শুভব্রত মুখার্জি: ২১ এপ্রিল রবিবার 'ডাবল হেডারের' প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইডেন গার্ডেন্সে এই ম্যাচ ঘিরে উত্তেজনা, উন্মাদনা ছিল চরমে। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিরাট কোহলি। কলকাতায় এই মুহূর্তে চলছে প্রবল তাপপ্রবাহ। তাপমাত্রা ছুঁয়েছে ৪২ ডিগ্রি। আবহাওয়া দপ্তরের তরফে তাপপ্রবাহের কমলা সতর্কতা ছিল রবিবার। কিন্তু সেই সব কিছুকে উপেক্ষা করে ৫৫০০০-এরও বেশি মানুষ উপস্থিত ছিলেন এদিন ইডেনে। তাদেরকে হতাশ করেনি দুই দল। এক রুদ্ধশ্বাস ম্যাচ উপহার দিয়েছে দুই দল।
আরও পড়ুন: বেগুনি টুপির লড়াইয়ে যুজিকে টপকে বড় লাফ হর্ষালের, কমলা ক্যাপের তালিকায় শুভমন উঠে এলেন চারে
দিন শেষে টানটান উত্তেজনার ম্যাচে মাত্র ১ রানে জিতে শেষ হাসি হেসেছে কেকেআর। ম্যাচের শেষ বলে কেকেআর-এর উইকেটকিপার সল্ট একেবারে বাজপাখির ভঙ্গিমায় উড়ে গিয়ে আরসিবি ব্যাটারকে রান আউট করে দলকে এনে দিয়েছেন এক অবিস্মরণীয় জয়। সল্টের এই রান আউট দেখে একবাক্যে প্রশংসা করেছেন সকল বিশেষজ্ঞ।
এদিন ম্যাচে প্রথমে ব্যাট করে কেকেআর। জয়ের জন্য তারা আরসিবিকে লক্ষ্য দেয় ২২৩ রানের। শেষ ওভারে জয়ের জন্য আরসিবির দরকার ছিল ৬ বলে ২১ রান। সেই ওভারেই করন শর্মা, আইপিএল ইতিহাসে সব থেকে দামি পেসার মিচেল স্টার্ককে তিনটি ছক্কা হাঁকান। একটা সময়ে সমীকরণ দাঁড়ায় জয়ের জন্য ২ বলে দরকার ৩ রান। এমন অবস্থায় করন শর্মাকে কট অ্যান্ড বোল্ড আউট করেন স্টার্ক। ফলে শেষ বলে জয়ের জন্য ১ বলে ৩ রান দরকার ছিল আরসিবি-র। আর ২ রান করলে ম্যাচ যেত সুপার ওভারে। এমন অবস্থায় ব্যাট করতে আসেন লকি ফার্গুসন। স্টার্কের বলটি তিনি ডিপে পাঠিয়ে একটি রান সম্পন্ন করেন। নন স্ট্রাইকার প্রান্তে থাকা মহম্মদ সিরাজ তখন লকিকে দ্বিতীয় রান সম্পন্ন করতে পুশ করেন। তাহলে ম্যাচ গড়াত সুপার ওভারে।
এমন অবস্থায় ডিপ থেকে কেকেআর ফিল্ডার যে থ্রোটি করেন তা উইকেটের মধ্যে ছিল না। বেশ খানিকটা দূরে করা সেই থ্রো প্রথমে ঝাঁপিয়ে পড়ে গ্লাভসবন্দি করেন ফিল সল্ট। এর পর একেবারে শিকারি বাজপাখির মতন নিজেকে ছুঁড়ে দেন স্ট্যাম্পের দিকে। ঝাঁপিয়ে পড়ে স্ট্যাম্পস থেকে বেলটি ছিটকে দিয়ে লকিকে রান আউট সম্পন্ন করেন। তাঁর এই রান আউট উস্কে দেয় ১৯৯২ সালের ওডিআই বিশ্বকাপের স্মৃতি। যেখানে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ঠিক এক ভঙ্গিমায় একেবারে ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে ক্ষিপ্রতার সঙ্গে দৌড়ে এসে নিজের শরীর ছুঁড়ে দিয়ে ইনজামাম উল হককে রান আউট করেছিলেন জন্টি রোডস। এদিন ইডেন ফিল সল্টের সেই রোডসের ভঙ্গিমায় করা রান আউটে ভর করেই রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র ১ রানের ব্যবধানে এক অবিস্মরণীয় জয় নিশ্চিত করে কেকেআর।