আর আন্তর্জাতিক ক্রিকেটে না খেলায় নিষিদ্ধ হওয়ার ভয় নেই। সেজন্য সুনীল নারিন কিছুটা নিজের পুরনো বোলিং অ্যাকশনেই ফিরে গিয়েছেন বলে দাবি করলেন নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সাইমন ডুল। শনিবার আইপিএলের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকার দুর্দান্ত বোলিংয়ের পরে তিনি দাবি করেন, যে বোলিং অ্যাকশনের জন্য একটা সময় বিপাকে পড়েছিলেন নারিন, এখন কিছুটা সেভাবেই বল করছেন। আন্তর্জাতিক ক্রিকেট না খেলায় নিষেধাজ্ঞার মুখে পড়ার ভয় নেই। তাই নারিন কিছুটা পুরনো অ্যাকশনেই বল করছেন বলে দাবি করলেন নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা।
সংবাদমাধ্যম ক্রিকবাজের অনুষ্ঠানে ডুল বলেন, ‘দুর্দান্ত, দুর্দান্ত বল করেছে নারিন। ও পিচের চরিত্র আগে বুঝে নেয়। যখন বল ছোড়ার জন্য কিছুটা সময় (ক্রিকেট থেকে) বিরতি পেয়েছিল নারিন, তখন ও কিছুটা চাপের মধ্যে ছিল। ও নিজের অ্যাকশন কিছুটা পালটে ফেলে। নতুন অ্যাকশনে বল করতে শুরু করে। ও এখন জানে যে ও আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবে না। ও জানে যে আন্তর্জাতিক ক্রিকেট না খেলার ফলে (অ্যাকশনের জন্য) আর নো বল ডাকা হবে না, (ওকে ব্যানের মুখে পড়তে হবে না)।’
ডুল যখন ওই লাইনটা বলছিলেন, তখন পাশে বসে মাথা নাড়ছিলেন জয় ভট্টাচার্য। যিনি কেকেআর টিম ডিরেক্টর হিসেবে নারিনের উত্থানটা একেবারে সামনে থেকে দেখেছেন। তারইমধ্যে ডুল বলতে থাকেন, ‘ও (নারিন) জানে যে ওটা (পুরনো বোলিং অ্যাকশন) ওর কাছে কোনও সমস্যার বিষয় নয়। তাই ও সম্ভবত কিছুটা পুরনো বোলিং অ্যাকশনেই ফিরে গিয়েছে, যাতে ও ভালো পারফর্ম করতে পারে। পিচ থেকে আরও বেশি সহযোগিতা পাচ্ছে।’
উল্লেখ্য, অবৈধ বোলিং অ্যাকশনের জন্য ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যানের মুখে পড়েছিলেন নারিন। পরবর্তীতে বোলিং অ্যাকশন পালটে খেলায় ফেরার ছাড়পত্র পেয়েছিলেন। তারপর ২০২০ সালের আইপিএলের মধ্যেই তাঁর বোলিং অ্যাকশন নিয়ে ফের অভিযোগ উঠেছিল। সেজন্য ক্যারিবিয়ান তারকাকে সন্দেহজনক বোলিং অ্যাকশনের তালিকায় রাখা হয়েছিল। পরে অবশ্য কেকেআরের জমা দেওয়া ফুটেজ বিশ্লেষণ করে নারিনকে ক্লিনচিট দিয়েছিল আইপিএলের কমিটি।
তারপর থেকে আর নারিনের বোলিং অ্যাকশন নিয়ে নতুন করে কোনও বিতর্ক হয়নি। তবে তিনি আর আগের মতো ক্ষুরধার ছিলেন না। এবারের আইপিএল শুরুর আগেও তাঁকে নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। কিন্তু প্রথম ম্যাচেই সানরাইজার্সের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করেন ক্যারিবিয়ান তারকা। যে ম্যাচে দু'দল মিলিয়ে ৪০ ওভারে ৪১২ রান তুলেছে, সেই ম্যাচে চার ওভারে মাত্র ১৯ রান খরচ করেন। নেন একটি উইকেট। আটটি ডট বল করেন।
আর সেই পারফরম্যান্সের জন্য নারিনের প্রশংসাও করেন ডুল। তিনি বলেন, আজ (শনিবার) রাতে হাতেগোনা বোলারদের মধ্যে ও রয়েছে, যারা পিচ থেকে কিছুটা সহযোগিতা আদায় করে নিয়েছে। যেভাবে ও বলটা লুকিয়ে রাখে, যে নয়া স্টাইলে বল করছে, (সেটা দারুণ)। খুব ভালো খেলছে। ওর ব্যাটিং ও ফিল্ডিং নিয়ে প্রশ্ন উঠতে পারে। কিন্তু বল হাতে ও যেটা করছে, সেটা নিয়ে কখনও প্রশ্ন তোলা যাবে না।'