মার্ক চ্যাপম্যান ঝড়ে একেবারে কুপোকাত হল পাক বোলাররা। সিরিজের তৃতীয় ম্যাচেই দ্বিতীয় সারির নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে মুখ থুবড়ে পড়ল পাকিস্তান। রবিবার (২১ এপ্রিল) ১৭৯ রান তাড়া করতে নেমে ১০ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ পকেটে পুড়ে ফেলে নিউজিল্যান্ড। সেই সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল কিউয়িরা।
কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, ডারিল মিচেলদের মতো শীর্ষ সারির কিউয়ি ক্রিকেটাররা এখন আইপিএল খেলতে ব্যস্ত। তাই পাকিস্তানে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আর সেই দলই নাড়িয়ে দিল পাকিস্তানের শক্তিশালী বোলিং আক্রমণকে।
আরও পড়ুন: বেগুনি টুপির লড়াইয়ে যুজিকে টপকে বড় লাফ হর্ষালের, কমলা ক্যাপের তালিকায় শুভমন উঠে এলেন চারে
রাওয়ালপিন্ডিতে রবিবার সিরিজের তৃতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। সাইম আয়ুব এবং বাবর আজম মিলে শুরুটা খারাপ করেননি। প্রথম উইকেটে ৬.২ ওভারে ৫৫ রান করেও ফেলেছিল তাঁরা। কিন্তু ২২ বলে ৩২ করে সাজঘরে ফেরেন আয়ুব। এর পরেই ২৯ বলে ৩৭ করে আউট হন বাবর আজমও। তিনে নেমে মহম্মদ রিজওয়ানও এদিন ২১ বলে ২২ করে রিটায়ার্ড হার্ট হন। উসমান খান ৭ বলে ৫ করে সাজঘরে ফেরেন।
তবে ইরফান খান এবং শাদাব খান মিলে দলের হাল ধরার চেষ্টা করেন। ২০ বলে ৪১ করেন শাদাব খান। ২০ বলে ৩০ করে অপরাজিত থাকেন ইরফান। এই জুটির সৌজন্যেই নির্দিষ্ট ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান করে পাকিস্তান। নিউজিল্যান্ডের হয়ে ইশ সোধি ২ উইকেট নিয়েছে। ১টি করে উইকেট নিয়েছেন জেকব ডাফি এবং মাইকেল ব্রেসওয়েল।
আরও পড়ুন: ছন্নছাড়া ক্যাপ্টেন্সি, দেরি হল ফিল্ড সাজাতে, বড় জরিমানার মুখে পড়লেন হার্দিক
রান তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন কিউয়ি ব্যাটাররা। ১৬ বলে ২১ করে টিম সেফার্ড সাজঘরে ফিরলে, প্রথম ধাক্কা খায় নিউজিল্যান্ড। ১৯ বলে ২৮ করে টিম রবিনসনও আউট হয়ে যান। কিন্তু এর পর ঝড় তোলেন মার্ক চ্যাপম্যান। এক সময়ে হংকংয়ের হয়ে খেলা হার্ডহিটার চ্যাপম্যান এদিন ৪২ বলে ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তাঁর এই ইনিংসে ছিল ৯টি চার এবং চারটি ছক্কা। তাঁকে সঙ্গত করছিলেন ডিন ফক্সক্রফট। তিনি অবশ্য ২৯ বলে ৩১ করে আউট হয়ে যান। তবে চ্যাপম্যানের সৌজন্যে ১৮.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৯ করে ফেলে নিউজিল্যান্ড। পাকিস্তানের হয়ে ২ উইকেট নিয়েছেন আব্বাস আফ্রিদি। এক উইকেট নিয়েছেন নাসিম শাহ।
রাওয়ালপিন্ডিতে গত বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। শনিবার একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে কিউয়িদের মাত্র ৯০ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটের জয় তুলে নিয়েছিল বাবর আজমের দল। তবে রবিবার তৃতীয় ম্যাচেই দুরন্ত প্রত্যাবর্তন করে নিউজিল্যান্ড।