শুভব্রত মুখার্জি: প্রতি বছরেই আইপিএলের মঞ্চ একাধিক তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের সামনে তুলে আনে। চলতি আইপিএল ও তাঁর ব্যতিক্রম নয়। একাধিক নবীন ভারতীয় ক্রিকেটার ইতিমধ্যেই চলতি আইপিএলে বেশ ভালো পারফরম্যান্স করেছেন। যাদের মধ্যে যশ ঠাকুর, অভিষেক শর্মারা অন্যতম। তবে সবথেকে বেশি যিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন, তিনি হলেন মায়াঙ্ক যাদব। লখনউ সুপার জায়ান্টসের হয়ে চলতি মরশুমে খেলছেন তিনি। আর তাঁর আগুনে গতি দিয়ে ইতিমধ্যেই সকলের নজর কেড়েছেন এই ২১ বছর বয়সি নবীন তারকা।
মায়াঙ্ক যাদবের গতিতে তিনি বিশ্ব ক্রিকেটের একাধিক ব্যাটারকে সমস্যাতে ফেলেছেন। এই মুহূর্তে চলতি আইপিএলের দ্রুততম বলটি করারও নজির গড়েছেন তিনি। এই ময়াঙ্ক যাদব কীভাবে দ্রুত ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে পারেন তার একটা 'বৈপ্লবিক' উপায় বাতলে দিয়েছেন প্রাক্তন তারকা ওয়েস্ট ইন্ডিজ পেসার ইয়ান বিশপ।
চলতি আইপিএলে আরসিবির বিরুদ্ধে দ্রুততম বলটি করেছিলেন মায়াঙ্ক। যে বলের গতি ছিল ঘণ্টায় ১৫৬.৭ কিলোমিটার। অভিষেক ম্যাচ সহ প্রথম দুই ম্যাচেই ম্যাচের সেরা ক্রিকেটার হওয়ার নজিরও গড়েন তিনি। তৃতীয় ম্যাচে যদিও মায়াঙ্ক তাঁর ওভারের পুরো কোটা সম্পন্ন করতে পারেননি। ওই ম্যাচে প্রথম ওভার বল করার পরে সাইড স্ট্রেনের কারণে তাঁকে মাঠ ছেড়ে উঠে যেতে হয়। মায়াঙ্কের পারফরম্যান্স এতটাই নজর কেড়েছে বিশেষজ্ঞদের যে প্রাক্তন ভারতীয় তারকারা তাঁকে যত দ্রুত সম্ভব জাতীয় দলে জায়গা দেওয়ার কথা বলেছেন।
প্রাক্তন ক্যারিবিয়ান তারকা তথা ধারাভাষ্যকার ইয়ান বিশপ মনে করেন মায়াঙ্ক স্পেশাল ট্যালেন্ট। নিজের এক্স হ্যান্ডেলে মায়াঙ্ক সম্বন্ধে বলতে গিয়ে বিশপ লিখেছেন, ‘আমি আমার এক সতীর্থের সঙ্গে একটা বিষয় নিয়ে ব্যক্তিগতভাবে আলোচনা করছিলাম। আমি তাঁকে জানিয়েছি যে মায়াঙ্ক যাদব একজন স্পেশাল প্রতিভা। ক্রিকেটে এটাই অন্যতম সেরা সময়। এই সময়ে সুযোগ বুঝে মায়াঙ্ককে সুযোগ দিতে হবে। ওঁকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে ব্যক্তিগত এস এবং সি ট্রেনার এবং মেডিকেল বিশেষজ্ঞকে ওঁর মতন প্রতিভাদের সঙ্গে জুড়ে দিতে হবে। যারা আগামী দুই বছর ধরে ওদেরকে পর্যবেক্ষণ করবে।’ আর এই ভাবেই একজন প্রতিভাবান ক্রিকেটারকে ভবিষ্যতের জন্য ভারতীয় দলে বিশেষ করে টেস্টের জন্য দ্রুত প্রস্তুত করা সম্ভব বলেই তাঁর মত। প্রাক্তন জাতীয় নির্বাচক এমএসকে প্রসাদ ও মায়াঙ্কের ভূয়সি প্রশংসা করেছেন। তাঁর মতে আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পাওয়া উচিত মায়াঙ্কের মতন তারকার।