আইপিএল ২০২৪-এর মাঝেই এক হৃদয় বিদারক ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে দুই মুম্বই ইন্ডিয়ান্স ভক্ত চেন্নাইয়ের এক বৃদ্ধ ভক্তের উপর মারাত্মক হামলা চালিয়েছিল। এই ঘটনায় চেন্নাইয়ের ওই ভক্তের মাথায়ও আঘাত লাগে এবং পরে সেই ভক্ত মারা যান। এই ঘটনাটি ঘটেছে কোলহাপুরে। ঘটনাটি ঘটেছে করবীর তালুকের হনমন্তওয়াড়িতে। আসলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে রোহিত শর্মার আউট হওয়ার পর সেলিব্রেশন করছিলেন চেন্নাই সুপার কিংসের ভক্তেরা। সেই সেলিব্রেশন যে এতটা ব্যয়বহুল প্রমাণিত হবে কেউ তা জানত না। নানা রিপোর্টে জানা গিয়েছে, আনন্দ প্রকাশ করতে গিয়েই প্রতিপক্ষের সমর্থকদের ক্ষোভ থেকেই এমনটা ঘটেছে।
নানা রিপোর্টের তথ্য অনুযায়ী, বুধবার রাত ১০টা ৪৫ মিনিটে এই ঘটনাটি ঘটে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের হাতে রোহিত শর্মাকে আউট করার পর আনন্দ প্রকাশ করেন বন্দোপন্ত বাপসো টিবিলে (বয়স ৬৩ বছর, বাসিন্দা হনমন্থওয়াড়ি)। এতে ক্ষিপ্ত হয়ে যান ৫০ বছর বয়সি বলবন্ত মহাদেব ঝাঁps এবং ৩৫ বছর বয়সি সাগর সদাশিব ঝাঁজে। রিপোর্টে বলা হয়েছে এরপরেই তারা বন্দোপন্ত তিবিলের উপর হামলা চালায়। এই হামলায় তিনি গুরুতর আহত হয়েছিলেন।
করবীরের পুলিশ ইন্সপেক্টর কিশোর শিন্ডের মতে, বুধবার রাতে একটি বাড়িতে অন্য লোকদের সঙ্গে আইপিএল ম্যাচ দেখছিলেন বলওয়ান্ত ঝাঁজে এবং সাগর ঝাঁজে। তারা দুজনেই মুম্বই ইন্ডিয়ান্সের ভক্ত এবং হায়দরাবাদ দল আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান করায় ক্ষুব্ধ। এই ম্যাচে প্রথমে ব্যাট করে রানের পাহাড় গড়ে সানরাইজার্স হায়দরাবাদ। এরপর ব্যাট করতে নামে মুম্বই ইন্ডিয়ান্স দল। ১২ বল ২৬ রান করে আউট হয়ে যান রোহিত শর্মা। এ সময় বন্দোপন্ত টিবিলে সেখানে পৌঁছান। তিনি চেন্নাই দলের ভক্ত। রোহিত শর্মা আউট হতেই বন্দোপন্ত টিবিলে প্রশ্ন করেন এই ম্যাচে কীভাবে জিতবে মুম্বই? এই নিয়ে প্রশ্ন করেন টিবিলে। এরপর ঝাঁজেদের সঙ্গে টিবিলের মধ্যে তর্ক শুরু হয়।
এরপর দুজনেই টিবিলের উপর হামলা চালায়। বলবন্ত ঝাঁঝে লাঠি দিয়ে টিবিলের মাথায় আঘাত করেন, তারপর সাগর তার মাথায় একটি তক্তা দিয়ে মারেন। এতে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন টিবিল। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। কারণ, মাথায় গুরুতর চোট পেয়েছেন তিনি। এর পরে, আহত বন্দোপন্ত বাপসো টিবিলের ভাই সঞ্জয় বাপসো টিবিলে করভীর থানায় অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে। জানা গিয়েছে দুর্ভাগ্যজনক ঘটনার পরে বৃদ্ধ ভক্তের মৃত্যু হয়েছে। রিপোর্টে বলা হয়েছে আসলে বৃদ্ধ ভক্ত তাঁর আঘাতের তীব্রতা কাটিয়ে উঠতে না পেরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ক্রিকেট ম্যাচ চলাকালীন এই ঘটনায় হতবাক পুলিশও।