বৃহস্পতিবার, ১১ এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএল ২০২৪-এর ২৫তম ম্যাচটি। এই খেলায় IPL 2024-এ, পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচের আগে, RCB তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি ভিডিয়ো পোস্ট করেছে। এই ভিডিয়োতে নিজের সবচেয়ে বড় ভয়ের কথা জানিয়েছেন বাইশ গজের ‘কিং’ বিরাট কোহলি।
বিরাট কোহলির ভয়ের কারণ কী?
RCB-এর পডকাস্টে তার সবচেয়ে বড় ভয় প্রকাশ করে বলেছেন বিরাট কোহলি। তিনি বলেছেন, ‘যখন আমি একটি ফ্লাইটে থাকি এবং খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইট নড়তে থাকে এবং ঝাঁকুনি খায়, তখন আমিই প্রথম ব্যক্তি যে চেয়ারের হাতল শক্ত করে ধরে ফেলি। আমি সত্যিই তখন খুব ভয় পেয়ে যাই। আপনি যদি সেই মুহূর্তে আমার দিকে তাকান, তাহলে আপনার মনে হবে আমি একেবারে বোকা একটা মানুষ। আমার তখন মনে হয় যেন আমি এখনই মারা যাব।’
আইপিএল ২০২৪-এ এখনও পর্যন্ত কেমন খেলেছেন বিরাট কোহলি?
আইপিএল ২০২৪-এ বিরাট কোহলির পারফরম্যান্স সম্পর্কে কথা বললে, তার ব্যাটের কথা বলতে হয়। চলতি মরশুমে এখন পর্যন্ত অরেঞ্জ ক্যাপের দৌড়ে এগিয়ে রয়েছেন বিরাট কোহলি। তিনি পাঁচ ম্যাচে ১০৫ গড়ে ৩১৬ রান করেছেন। চলতি মরশুমের প্রথম সেঞ্চুরিয়ানও তিনি। আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত সর্বোচ্চ ৮টি সেঞ্চুরি করেছেন তিনি। এ বছর শুরুটা খারাপ হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালরুর। এখন পর্যন্ত দলটি ৫টির মধ্যে মাত্র একটি ম্যাচ জিতেছে তারা। এর ফলে পয়েন্ট টেবিলের দশম স্থানে রয়েছে বিরাটের বেঙ্গারুর। এমন অবস্থায় যে কোনও মূল্যে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচটা জিততে চাইবে ফ্যাফ ডু প্লেসির দল।
MI vs RCB ম্যাচের কিছু গুরুত্বপূর্ণ তথ্য
আজকের আইপিএল ম্যাচ হল মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুই দলের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। এই ম্যাচটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এটি আইপিএল ২০২৪ এর ২৫ তম ম্যাচ। দুই দলই তাদের দ্বিতীয় জয় খুঁজছে। মুম্বই চারটি ম্যাচের মধ্যে তিনটিতে হেরেছে, আরসিবি পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে। এমন পরিস্থিতিতে এই ম্যাচটি হবে বেশ আকর্ষণীয়। একভাবে, বিরাট কোহলি ও রোহিত শর্মার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাই ভক্তদের মধ্যেও এই ম্যাচটি নিয়ে বেশ আগ্রহ রয়েছে।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে আইপিএলে মোট ১০টি ম্যাচ খেলা হয়েছে। এর মধ্যে মুম্বই জিতেছে সাতটি ম্যাচে এবং আরসিবি জিতেছে তিনটি ম্যাচে। এমন অবস্থায়, এটা পরিষ্কারভাবে বলা যেতে পারে যে ওয়াংখেড়েতে আরএসবি বেশি সফল হতে পারেনি। দুই দলেই চোটের সমস্যা নেই। এমন পরিস্থিতিতে নির্বাচনের জন্য সব খেলোয়াড়কেই পাওয়া যাবে। দলে ফিরেছেন সূর্যকুমার যাদবও, যিনি খেলেছিলেন শেষ ম্যাচে। তবে তার ব্যাট সেই ম্যাচে রানের খাতা খোলেনি, এখন দেখার এই ম্যাচে সূর্যকুমার যাদব কেমন পারফর্ম করেন।