শুভব্রত মুখার্জি: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআইয়ের নির্দেশ অমান্য করে রঞ্জি ট্রফিতে না খেলে বিতর্কের জন্ম দিয়েছেন কিপার ব্যাটার ইশান কিষান। মানসিক ক্লান্তির কথা বলে তিনি বারবার অমান্য করেছেন বিসিসিআইয়ের নির্দেশকে। রিপোর্ট বলে ইংল্যান্ড সিরিজে নাকি খেলার কথাও তাঁকে বলা হয়েছিল টিম ম্যানেজমেন্টের তরফে। তিনি এখানেও মানসিক ক্লান্তির কথা বলে খেলতে অস্বীকার করেন। এরপরেই বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয় তাঁকে। তবে বাদ পড়ার পরেও রীতিমতো হাসিখুশি অবস্থায় তিনি ধরা দিলেন ক্যামেরার সামনে। মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির প্রি-ওয়েডিংয়ে যোগ দিয়েছেন তিনি। সেখানেই হাসিমুখে তাঁকে পোজ দিতে দেখা গিয়েছে ক্যামেরার সামনে।
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটিরা। রয়েছেন ইশান কিষানও। অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠান চলবে তিনদিন ধরে। আর এই অনুষ্ঠানে যোগ দিতেই শুক্রবার জামনগরে পৌঁছে গিয়েছেন ইশান কিষান।
আরও পড়ুন… নিজের খারাপ সময়কে সকলের সম্মান করা উচিত- পৃথ্বী, শ্রেয়স ও নিজেকে নিয়ে মুখ খুললেন রাহানে
ঘটনাচক্রে বিসিসিআইয়ের নির্দেশ পাওয়ার পরেও ঝাড়খন্ডের হয়ে রঞ্জি খেলতে নামেননি ইশান কিষান। তারপরেই বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ইশান কিষান। তবে বিসিসিআইয়ের তরফে যদিও এই বাদ পড়ার পিছনে কোন অফিসিয়াল কারণ দেখানো হয়নি। তবে ইশান কিষান একা নন। প্রায় এক কারণে বাদ পড়েছেন শ্রেয়স আইয়ার।
সম্প্রতি একটি ভিডিয়ো পোস্ট হয়েছে। যেখানে দেখা গিয়েছে জামনগরের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বেশ হাসিখুশি মুখেই ধরা পড়েছেন ইশান কিষান। চিত্র সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি হাত নাড়েন। তাদের উদ্দেশ্যে দেখান থাম্বস আপও। বোঝানোর চেষ্টা করেন যে তিনি বেশ খোশমেজাজেই রয়েছেন। দীর্ঘদিন ধরে খেলছেন না ইশান কিষানও। দক্ষিণ আফ্রিকা সফর চলাকালীন মাঝপথেই তিনি দেশে ফিরে আসেন। এরপর তাঁকে পার্টি করতেও দেখা গিয়েছিল। যা নিয়ে বিতর্ক কম হয়নি। রঞ্জি না খেলে তিনি বরোদাতে অনুশীলন করেন। মুম্বই ইন্ডিয়ান্স দলের নয়া অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছে তাঁকে। বর্তমানে ডি ওয়াই পাটিল টু্র্নামেন্টেও খেলছেন তিনি।