বাংলা নিউজ > ক্রিকেট > PBKS vs SRH, IPL 2024: শেষ ওভারে হয় ২৬ রান, ৩টি ক্যাচ মিস- কীভাবে ২ রানে রোমহর্ষক জয় ছিনিয়ে নিল হায়দরাবাদ?

PBKS vs SRH, IPL 2024: শেষ ওভারে হয় ২৬ রান, ৩টি ক্যাচ মিস- কীভাবে ২ রানে রোমহর্ষক জয় ছিনিয়ে নিল হায়দরাবাদ?

শেষ ওভারে হয় ২৬ রান, ৩টি ক্যাচ মিস হয়- কীভাবে ২ রানে রোমহর্ষক জয় ছিনিয়ে নিল হায়দরাবাদ?

Punjab Kings vs Sunrisers Hyderabad: শশাঙ্ক (২৫ বলে অপরাজিত ৪৬) এবং আশুতোষ (১৫ বলে অপরাজিত ৩৩) শেষ পর্যন্ত কঠোর লড়াই করেছিলেন। কিন্তু টপ-অর্ডারের ব্যর্থতার কারণে পঞ্জাব তাদের ঘরের মাঠে ম্যাচটি হেরে বসে।

পঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে ম্যাচটি শেষ ওভারের থ্রিলারে গড়িয়েছিল। মঙ্গলবার চণ্ডীগড়ের মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের রোমহর্ষক ম্যাচটিতে শেষপর্যন্ত জয় পায় হায়দরাবাদই। তবে মাত্র ২ রানে তারা ম্যাচ জেতে।

শেষ ওভারে ২৬ রান দেন উনাদকাট

শেষ ওভারে জিততে হলে ২৯ রান দরকার ছিল পঞ্জাবের। আর এই রান ডিফেন্ড করার জন্য হায়দরাবাদের অধিনায়ক প্যাট বেছে নেন জয়দেব উনাদকাটকে। তবে চরম নাটকীয়তায় মোড়া শেষ ওভারে পঞ্জাব ২৬ রান করলেও, ২ রানের জন্য ম্যাচটি হেরে যায়। উনাদকাট এই ওভারে তিনটি ওয়াইড করেন। তিনটি ছক্কা হয় এই ওভারে। তবে একা উনাদকাটকে দোষ দেওয়া যায় না। এই ওভারে তিনটি ক্যাচ ফেলেন হায়দরাবাদের ফিল্ডাররা।

আরও পড়ুন: হর্ষদের টেক্কা দিতে এসে গেল MI-এর খুদে ভক্ত, হার্দিককে দেওয়া টিপস শুনলে হেসে খুন হবেন!

তিনটি ক্যাচ মিস হয়

পিবিকেএস ব্যাটসম্যান আশুতোষ শর্মা ওভারের প্রথম বলেই ডিপ মিড-উইকেটের দিকে শট খেলেন। যেটি ক্যাচ ওঠে। কিন্তু নীতিশ রেড্ডি ক্যাচ ধরতে ব্যর্থ হন। এবং সেটি ছক্কা হয়ে যায়। এর পরের বল দু'টি ওয়াইড হয়। তার পরে বলটিতে ফের ক্যাচ ওঠে। আশুতোষ লং অফের উপর দিয়ে বল তুলেছিলেন যেখানে আব্দুল সামাদও একই ভুল করেন। সেটিও ছক্কা হয়ে যায়।

আরও পড়ুন: ভিডিয়ো- সকলকে অবাক করে রাসেলের লোপ্পা ক্যাচ ফেললেন ধোনি, বয়সের জেরেই কি এমন ভুল?

এর পর ওভারের পঞ্চম বলে আশুতোশ শর্মা বড় শট খেলার চেষ্টায় ক্যাচ তোলেন। তখন পঞ্জাবের জিততে শেষ দুই বলে ১০ রানের প্রয়োজন। আশুতোষ ডিপ মিড-উইকেটের দিকে শট খেলেন। তবে রাহুল ত্রিপাঠি ক্যাচ মিস করে বসেন। তবে এই বলে হয় মাত্র ১ রান। শশাঙ্ক সিং শেষ বলে ছক্কা হাঁকালেও, পঞ্জাব ২ রানে ম্যাচটি হেরে যায়।

টপ অর্ডারের ব্যর্থতায় হারে পঞ্জাব

শশাঙ্ক (২৫ বলে অপরাজিত ৪৬) এবং আশুতোষ (১৫ বলে অপরাজিত ৩৩) শেষ পর্যন্ত কঠোর লড়াই করেছিলেন। কিন্তু টপ-অর্ডারের ব্যর্থতার কারণে পঞ্জাব তাদের ঘরের মাঠে ম্যাচটি হেরে বসে। শশাঙ্ক এবং আশুতোষের এই প্রচেষ্টায় মুগ্ধ পঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ানও। তবে দলের পরাজয়ের জন্য পাওয়ারপ্লে-তে দুর্বল ব্যাটিংকে দায়ী করেছেন তিনি।

আরও পড়ুন: ধোনির নামের শব্দব্রহ্মের থেকে বাঁচতে দু'কান চাপলেন রাসেল, পরে জাহির করলেন মাহির প্রতি মুগ্ধতার কথা- ভিডিয়ো

ম্যাচের পর ধাওয়ান বলেছেন, ‘এই তরুণদের লড়াই দেখে খুব ভালো লাগছে। আমরা এই হার থেকে ঘুরে দাঁড়াব। মনে হয়েছিল যে, ওরা খেলাটি হয়তো জিতিয়ে দিতে পারবে। তবে ওদের হ্যাটস অফ, ওরা ইনিংসটিকে জয়ের লক্ষ্যের একেবারে কাছে নিয়ে গিয়েছিল। যা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এবং পরের ম্যাচ জেতার জন্য উদ্বুদ্ধ করেছে। তবে আমাদের নির্দিষ্ট কিছু ক্ষেত্রে আরও ভালো করতে হবে এবং উন্নতি করতে হবে।’

সঙ্গে তিনি যোগ করেছেন, ‘আমি মনে করি যে, আমরা ওদের ভালো জায়গাতেই আটকে দিয়েছিলাম। দুর্ভাগ্যবশত, আমরা প্রথম ছয় ওভার কাজে লাগাতে পারিনি। এবং সেখানেই আমরা ম্যাচটি হেরে গিয়েছিলাম। যার ফলে ম্যাচে জয় পাওয়াটা আমাদের কাছে কঠিন হয়ে গিয়েছিল। উইকেট খুব বেশি বাউন্স ছিল না। তাই প্রত্যেকেরই ভালো খেলা উচিত ছিল।’

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

এক ‘ঘায়ে’ কুপোকাত গুন্ডা! রতন টাটার মতো সাহসী আর বীর শিল্পপতি কমই এসেছেন বসন্ত এসেছিল তাঁর জীবনেও, ৪ বার বিয়ে ভেস্তে যায় রতন টাটার! কে ছিলেন প্রেমিকা ‘সমাজের অপূরণীয় ক্ষতি হল’, ‘ভালো মানুষ’ রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ মোদী ও মমতা প্রয়াত রতন টাটা! তাঁর সম্পর্কে এই ১০টি তথ্য জানলে শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাবে যুগের অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই ‘এই প্রথম দুর্গাপূজা.... ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না’, কথা রাখলেন সুদীপ্তা শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে ভারত, চওড়া হল সেমির রাস্তা ৬১-তে পা দিলেন শিলাজিৎ, হইচই করে জন্মদিন পালন ৬৫-তে এসে চতুর্থবার বিয়ের পিঁড়িতে সঞ্জয় দত্ত, মান্য়তাকে 'ভুলে' কার হাত ধরলেন? আজ থেকে বক্রী গুরু, ভাগ্য হবে বিমুখ, ৪ রাশির এই ১১৯ দিন কাটবে দুঃস্বপ্নের মতো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.