বাংলা নিউজ > ক্রিকেট > PBKS vs SRH, IPL 2024: ওদের ইনিংসই আত্মবিশ্বাস বাড়িয়েছে- ম্যাচ হেরেও শশাঙ্ক, আশুতোষের লড়াইয়ে বুঁদ শিখর ধাওয়ান

PBKS vs SRH, IPL 2024: ওদের ইনিংসই আত্মবিশ্বাস বাড়িয়েছে- ম্যাচ হেরেও শশাঙ্ক, আশুতোষের লড়াইয়ে বুঁদ শিখর ধাওয়ান

ওদের ইনিংসই আত্মবিশ্বাস বাড়িয়েছে- ম্যাচ হেরেও শশাঙ্ক,আশুতোষের লড়াইয়ে বুঁদ শিখর।

Punjab Kings vs Sunrisers Hyderabad: জিততে শেষ চার ওভারে ৬৭ রান প্রয়োজন ছিল পঞ্জাবের। সেই সময়ে হায়দরাবাদের জয় নিশ্চিত বলে মনে হয়েছিল। তবে শশাঙ্ক ও আশুতোষ হার মানেননি। তাঁদের মানসিক জোর এবং হার না মানা মানসিকতাতেই ১৮৩ রান তাড়া করতে নেমে, ১৮০ রানে পৌঁছে যায় পঞ্জাব।

দুরন্ত লড়াই করলেন পঞ্জাব কিংসের দুই অনামী তারকা। তাতেও শেষ রক্ষা হল না। শশাঙ্ক সিং (২৫ বলে অপরাজিত ৪৬) এবং আশুতোষ শর্মার (১৫ বলে অপরাজিত ৩৩) সব লড়াই ব্যর্থ হয়ে যায়, দল মাত্র ২ রানে হেরে যাওযায়। তাঁরা দলকে প্রায় জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন। কিন্তু শেষ হাসি হাসে সানরাইজার্স হায়দরাবাদই। প্রথমে ব্যাট করে ১৮২ রান করেছিল সানরাইজার্স। রান তাড়া করতে নেমে পঞ্জাব করে ১৮০ রান।

শশাঙ্ক-আশুতোষের হার না মানা লড়াই

জিততে শেষ চার ওভারে ৬৭ রান প্রয়োজন ছিল পঞ্জাবের। সেই সময়ে হায়দরাবাদের জয় নিশ্চিত বলে মনে হয়েছিল। তবে শশাঙ্ক ও আশুতোষ হার মানেননি। তাঁদের মানসিক জোর এবং হার না মানা মানসিকতাতেই ১৮০ রানে পৌঁছে যায় পঞ্জাব কিংস।

আরও পড়ুন: হর্ষদের টেক্কা দিতে এসে গেল MI-এর খুদে ভক্ত, হার্দিককে দেওয়া টিপস শুনলে হেসে খুন হবেন!

শশাঙ্কা এবং আশুতোষ মিলে তখন হায়দরাবাদের বোলারদের পিটিয়ে একেবারে ছাতু করেন। শেষ দুই ওভারে জিততে হলে ৩৯ রানের প্রয়োজন ছিল। কিন্তু টি নটরাজন ১৯তম ওভারে মাত্র ১০ রান দেন। তবে শেষ ওভারে জয়দেব উনাদকাটকে পিটিয়ে ২৬ রান নেন পঞ্জাবের এই দুই অনামী ক্রিকেটার। এই ওভারে তিনটি ক্যাচ মিস করে হায়দরাবাদ। তিনটি ওয়াইড বল হয়। সঙ্গে হয় তিনটি ছক্কাও। উনাদকাট সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল ২০তম ওভারটি বল করার নজির গড়েন। তাতেও শেষ রক্ষা হয়নি। রুদ্ধশ্বাস ম্যাচে হেরে বসে পঞ্জাবই।

তবে দল না জিতলেও, ম্যাচের পর এই জুটির লড়াকু মানসিকতার প্রশংসা করেন পিবিকেএস অধিনায়ক শিখর ধাওয়ান। তিনি বলেন, এই জুটির ২৭ বলে অপরাজিত ৬৬ রানের ইনিংস তাদের জয়ের আশা পুনরুজ্জীবিত করেছিল।

আরও পড়ুন: ভিডিয়ো- সকলকে অবাক করে রাসেলের লোপ্পা ক্যাচ ফেললেন ধোনি, বয়সের জেরেই কি এমন ভুল?

শিখর বুঁদ শশাঙ্ক-আশুতোষের ইনিংসে

ধাওয়ানের দাবি, ‘এই তরুণদের লড়াই দেখে খুব ভালো লাগছে। আমরা এই হার থেকে ঘুরে দাঁড়াব। মনে হয়েছিল যে, ওরা খেলাটি হয়তো জিতিয়ে দিতে পারবে। তবে ওদের হ্যাটস অফ, ওরা ইনিংসটিকে জয়ের লক্ষ্যের একেবারে কাছে নিয়ে গিয়েছিল। যা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এবং পরের ম্যাচ জেতার জন্য উদ্বুদ্ধ করেছে। তবে আমাদের নির্দিষ্ট কিছু ক্ষেত্রে আরও ভালো করতে হবে এবং উন্নতি করতে হবে।’

আরও পড়ুন: ধোনির নামের শব্দব্রহ্মের থেকে বাঁচতে দু'কান চাপলেন রাসেল, পরে জাহির করলেন মাহির প্রতি মুগ্ধতার কথা- ভিডিয়ো

পাওয়ার প্লে-ই ম্যাচের টার্নিং পয়েন্ট

ধাওয়ান জোর দিয়েছেন যে, পঞ্জাব ইনিংসের প্রথম ছয় ওভার টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছিল। পাওয়ার প্লে-তে মাত্র ২৭ রানে ৩ উইকেট হারিয়ে বসেছিল পঞ্জাব কিংস। যার ফলে তাদের ম্যাচটি হারতে হয়েছিল। তিনি আরও বলেছেন যে, এই হারের জন্য তাদের ব্যাটিং ব্যর্থতাই দায়ী।

ধাওয়ান বলেন, ‘আমি মনে করি যে, আমরা ওদের ভালো জায়গাতেই আটকে দিয়েছিলাম। দুর্ভাগ্যবশত, আমরা প্রথম ছয় ওভার কাজে লাগাতে পারিনি। এবং সেখানেই আমরা ম্যাচটি হেরে গিয়েছিলাম। যার ফলে ম্যাচে জয় পাওয়াটা আমাদের কাছে কঠিন হয়ে গিয়েছিল। উইকেট খুব বেশি বাউন্স ছিল না। তাই প্রত্যেকেরই ভালো খেলা উচিত ছিল।’

সঙ্গে তিনি যোগ করেন, ‘ওদের ইনিংসের শেষ বলে আমরা ক্যাচটা ফেলে দিয়েছিলাম। এবং সেটা ছয় হয়ে গিয়েছিল। আমরা আরও ১০-১৫ রান কম দিতে পারতাম এবং এটি একটি পার্থক্যও তৈরি করেছিল। আর ব্যাটিং ইউনিট হিসেবে আমরা পারফর্ম করতে পারিনি।’

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

অসাধ্য সাধন!গপাগপ ছোলে ভাটুরে-মিষ্টি খেয়েও ১২ মাসে ১০ কেজি ওজন কমিয়েছেন অঙ্কুর বড় ধাক্কা খেল মোহনবাগান, চার ম্যাচ নির্বাসিত সাদিকু, পাওয়া যাবে না ISL ফাইনালে নিয়োগকারীর ‘ভুলের’ জন্য এই পরিণতি আমাদের! সুপ্রিমে আস্থা, আর কী বলছেন চাকরিহারা? 'মানসিক প্রতিবন্ধী মহিলার সঙ্গমে সম্মতি অপ্রাসঙ্গিক, এটি ধর্ষণ...', বলল কোর্ট থ্রি ইডিয়টস করতে বেজায় ভয় পেয়েছিলেন আমির! কিন্তু কেন? প্রিন্টার, জৈব কালি দিয়ে তৈরি হচ্ছে ‘রক্তনালি’! মিটবে বাইপাস সার্জারির সমস্যা উত্তর কলকাতায় TMC কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার, কর্মীদেরই কাজ, দাবি নেত্রীর Green Mango Benefits: প্রতিদিন কাঁচা আম খাওয়ার ৭টি উপকারিতা কোভিড টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কথা স্বীকার অ্যাস্ট্রাজেনেকার জোর করে ইস্তফাপত্রে সই করানো হয়েছে, পড়ুয়াদের বিরুদ্ধে অভিযোগ NIT-র প্রধানের

Latest IPL News

আমার মন খারাপ হয়ে গিয়েছিল… শতরান মিস করা নয়, এই কারণে চাপে ছিলেন রুতুরাজ India's T20 World Cup squad: হার্দিককে বুড়ো আঙুল দেখিয়ে সহ-অধিনায়ক হবেন পন্ত? IPL 2024: ধোনির জন্য বান্ধবীর সঙ্গে ব্রেক আপ করলেন মাহি ভক্ত! ভাইরাল হল পোস্টার বেটিং অ্যাপের হয়ে প্রচার, মহারাষ্ট্র সাইবার সেল তলবে হাজিরা দিলেন না তামান্না রোহিত-দ্রাবিড়-আগরকরের ২ ঘণ্টার বৈঠক! কী নিয়ে আলোচনা হল? সামনে আসছে বড় খবর IPL 2024: সেই সময়ে আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাই- কী নিয়ে বললেন শ্রেয়স আইয়ার সৌরভদের নেটে তোমরা কেন? ইডেনে KKR-কে DC-র অনুশীলন পিচ ব্যবহারে বাধা কিউরেটরের! ভারত সফরে না গিয়ে ঠাকুমার শেষ দিনে পাশে থাকতে পেরে খুশি ব্রুক, জানালেন মনের কথা LSG-র বিরুদ্ধে দলকে জিতিয়ে চিৎকার করে উঠলেন সঞ্জু! এই গর্জন কি নির্বাচকদের জন্য কীভাবে স্পিন সামলাতে হবে, টিপস দিয়েছিলেন কোহলি,ঝড় তুলে সেঞ্চুরির পর অকপট জ্যাকস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.