বাংলা নিউজ > ক্রিকেট > IPL 2024: 'মোহালি' অতীত! মুলানপুরের নতুন স্টেডিয়ামে হোম ম্যাচ খেলবে পঞ্জাব কিংস

IPL 2024: 'মোহালি' অতীত! মুলানপুরের নতুন স্টেডিয়ামে হোম ম্যাচ খেলবে পঞ্জাব কিংস

নতুন এই স্টেডিয়ামেই আইপিএলের ম্যাচ খেলবে পঞ্জাব কিংস। ছবি- পিবিকেএস টুইটার।

মুলানপুর স্টেডিয়ামে ঘরোয়া ক্রিকেটের একাধিক ম্যাচ হয়েছে। তবে এই মাঠে প্রথমবার আইপিএলের আসর বসতে চলেছে।

শুভব্রত মুখার্জি:- আগামী মার্চ মাস থেকেই শুরু হতে চলেছে আইপিএলের আসন্ন মরশুমের আসর। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টার মালিকানাধীন পঞ্জাব কিংসও তাঁর ব্যতিক্রম নয়। এখনও পর্যন্ত একবারও পঞ্জাব আইপিএলের শিরোপা জিততে পারেনি। তারা ফাইনালে উঠলেও দেখেছে হারের মুখ।

ফলে এবারে স্বাভাবিকভাবেই তারা মুখিয়ে রয়েছে আইপিএলের শিরোপা জিততে। আর এবারে তাদের হোম স্টেডিয়ামে বদল আসতে চলেছে। দীর্ঘদিন ধরে এই ফ্র্যাঞ্চাইজির হোম স্টেডিয়াম ছিল মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়াম। এবারের আইপিএলে তাদের হোম ম্যাচ পঞ্জাব এই স্টেডিয়ামে খেলবে না। তার বদলে তারা তাদের হোম ম্যাচ খেলবে মুলানপুর স্টেডিয়ামে। ঘটনাচক্রে এই স্টেডিয়ামটি নতুন করে তৈরি করা হয়েছে। আর সেখানেই আসন্ন মরশুমে তাদের হোম ম্যাচগুলো খেলার সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাব কিংস দল।

ঘটনাচক্রে এই মুলানপুর স্টেডিয়ামে ঘরোয়া ক্রিকেটের একাধিক ম্যাচ হয়েছে। তবে আইপিএলের মতন বড় টুর্নামেন্টের ম্যাচ এই স্টেডিয়ামে এই প্রথম হতে চলেছে। স্টেডিয়ামটিকে ঢেলে সাজানো হয়েছে। স্টেডিয়ামের পরিকাঠামোর পরিবর্তন করা হয়েছে। ব্যাপক উন্নতি ঘটানো হয়েছে এই স্টেডিয়ামের পরিকাঠামোর।

আরও পড়ুন:- Ranji Trophy 2024: ধোপে টিকল না মায়াঙ্ক আগরওয়ালের প্রতিরোধ, কর্ণাটককে ছিটকে দিয়ে রঞ্জির সেমিফাইনালে বিদর্ভ

আধুনিকতায় মুড়ে ফেলা হয়েছে এই স্টেডিয়ামকে। বাড়ানো হয়েছে দর্শক আসনও। বর্তমানে এই স্টেডিয়ামের দর্শকধারণ ক্ষমতা ৩৩০০০। সোমবার পঞ্জাব কিংস ফ্র্যাঞ্চাইজির তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাদের তরফে আসন্ন আইপিএলে তাদের সব হোম ম্যাচ এই মুলানপুর স্টেডিয়ামে আয়োজনের কথা নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন:- Fastest T20I Century: ঠিক এক বছর পরে কুশলের বিশ্বরেকর্ড ভেঙে খানখান, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৩৩ বলে সেঞ্চুরি নিকোলের

মোহালির মুলানপুরের মহারাজা যাদবেন্দ্রসিংহ স্টেডিয়ামের খোলনলচে একেবারে বদলে ফেলা হয়েছে। স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করা হয়েছে। হেরিংবোন ড্রেনেজ ব্যবস্থা লাগানো হয়েছে। যাতে প্রবল বৃষ্টিতেও জল দাঁড়াতে না পারে এবং ম্যাচ আয়োজনে কোনও বিঘ্ন না ঘটে। বৃষ্টি থেমে যাওয়ার পরে ২৫-৩০ মিনিটের মধ্যে এই সিস্টেম বৃষ্টির জল মাঠ থেকে বের করে দিতে সক্ষম।

স্টেডিয়ামে রয়েছে দুটি আন্তর্জাতিক মানের সাজঘর। রয়েছে একটি বিশ্বমানের জিমও। মার্চের ২৩ তারিখ পঞ্জাব কিংস তাদের প্রথম ম্যাচ খেলবে দিল্লি ক্যাপিটালস দলের বিরুদ্ধে। সেই দিনকেই এই স্টেডিয়ামের অফিসিয়াল উদ্বোধন করা হবে।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

তৃতীয় দিনের শেষে রঞ্জিতে চালকের আসনে বাংলা, দুরন্ত ব্যাটিং সুদীপ-অভিমন্যুর মিমিকে জোর করে পনির পকোড়া খাওয়াচ্ছেন অনিন্দ্য, ব্যাপার কী? গুলিবিদ্ধ বাবা সিদ্দিকি, দেখার পর থেকে ঘুমতে পারছেন না, সমস্ত মিটিং বাতিল সলমনের দশমীতে জেলায় জেলায় পেট্রল ডিজেলের দাম কত? আরও কি সস্তা হবে? মোবাইল অ্য়াপে চটজলদি ঘরে বসেই মিলছে সমস্ত পণ্য, মাশুল গুনছে শহুরে মুদির দোকান হকি ইন্ডিয়া লিগের নিলামে রেকর্ড হরমনের! দাম ৭৮ লাখ টাকা, অভিষেক এলেন কলকাতায় নিজেদের দলে পরিবর্তন করতে অজিদের অনুমতি নিতে হল ভারতকে! বিশ্বকাপে কেমন হল এরকম? 'আমরা তো….'দ্রোহের কার্নিভাল বন্ধে মুখ্যসচিবের চিঠি, তীব্র অসন্তোষ চিকিৎসক মহলে কুস্তি, হাতি, ঘোড়া, তলোয়ার - বিজয়া দশমীতে রাজ আমলের ঝলক মাইসোর প্রাসাদে থানা থেকে ফেরার পথে হাওড়ায় দুর্গা মণ্ডপে ভাঙচুর, প্রতিমায় আগুন, দাবি শুভেন্দুর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.