মুম্বই ইন্ডিয়ান্স শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ২০২৪ আইপিএলে তাদের জয়ের খাতা খুলেছে। তাদের প্রথম তিন ম্যাচে টানা তিনটি হারের পর, অবশেষে স্বস্তি পেয়েছেন মুম্বইয়ের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তার আগে পর্যন্ত চাপের আগ্নেয়গিরিতে কার্যত বসেছিলেন হার্দিক। এই জয়ের পর স্বভাবতই অক্সিজেন পেয়েছেন তিনি।
হার্দিক-ক্রুনালের ভক্তিগীতি
এর মাঝেই সম্প্রতি হার্দিক পান্ডিয়া এবং তার ভাই ক্রুনাল পান্ডিয়ার (যিনি লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলে) একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে, দুই ভাইকে একেবারে অন্য মেজাজে পাওয়া গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, দুই তারকা ক্রিকেটার তাদের পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাচ্ছেন। ভাই ক্রুনালের সঙ্গে ‘হরে রাম হরে কৃষ্ণ’ গাইতে শোনা গিয়েছে হার্দিককে। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে দুই ভাইয়ের ভক্তিমূলক গান।
আরও পড়ুন: সিমারদের না মেরে, স্পিনারদের জন্য অপেক্ষা করেছি- পঞ্জাবকে হারিয়ে পরিকল্পনা ফাঁস নীতীশের
কিছু দিন আগেই দলের খারাপ সময় চলাকালীন গুজরাটের সোমনাথ মন্দিরে পুজো দিয়েছলেন হার্দিক পন্ডিয়া। ধর্মীয় রীতি মেনেই শিবলিঙ্গে পুজো করছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। ভক্তি সহকারে বিভিন্ন ভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে দেখা গিয়েছিল হার্দিককে। এবার নবরাত্রি পালন করতে বাড়িতে গিয়েছেন হার্দিক। সেখানেই ক্রুনালের সঙ্গে মাইক্রোফোন নিয়ে নাচতে এবং গান গাইতে দেখা গিয়ে তাঁকে।
আরও পড়ুন: ওদের ইনিংসই আত্মবিশ্বাস বাড়িয়েছে- ম্যাচ হেরেও শশাঙ্ক, আশুতোষের লড়াইয়ে বুঁদ শিখর ধাওয়ান
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, পরিবারের সদস্যদের সঙ্গে তাঁরা নবরাত্রি পালন করছেন। সঙ্গে ‘হরে রাম হরে কৃষ্ণ’ গাইছেন। তবে অনেকে হার্দিকের ভক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। যে ভাবে নাচতে নাচতে তিনি ‘হরে রাম হরে কৃষ্ণ’ গেয়েছেন, তাতে খুশি হতে পারেননি নেটিজেনদের একাংশ।
টি২০ বিশ্বকাপের দলে হার্দিক থাকবেন?
এদিকে দল জয়ে ফিরলেও, হার্দিকের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি নিজের ছন্দেই নেই। তাঁর স্ট্রাইকরেট নিয়েও চলছে তীব্র সমালোচনা। বল হাতে সাফল্য পাচ্ছেন না হার্দিক। এই পরিস্থিতিতে হার্দিকের টি২০ বিশ্বকাপের দলে থাকা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে।
আরও পড়ুন: শেষ ওভারে হয় ২৬ রান, ৩টি ক্যাচ মিস- কীভাবে ২ রানে রোমহর্ষক জয় ছিনিয়ে নিল হায়দরাবাদ?
আইপিএল শেষ হওয়ার পরপরই শুরু হবে টি ২০ বিশ্বকাপ। আইসিসি-র নির্দেশ অনুযায়ী, আগামী মে মাসের মধ্যেই চূড়ান্ত করে ফেলতে হবে ১৫ সদস্যের দল। টিম নির্বাচনের পর কোনও পরিবর্তন করতে চাইলে, তার জন্য ৭ দিনের অতিরিক্ত সময় পাওয়া যাবে। স্বাভাবিক বাবেই এখন সকলের নজর আসন্ন টুর্নামেন্টের টিম নির্বাচনের দিকে। কে জায়গা পাবেন, আর কে পাবেন না, তা নিয়ে চলছে বিস্তর জল্পনা। সূত্রের খবর, হার্দিক পান্ডিয়া এবার বাদ পড়তে পারেন টি২০ বিশ্বকাপ থেকে।