিলেন।’ এরপরে বিতর্ক অনেক দূর এগিয়েছে। তবে কে সত্যি বলছে, আর কে মিথ্যা বলছে সেটা সময়ই বলবে। তবে ইয়ান বিশপের সঙ্গে প্রথমবার এমনটা হয়নি। এর আগেও বিরাট কোহলির সমালোচনা করে বিতর্কে জড়িয়েছিলেন ইয়ান বিশপ।
বিরাট কোহলিকে নিয়ে কোন বিতর্কে জড়িয়েছিলেন ইয়ান বিশপ?
চলতি আইপিএলে কেরিয়ারে অষ্টম সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। কিং কোহলির শতরানের ইনিংসের পরেও বেঙ্গালুরু জিততে পারেনি। রাজস্থান রয়্যালসের কাছে দলের হারের পর বিরাটের রান নিয়ে সমালোচনা করেছিলেন ইয়ান বিশপ। ৩৯ বলে হাফসেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। ৬৭ বলে সেঞ্চুরি করেন তিনি। এই নিয়ে সমালোচনা করে রোষের মুখে পড়লেন ক্যারিবিয়ান প্রাক্তন তারকা ইয়ান বিশপ। চাপে পড়ে এবার ক্ষমাও চেয়ে নিলেন তিনি।
বিরাট কোহলির অর্ধশতরান প্রসঙ্গে ইয়ান বিশদ নিজের এক্স-এ লেখেন, ‘বিরাট কোহলি মাত্র ৩৯ বলে হাফসেঞ্চুরি করলেন।’ এই ‘মাত্র’ শব্দটি কোহলির ভক্তেরা ভালভাবে নেননি। অনেকেই মনে করেছেন, বিরাট কোহলির ইনিংসের সমালোচনা করেছেন ইয়ান বিশপ। সোশ্যাল মিডিয়ায় একাধিক সমর্থক ইয়ান বিশপকে ট্যাগ করে সমালোচনা করেন। এরপরে ইয়ান বিশপ সমর্থকদের উদ্দেশ্যে এক্স প্ল্যাটফর্মে লেখেন, ‘আমি খুব ভালো ভাবেই জানি পরিস্থিতি অনুযায়ী ব্যাটিংয়ের ধরন বদলে যায়। আমার তাই ‘মাত্র’ বলা উচিত হয়নি।’