রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ার সম্পর্ক কি একেবারে তলানিতে ঠেকেছে? ২০২৪ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচের একাধিক দৃশ্য দেখে এমনই মনে করছে নেটিজেনদের একাংশ। বিশেষত দুটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। একটি ভিডিয়োয় দেখা গিয়েছে যে আঙুল দেখিয়ে রোহিতকে থার্ডম্যানে ফিল্ডিং করতে যেতে বলছেন হার্দিক। আর তাতে যেন কিছুটা হতবাক হয়ে গিয়েছেন রোহিত। আর অপর যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে যে জসপ্রীত বুমরাহ, রোহিত ও হার্দিকের মধ্যে কিছু একটা কথাবার্তা চলছিল। তাতে রোহিতের হাবভাব দেখে মনে হচ্ছিল যে তিনি বুমরাহের কাছে কোনও বিষয় নিয়ে গজগজ করছেন। যা দেখে নেটিজেনদের একাংশ মনে করছেন, রোহিতের টিমটা ভেঙে খান-খান হয়ে গিয়েছে।
প্রথম ভিডিয়োয় ঠিক কী হয়েছিল?
রবিবার গুজরাট টাইটানসের ব্যাটিং ইনিংসের ২০ তম ওভারের তৃতীয় বলের পরে সেই ঘটনা ঘটে। রোহিতকে আঙুল দেখিয়ে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে যেতে বলেন হার্দিক। আর সেটা দেখতে পেলেও প্রাথমিকভাবে কিছুটা হতবাক হয়ে যান ভারতীয় দলের অধিনায়ক তথা মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক। নিজের বুকে হাত দেখিয়ে ইশারায় প্রশ্ন করেন যে 'আমি যাব?' আর তারপর দৌড়ে বাউন্ডারির দিকে চলে যান রোহিত। যিনি সাধারণত থার্ডম্যানে ফিল্ডিং করতেন না। ক্লোজ-ইনে ফিল্ডিং করতেন।
দ্বিতীয় ভিডিয়োয় কী দেখা গিয়েছে?
দ্বিতীয় ভিডিয়োয় দেখা গিয়েছে যে হাত দেখিয়ে কিছু একটা হার্দিককে বলার চেষ্টা করছেন বুমরাহ। সম্ভবত কী পরিকল্পনা হওয়া উচিত, সেটা বোঝাচ্ছিলেন। যদিও হার্দিকের অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছিল যে তিনি তাতে রাজি হননি। বরং নিজে যেটা মনে করছিলেন, সেটাই করবেন বলে জানিয়ে দেন। আর সেটা বোঝাতে-বোঝাতে চলে যেতে থাকেন।
ততক্ষণে বুমরাহের কাছে চলে আসেন রোহিত। তো বুমরাহ কিছু বলতে থাকেন রোহিতকে। ভারতীয় দলের অধিনায়ক নিজের ট্রেডমার্ক ভঙ্গিমায় আঙুল তুলে কিছু কথা বলতে থাকেন। সেইসময় বুমরাহ এবং রোহিতের অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছিল যে দু'জনেই কিছু একটা বিষয় নিয়ে বিরক্ত। আর তাঁদের হাবভাব এমনই ছিল যে সেটা হার্দিকের কারণে হলে অবাক হওয়ার কিছু থাকবে না। যে ভিডিয়ো দেখে নেটিজেনদের একাংশ বলেছেন, ‘ভাঙা সংসার।’
আরও পড়ুন: GT vs MI Live Score Updates, IPL 2024: শেষ ওভারের থ্রিলারে রুদ্ধশ্বাস জয় গিলদের
তারইমধ্যে মুম্বইয়ের স্থায়ী অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই হেরে গিয়েছেন হার্দিক। নিজে ফ্লপ হয়েছেন। শুধু তাই নয়, বুমরাহকে প্রথম ওভার না দিয়ে নিজে বল করতে আসেন। আর মার খান। প্রথম পরিবর্ত বোলার হিসেবে বুমরাহকে আনেন। যে বুমরাহ চার ওভারে ১৪ রান দিয়ে তিন উইকেট নেন। অন্যদিকে, ব্যাটিংয়েও দায়িত্ব নিতে ব্যর্থ হন হার্দিক। চার বলে ১১ রান করলেও দলকে জেতাতে পারেননি। রোহিত অবশ্য নিজের কাজটা করে দিয়ে যান। ২৯ বলে ৪৩ রানের ইনিংস খেলেন।